“The Kigali Amendment is related to which of the following protocols?”
A
Montreal Protocol
B
Nagoya Protocol
C
Kyoto Protocol
D
None of the above
উত্তরের বিবরণ
কিগালি সংশোধনী হলো মন্ট্রিল প্রোটোকলের সর্বশেষ সংশোধনী, যা হাইড্রোফ্লরোকার্বন (HFCs)-এর ব্যবহার ও উৎপাদন ধীরে ধীরে হ্রাস করার উদ্দেশ্যে গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি।
-
২০১৬ সালের ১৫ অক্টোবর, রুয়ান্ডার কিগালিতে মন্ট্রিল প্রটোকলের ২৮তম সভায় এই সংশোধনী অনুমোদিত হয়।
-
সংশোধনীর মূল লক্ষ্য হলো গ্রিন হাউজ গ্যাস হাইড্রোফ্লরোকার্বনের উৎপাদন ও ব্যবহার ধাপে ধাপে কমানো।
-
যদি সংশোধনীটি কার্যকরভাবে বাস্তবায়িত হয়, তাহলে এই শতাব্দীর শেষে বৈশ্বিক গড় তাপমাত্রা প্রায় ০.৫ ডিগ্রি সেলসিয়াস কমানো সম্ভব।

0
Updated: 15 hours ago
What is the main objective of the Montreal Protocol?
Created: 11 hours ago
A
To prevent global warming
B
To reduce the emission of substances harmful to the ozone layer
C
To control hazardous waste
D
To protect the Biodiversity
মন্ট্রিল প্রোটোকল (Montreal Protocol):
মন্ট্রিল প্রোটোকলের পূর্ণরূপ হলো Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer। নাম থেকেই এর উদ্দেশ্য স্পষ্ট — ওজোন স্তরের জন্য ক্ষতিকর পদার্থের নিঃসরণ হ্রাস করা।
-
প্রতিষ্ঠা ও স্বাক্ষর: ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর, ২৪টি দেশ কানাডার মনট্রিলে প্রোটোকলে স্বাক্ষর করে।
-
মূল লক্ষ্য: ওজোন স্তর ধ্বংসকারী ক্লোরোফ্লোরো কার্বন (CFCs) নিঃসরণ ১৯৮৬ সালের স্তরে সীমাবদ্ধ রাখা।
-
উৎপত্তি ও ব্যবহার: সাধারণত রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, অ্যারোসল স্প্রে ইত্যাদির মাধ্যমে CFC নিঃসরণ ঘটে।
-
হ্রাসের পরিকল্পনা:
-
১৯৯৪ সালের মধ্যে ২৯% হ্রাস
-
১৯৯৯ সালের মধ্যে ৫০% হ্রাস
-
২০০০ সালের মধ্যে সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে
-
উল্লেখযোগ্য তথ্য:
-
ভিয়েনা কনভেনশন (Vienna Convention for the Protection of the Ozone Layer) হলো এর পূর্বসূরী চুক্তি, যার মূল উদ্দেশ্য ওজোন স্তরের সুরক্ষা নিশ্চিত করা।

0
Updated: 11 hours ago