বৈশ্বিক উদ্ভাবনী সূচক, ২০২৫-এ বাংলাদেশের অবস্থান কততম? [সেপ্টেম্বর, ২০২৫]
A
৯৮তম
B
১০০তম
C
১০৩তম
D
১০৬তম
উত্তরের বিবরণ
বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৫ অনুযায়ী, দেশের উদ্ভাবন ক্ষমতা নিরূপণে সাতটি মূল সূচক ব্যবহার করা হয়, যা প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি, এবং সৃজনশীলতা। ১৬ সেপ্টেম্বর ২০২৫ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন (WIPO) এই সূচক প্রকাশ করে।
-
শীর্ষ দেশ: সুইজারল্যান্ড, ১০০-এর মধ্যে ৬৬ পয়েন্ট।
-
দ্বিতীয় ও তৃতীয় স্থান: সুইডেন এবং যুক্তরাষ্ট্র।
-
বাংলাদেশের অবস্থান: ১৩৯টি দেশের মধ্যে ১০৬তম।
-
বাংলাদেশের আঞ্চলিক ও আয় ভিত্তিক অবস্থান: ২১ পয়েন্ট নিয়ে নিম্ন-মধ্যম আয়ের ৩৭ দেশের মধ্যে ১৯তম এবং মধ্য ও দক্ষিণ এশিয়ার ১০ দেশের মধ্যে অষ্টম।

0
Updated: 22 hours ago
Where was the first “July Martyrs’ Memorial” in Bangladesh unveiled?
Created: 1 month ago
A
Dhaka
B
Narayanganj
C
Mymensingh
D
Khulna
জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ
-
অবস্থান: হাজীগঞ্জ, সদর উপজেলা, নারায়ণগঞ্জ।
-
উদ্বোধন: ১৩ জুলাই ২০২৫।
-
উদ্বোধক: অন্তবর্তী সরকারের পাঁচ উপদেষ্টা।
-
নির্মাণ: সরকারি উদ্যোগে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহায়তায়।
-
বৈশিষ্ট্য: দেশের প্রথম “জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ”।
-
শহিদ সংখ্যা: ফলকে ২১ জন শহিদের নাম লিপিবদ্ধ।

0
Updated: 1 month ago
আন্তর্জাতিক পানি চুক্তিতে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্বাক্ষর করে—
Created: 4 days ago
A
ভারত
B
বাংলাদেশ
C
পাকিস্তান
D
নেপাল
জাতিসংঘ পানি কনভেনশন হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা আন্তঃসীমান্ত পানিসম্পদ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক হ্রদ ও জলধারার নিরাপদ ও স্থায়ী ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে গঠিত। এটি দেশের মধ্যে এবং আন্তর্জাতিকভাবে পানি সংক্রান্ত বিরোধ ও ব্যবস্থাপনায় সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
চুক্তির পূর্ণ নাম: ‘প্রোটেকশন অ্যান্ড ইউজ অফ ট্রান্সবাউন্ডারি ওয়াটারকোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল লেকস’, যা জাতিসংঘ পানি কনভেনশন নামে পরিচিত।
-
দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ এই কনভেনশনে যুক্ত হয়।
-
বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় ২০ জুন, ২০২৫।
-
এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৫৬তম সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়।

0
Updated: 4 days ago
What is 'Tiger Lightning 2025'?
Created: 1 month ago
A
Air force exercise of Bangladesh
B
Joint military exercise between Bangladesh and the United States
C
Bilateral maritime exercise between Bangladesh and India
D
Naval exercise of the Bangladesh Navy
Exercise Tiger Lightning 2025
-
ধরণ: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া।
-
স্থান: সিলেটের জালালাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড সদর দপ্তরে।
-
তত্ত্বাবধান:
-
বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড
-
যুক্তরাষ্ট্র আর্মি প্যাসিফিক কমান্ড এর নেভাডা ন্যাশনাল গার্ড
-
-
অংশগ্রহণকারী সদস্য:
-
বাংলাদেশ সেনাবাহিনী → ১০০ জন (প্যারা কমান্ডো ব্রিগেড)
-
যুক্তরাষ্ট্র নেভাডা ন্যাশনাল গার্ড → ৬৬ জন
-
-
সময়কাল: ২৫ জুলাই – ৩০ জুলাই, ২০২৫ (মোট ৬ দিন)
-
লক্ষ্য ও উদ্দেশ্য:
-
বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি
-
যৌথ আভিযানিক সক্ষমতা ও কৌশলগত সমন্বয় উন্নয়ন
-
প্রস্তুতি জোরদার করা
-

0
Updated: 1 month ago