Identify the phrase:
He wants to go home.
A
Noun phrase
B
Infinitive phrase
C
Gerund phrase
D
Adverbial phrase
উত্তরের বিবরণ
The correct answer is Infinitive phrase.
-
Example: He wants to go home.
-
বাক্যে to + verb আছে, যা নির্দেশ করছে যে infinitive বিদ্যমান।
-
যে phrase-এ infinitive থাকে এবং এটি subject, object বা complement হিসেবে কাজ করে, তাকে Infinitive phrase বলা হয়।
Other options:
-
ক) Noun phrase: যে phrase টি noun-এর মত কাজ করে।
-
গ) Gerund phrase: যে phrase টি gerund-এর মতো sentence-এ বসে।
-
ঘ) Adverbial phrase: যে phrase দিয়ে adverb-এর কাজ সম্পাদন হয়।

0
Updated: 15 hours ago
What is the meaning of "Call name"?
Created: 3 weeks ago
A
To praise someone
B
To call someone respectfully
C
To call someone loudly
D
To scold or insult someone
সঠিক উত্তর: ঘ) To scold or insult someone
ব্যাখ্যা:
-
Call name অর্থ: কাউকে অবমাননাকর বা আপত্তিকরভাবে সম্বোধন করা।
-
বাংলায়: গালমন্দ করা।
উদাহরণ:
-
He was punished for calling names to the teacher.
-
(শিক্ষককে গালমন্দ করার জন্য তাকে শাস্তি দেওয়া হয়।)
-
-
Children often call names without realizing how hurtful it is.
-
(শিশুরা প্রায়ই গালমন্দ করে, তা কতটা কষ্ট দেয় তা বুঝতে পারা ছাড়া।)
-
উৎস: Live MCQ Lecture

0
Updated: 3 weeks ago
The boy looks after his parents.
Here, 'looks after' is-
Created: 1 month ago
A
An adverb phrase
B
A verbal phrase
C
A prepositional phrase
D
An adjective phrase
Sentence: The boy looks after his parents.
-
Underlined Part: looks after
-
Type: Verbal Phrase
Explanation:
-
A verbal phrase is a group of words functioning as a verb in a sentence.
-
Here, looks after acts as a single verb meaning “cares for” or “takes care of.”
More Examples:
-
They look for the brilliant students.
-
Do on your shirt.
Note:
-
A verb phrase can consist of a main verb alone or a main verb with auxiliary verbs, modals, or prepositions.

0
Updated: 1 month ago
Which is the most important part of a letter?
Created: 1 month ago
A
The address of the receiver
B
Body of the Letter
C
Heading
D
The signature of the writer
Parts of a Letter
-
Heading (শিরোনাম)
-
লেখকের পূর্ণ ঠিকানা ও তারিখ চিঠির ডানদিকে, উপরের অংশে লেখা হয়।
-
-
Salutation (সম্ভাষণ/সম্বোধন)
-
যে ব্যক্তিকে চিঠি লেখা হচ্ছে তাকে সম্বোধন করে লেখা হয়।
-
অবস্থান: বামদিকে, Heading থেকে নিচে, Capital Letter দিয়ে শুরু, শেষে কমা।
-
উদাহরণ:
-
আত্মীয়: My dear Father,
-
বন্ধু: My dear Karim,
-
অপরিচিত: Sir, Madam,
-
ব্যবসায়ী/সরকারি: Dear Sir, Gentlemen,
-
-
-
Subject (চিঠির মূল বিষয়)
-
সম্ভাষণের নিচে, সাধারণত মার্জিনে সংক্ষেপে মূল বক্তব্য উল্লেখ করতে হয়।
-
-
Body of the Letter (মূল অংশ)
-
চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
-
বিস্তারিত বক্তব্য থাকে; একটি বা একাধিক Paragraph-এ লেখা হয়।
-
প্রতিটি Paragraph Capital Letter দিয়ে শুরু হয়।
-
সম্ভাষণের নিচে সামান্য ডানদিকে সরিয়ে শুরু করতে হয়।
-
-
Subscription (বিদায় বক্তব্য)
-
মূল চিঠি শেষ হওয়ার পরে, শেষ লাইনের ঠিক নিচে এবং ডানদিকে লেখকের দস্তখতের উপরে লেখা হয়।
-
উদাহরণ:
-
আত্মীয়: Your affectionate son,
-
বন্ধু: Yours sincerely,
-
অপরিচিত: Yours truly, Yours faithfully,
-
শিক্ষক: Your most obedient pupil,
-
-
-
Signature (দস্তখত/স্বাক্ষর)
-
Subscription-এর নিচে, ডানদিকে লেখকের স্বাক্ষর করা হয়।
-
-
Superscription (প্রাপকের ঠিকানা)
-
প্রাপকের পূর্ণ নাম, উপাধি এবং ঠিকানা লেখা হয়।
-
Source: BBS Program, Bangladesh Open University

0
Updated: 1 month ago