উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের জন্য 'এইচ-১বি' ভিসা কোন দেশ প্রদান করে? [সেপ্টেম্বর, ২০২৫]
A
কানাডা
B
যুক্তরাষ্ট্র
C
যুক্তরাজ্য
D
অস্ট্রেলিয়া
উত্তরের বিবরণ
এইচ-১বি (H-1B) ভিসা যুক্তরাষ্ট্রের একটি অ-অভিবাসী ভিসা, যা বিভিন্ন দেশের দক্ষ কর্মীদের সাময়িকভাবে আমেরিকায় থেকে স্থানীয় সংস্থার হয়ে কাজ করার সুযোগ দেয়।
-
মেয়াদ: প্রাথমিকভাবে তিন বছর, সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত বৃদ্ধি করা যায়।
-
বার্ষিক সীমা: ২০০৪ সাল থেকে প্রতি বছর সর্বোচ্চ ৮৫ হাজার এইচ-১বি ভিসা প্রদান করা হয়।
-
ফি: এতদিন পর্যন্ত প্রশাসনিক ফি ছিল গড়ে ১,৫০০ ডলার।
-
নতুন পরিবর্তন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত নতুন নির্বাহী আদেশে আবেদন ফি বৃদ্ধি করে এক লাখ ডলার করা হয়েছে।
-
শর্ত: এই ফি জমা না দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার সীমিত থাকবে।
0
Updated: 1 month ago
'সনোরা লাইন' কোন দুইটি দেশের মাঝে অবস্থিত?
Created: 2 months ago
A
যুক্তরাষ্ট্র-মেক্সিকো
B
কানাডা-যুক্তরাষ্ট্র
C
জার্মানি- ফ্রান্স
D
ভারত- আফগানিস্তান
সনোরা লাইন
-
সনোরা লাইন হলো যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে পৃথককারী সীমান্তরেখা।
-
এটি মেক্সিকোর সনোরা প্রদেশকে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে আলাদা করে।
-
এই সীমান্তরেখা ১৮৫৩ সালে নির্ধারিত হয়।
-
এর বিপরীতে, ৪৯° উত্তর অক্ষরেখা যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমান্ত হিসেবে কাজ করে।
উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা
0
Updated: 2 months ago
Who was the proponent of the United States' "Strategic Defense Initiative"?
Created: 2 months ago
A
Lyndon B. Johnson
B
Ronald Reagan
C
John F. Kennedy
D
Henry Kissinger
- "Strategic Defense Initiative" (এসডিআই), এটি সাধারণত "স্টার ওয়ারস বা তারকা যুদ্ধ" নামে পরিচিত।
- এর প্রবক্তা ছিলেন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান।
যুক্তরাষ্ট্র:
- যুক্তরাষ্ট্রে মোট পঞ্চাশটি রাজ্য রয়েছে।
- আকারের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য হলো আলাস্কা, আর জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য হলো ক্যালিফোর্নিয়া।
- যুক্তরাষ্ট্র ১৭৭৬ সালের ৪ জুলাই ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে,
- এটি ‘স্বাধীনতা দিবস’ হিসেবে জাতীয়ভাবে উদযাপিত হয়।
- দেশটির প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন, তিনি স্বাধীনতার পর নেতৃত্ব দেন নবগঠিত রাষ্ট্রকে।
- যুক্তরাষ্ট্রের ইতিহাসে আরেক গুরুত্বপূর্ণ নেতা ছিলেন আব্রাহাম লিংকন, তিনি ১৮৬৩ সালে ক্রীতদাস প্রথা বিলোপ করেন।
0
Updated: 2 months ago
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করা হয়?
Created: 23 hours ago
A
ফ্লোরিডা
B
নিউজার্সি
C
আলাস্কা
D
টেক্সাস
যুক্তরাষ্ট্র ১৮৬৭ সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করে, যা উত্তর আমেরিকার ভূরাজনীতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। এই ক্রয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র নতুন ভূখণ্ড অর্জন করে এবং পরবর্তীতে এটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অঞ্চলে পরিণত হয়।
• আলাস্কা ক্রয়ের মূল্য ছিল প্রায় ৭.২ মিলিয়ন মার্কিন ডলার, এবং শুরুতে অনেকেই এটিকে অপচয় মনে করায় একে "Seward’s Folly" বলা হয়েছিল।
• পরবর্তীতে এখানে তেল, স্বর্ণ, মাছ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ আবিষ্কৃত হওয়ায় ক্রয়টি যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে লাভজনক প্রমাণিত হয়।
• আলাস্কা ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্রের ৪৯তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়।
0
Updated: 23 hours ago