বিশ্বব্যাংকের তথ্যমতে, উচ্চ তাপমাত্রার ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বিশ্বে বাংলাদেশের অবস্থান- [সেপ্টেম্বর, ২০২৫]
A
১ম
B
২য়
C
৩য়
D
৪র্থ
উত্তরের বিবরণ
বাংলাদেশ বর্তমানে বিশ্বের উচ্চ তাপমাত্রার ঝুঁকিতে থাকা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে, যা তার জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য গুরুতর প্রভাব ফেলছে।
-
বিশ্বব্যাংকের প্রতিবেদনে (‘অ্যান আনসাস্টেইনেবল লাইফ: দ্য ইমপ্যাক্ট অব হিট অন হেলথ অ্যান্ড দ্য ইকোনমি অব বাংলাদেশ’) তথ্য প্রকাশিত হয়েছে।
-
১৯৮০ সাল থেকে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ১.১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে এবং ‘অনুভূত তাপমাত্রা’ (feels like temperature) ৪.৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।
-
ক্রমবর্ধমান তাপজনিত অসুস্থতার কারণে ২০২৪ সালে প্রায় ২৫ কোটি কর্মদিবস নষ্ট হয়েছে।
-
এই পরিস্থিতিতে অর্থনৈতিক ক্ষতি ১.৩ থেকে ১.৭৮ বিলিয়ন ডলার, যা দেশের জিডিপির প্রায় ০.৩–০.৪ শতাংশ।

0
Updated: 21 hours ago
World Bank এর বর্তমান প্রেসিডেন্ট কে? (আগস্ট-২০২৫)
Created: 4 days ago
A
ইউজিন মেয়ার
B
অজয় বাঙ্গা
C
ডেভিড ম্যালপাস
D
জিম ইয়ং কিম
World Bank হলো বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক, যা অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং স্থায়ী উন্নয়নের জন্য কাজ করে। এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয় এবং ১৯৪৬ সাল থেকে কার্যক্রম শুরু করে। সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত। বাংলাদেশ ১৯৭২ সালে বিশ্বব্যাংকের সদস্য পদ লাভ করে। বর্তমান প্রেসিডেন্ট অজয় বাঙ্গা (আগস্ট ২০২৫ অনুযায়ী), যিনি বিশ্বব্যাংক গ্রুপের ১৪তম প্রেসিডেন্ট এবং ২ জুন, ২০২৩-এ তার পাঁচ বছরের মেয়াদ শুরু করেন।
-
প্রতিষ্ঠার সাল: ১৯৪৪ (ব্রেটনউডস সম্মেলন), কার্যক্রম শুরু ১৯৪৬
-
সদর দপ্তর: ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
-
বাংলাদেশের সদস্যপদ: ১৯৭২
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বাঙ্গা
-
১৪তম প্রেসিডেন্ট
-
২ জুন, ২০২৩-এ পাঁচ বছরের মেয়াদ শুরু
-
World Bank Group পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত:
-
IBRD (International Bank for Reconstruction and Development)
-
IDA (International Development Association)
-
IFC (International Finance Corporation)
-
ICSID (International Centre for Settlement of Investment Disputes)
-
MIGA (Multilateral Investment Guarantee Agency)

0
Updated: 4 days ago
বাংলাদেশের ‘Host and Rohingya Enhancement of Lives Project (HELP)’ প্রকল্পে অর্থায়ন করেছে কোন সংস্থা? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 22 hours ago
A
জাতিসংঘ
B
বিশ্বব্যাংক
C
জাইকা
D
এডিবি
Host and Rohingya Enhancement of Lives Project (HELP) এবং Inclusive Services and Opportunities Project (ISO) দুটি প্রকল্প বাংলাদেশে বাস্তবায়নের জন্য চালু করা হয়েছে। এই প্রকল্প দুটি মূলত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রা উন্নয়নে সহায়তা করবে।
-
প্রকল্প অনুমোদন: ২০২৪ সালের মে মাসে।
-
প্রকল্প কার্যক্রমের শুরু: ২১ সেপ্টেম্বর, ২০২৫, বিশ্বব্যাংকের অর্থায়নে।
-
মোট বাজেট: ৭০ কোটি ডলার।
-
সম্ভাব্য সমাপ্তি তারিখ: ৩০ জুন, ২০২৮।
-
বাস্তবায়নকারী সংস্থা: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, পরিবেশ বিভাগসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠান।

0
Updated: 22 hours ago