Correct Answer: The
-
Complete sentence: The sun rises in the east.
-
অদ্বিতীয় বা একক কোনো বস্তু বা অবস্থার নামের আগে the ব্যবহার করা হয়।
-
এই বাক্যে সূর্য একমাত্র এবং অনন্য।
-
তাই এখানে the বসানো হয়েছে।
Identify the correct article: "___ sun rises in the east."
A
A
B
An
C
The
D
No article
উত্তরের বিবরণ
0
Updated: 21 hours ago
Criminals are of ____ character.
Created: 1 month ago
A
a
B
an
C
the
D
no article
Rule:
সমজাতীয় কিছু বোঝাতে যেমন the same, the certain ইত্যাদি, singular common noun-এর আগে a/an বসে।
Examples:
Birds of a feather flock together.
Criminals are of a (the same) character.
There lived a farmer.
Complete Sentence:
👉 Criminals are of a character.
0
Updated: 1 month ago
She writes in ___ Bengali
Created: 2 weeks ago
A
a
B
an
C
the
D
No article
ভাষার নামের আগে সাধারণত The বসে না। উদাহরণ: English is an international language। এখানে Bengali কোনো ব্যক্তি, স্থান বা জাতীয়তাকে বোঝাচ্ছে না, শুধুমাত্র ভাষা নির্দেশ করছে, তাই এর আগে The ব্যবহার হয় না। সঠিক বাক্য: She writes in Bengali।
তবে যদি ভাষার নামের পরে language শব্দটি থাকে, তখন The ব্যবহার করা হয়। উদাহরণ: The Spanish Language is very interesting to learn।
0
Updated: 2 weeks ago
He is ____ tallest person in the room.
Created: 21 hours ago
A
a
B
an
C
the
D
no article
Complete sentence: He is the tallest person in the room.
Translation: তিনি রুমের সবচেয়ে লম্বা মানুষ।
এই বাক্যে superlative degree ব্যবহার করা হয়েছে।
Superlative degree এর নিয়ম অনুসারে, tallest বা superlative form এর পূর্বে সর্বদা the বসানো হয়।
0
Updated: 21 hours ago