What does the idiom "jump on the bandwagon" mean?
A
Start something too soon
B
Join a popular trend or activity
C
Keep something secret
D
Reveal a secret accidentally
উত্তরের বিবরণ
The correct meaning of “Jump on the bandwagon” is “Join a popular trend or activity.”
Jump on the bandwagon বলতে বোঝায় কোনো জনপ্রিয় কার্যক্রম, আন্দোলন বা প্রবণতার সঙ্গে যুক্ত হওয়া বা সমর্থন করা, বিশেষ করে তখন যখন সেটি জনপ্রিয়তা অর্জন করেছে। সাধারণত মানুষ যখন দেখে যে কোনো কিছু খুব জনপ্রিয় বা সফল হচ্ছে, তখন তারাও সেটির অংশ হতে চায় — এই মনোভাবই এই idiom দ্বারা প্রকাশ পায়।
Bangla Meaning: জনপ্রিয়তার সাথে যুক্ত হওয়া।
English Meaning: to join an activity or cause that has become fashionable or successful so as not to be left behind.
Example:
-
So many people are trying to quit smoking that I might as well jump on the bandwagon and quit as well.
(অনেক মানুষ ধূমপান ছাড়ছে, তাই আমিও জনপ্রিয় প্রবণতার সঙ্গে যুক্ত হয়ে ধূমপান ছেড়ে দিতে পারি।)
Other options বিশ্লেষণ:
-
(ক) Start something too soon: খুব তাড়াতাড়ি কিছু শুরু করা — অর্থটি idiom-এর সঙ্গে সম্পর্কিত নয়।
-
(গ) Keep something secret: কিছু গোপন রাখা — ভিন্ন অর্থ প্রকাশ করে।
-
(ঘ) Reveal a secret accidentally: ঘটনাক্রমে কোনো গোপন তথ্য ফাঁস করা — অর্থের দিক থেকে সম্পূর্ণ আলাদা।
0
Updated: 1 month ago
The word 'disinterested' means-
Created: 3 months ago
A
lack of interest
B
indifferent
C
callous
D
neutral
Disinterested (adjective)
English Meaning: এমন কেউ, যার কোনো ব্যক্তিগত স্বার্থ জড়িত নয় বা ব্যক্তিগত লাভ নেই, তাই সে ন্যায্যভাবে বিচার করতে পারে।
বাংলা অর্থ: নিরপেক্ষ, স্বার্থশূন্য, নৈর্ব্যক্তিক।
অন্যান্য অপশন:
-
Neutral: নিরপেক্ষ
-
Lack of interest: আগ্রহের অভাব
-
Indifferent: নিঃস্পৃহ, অনীহ, উদাসীন
-
Callous: কঠিন মনের, অনুভূতিহীন
উপরের অপশনগুলো বিশ্লেষণ করলে বোঝা যায়, ‘Disinterested’ শব্দটির মানে সবচেয়ে ভালোভাবে বোঝায় ‘Neutral’ বা নিরপেক্ষ।
তথ্যসূত্র: Live MCQ Lecture, Accessible Dictionary.
0
Updated: 3 months ago
'Equivocation' means-
Created: 4 months ago
A
A true statement
B
Equal opportunity to get a job
C
Free expression of opinions
D
Two contrary things in the same statement
'Equivocation' means - Two contrary things in the same statement.
• Equivocation (noun):
Meaning: The use of ambiguous language to conceal the truth or to avoid committing oneself; prevarication/To contrary things in the same statement.
Bengali meaning: কথার দুটি অর্থ হয় এমন ভাব; বাকচাতুরী।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) A true statement - একটি সত্য বক্তব্য।
খ) Equal opportunity to get a job - সমানভাবে কাজ পাওয়ার সুযোগ।
গ) Free expression of opinions - মতামত প্রকাশের স্বাধীনতা।
Source:
1. Oxford Learner's Dictionary
Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 4 months ago
'Venerate' Means-
Created: 3 months ago
A
defame
B
abuse
C
respect
D
accuse
Venerate
ইংরেজিতে অর্থ: অত্যন্ত শ্রদ্ধা করা।
বাংলায় অর্থ: গভীর শ্রদ্ধা বা ভক্তি করা; আরাধনা করা।
অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ:
ক) defame – কোনো ব্যক্তির সম্পর্কে মিথ্যা কুৎসা ছড়ানো।
খ) abuse – অন্যায় ব্যবহার বা অমর্যাদা করা।
গ) respect – শ্রদ্ধা করা।
ঘ) accuse – কাউকে দোষারোপ করা।
তাহলে, বুঝতে পারছি:
Venerate এর অর্থ হলো ‘শ্রদ্ধা করা’ বা ‘ভক্তি করা’।
সূত্র: Accessible Dictionary by Bangla Academy
0
Updated: 3 months ago