Correct Answer: The
-
Complete sentence: The sun rises in the east.
-
অদ্বিতীয় বা একক কোনো বস্তু বা অবস্থার নামের আগে the ব্যবহার করা হয়।
-
এই বাক্যে সূর্য একমাত্র এবং অনন্য।
-
তাই এখানে the বসানো হয়েছে।
____ iron is very usefu
A
A
B
An
C
The
D
No article
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: কোনো article লাগবে না।
পূর্ণ বাক্য: Iron is very useful।
বাংলা অনুবাদ: লোহা খুবই উপকারী।
বাক্যে noun এর আগে সাধারণত article বসানো হয়।
তবে এই বাক্যে, iron হলো একটি material noun।
সাধারণত common noun ব্যতীত অন্য কোনো noun এর আগে article ব্যবহার করা হয় না।
0
Updated: 1 month ago
She writes in ___ Bengali
Created: 2 months ago
A
a
B
an
C
the
D
No article
ভাষার নামের আগে সাধারণত The বসে না। উদাহরণ: English is an international language। এখানে Bengali কোনো ব্যক্তি, স্থান বা জাতীয়তাকে বোঝাচ্ছে না, শুধুমাত্র ভাষা নির্দেশ করছে, তাই এর আগে The ব্যবহার হয় না। সঠিক বাক্য: She writes in Bengali।
তবে যদি ভাষার নামের পরে language শব্দটি থাকে, তখন The ব্যবহার করা হয়। উদাহরণ: The Spanish Language is very interesting to learn।
0
Updated: 2 months ago
Identify the correct article: "___ sun rises in the east."
Created: 1 month ago
A
A
B
An
C
The
D
No article
0
Updated: 1 month ago
He writes __ Bengali like __ Bengalis.
Created: 1 month ago
A
the, the
B
No article, the
C
the, no article
D
a, the
Article হলো এমন একটি শব্দ যা Noun বা Pronoun-এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতাকে প্রকাশ করে। এটি মূলত দুই প্রকার।
Indefinite Articles: a, an
Definite Article: the
Article ব্যবহারের নিয়ম অনুসারে
কোনো ভাষার নামের আগে সাধারণত Article ব্যবহার করা হয় না।
কিন্তু জাতির নামের আগে the ব্যবহৃত হয়।
তাই বাক্যে writes-এর পর the বসবে না।
Complete Sentence: He writes Bengali like the Bengalis.
0
Updated: 1 month ago