বৈশ্বিক উদ্ভাবনী সূচক, ২০২৫-এ বাংলাদেশের অবস্থান কততম? [সেপ্টেম্বর, ২০২৫]
A
৯৮তম
B
১০০তম
C
১০৩তম
D
১০৬তম
উত্তরের বিবরণ
বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৫ অনুযায়ী, দেশের উদ্ভাবন ক্ষমতা নিরূপণে সাতটি মূল সূচক ব্যবহার করা হয়, যা প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি, এবং সৃজনশীলতা। ১৬ সেপ্টেম্বর ২০২৫ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন (WIPO) এই সূচক প্রকাশ করে।
-
শীর্ষ দেশ: সুইজারল্যান্ড, ১০০-এর মধ্যে ৬৬ পয়েন্ট।
-
দ্বিতীয় ও তৃতীয় স্থান: সুইডেন এবং যুক্তরাষ্ট্র।
-
বাংলাদেশের অবস্থান: ১৩৯টি দেশের মধ্যে ১০৬তম।
-
বাংলাদেশের আঞ্চলিক ও আয় ভিত্তিক অবস্থান: ২১ পয়েন্ট নিয়ে নিম্ন-মধ্যম আয়ের ৩৭ দেশের মধ্যে ১৯তম এবং মধ্য ও দক্ষিণ এশিয়ার ১০ দেশের মধ্যে অষ্টম।
0
Updated: 1 month ago
ঢাকা মেট্রোরেল প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কোন সংস্থা?
Created: 6 months ago
A
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ
B
বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা
C
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
D
সড়ক ও জনপদ অধিদপ্তর
ঢাকা মেট্রোরেল প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)। এটি একটি শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান, যা বাংলাদেশের রাজধানী ঢাকায় মেট্রোরেল নেটওয়ার্কের পরিকল্পনা, বাস্তবায়ন ও পরিচালনার দায়িত্বে রয়েছে। ডিএমটিসিএল বর্তমানে এমআরটি লাইন-১, লাইন-৫ (উত্তর) এবং লাইন-৬-এর কাজ পরিচালনা করছে।
অন্য বিকল্পগুলোর ভূমিকা:
ক. ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (DTCA): ঢাকার পরিবহন ব্যবস্থার কৌশলগত পরিকল্পনা ও সমন্বয়ের দায়িত্বে রয়েছে।
খ. বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (BRTC): সরকারি বাস ও পরিবহন সেবা প্রদান করে।
ঘ. সড়ক ও জনপদ অধিদপ্তর (RHD): সড়ক ও মহাসড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে।
সারাংশ: ঢাকা মেট্রোরেল প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
0
Updated: 6 months ago
'Subarnachar Island' is located in -
Created: 2 months ago
A
Noakhali
B
Rajshahi
C
Bhola
D
Laxmipur
মুকড়ি, চর নিউটন, চর নিজাম প্রভৃতি।
-
নোয়াখালী জেলা: ভাসান চর, সুবর্ণ চর, চর শ্রীজনী, চর শাহাবানী প্রভৃতি।
-
ফেনী জেলা: মুহুরীর চর।
-
রাজশাহী জেলা: নির্মল চর।
-
সুন্দরবন অঞ্চল: দুবলার চর, পাটনি চর।
0
Updated: 2 months ago
Who founded the Tamaddun Majlish?
Created: 2 months ago
A
Professor Abul Kashem
B
Professor ASM Nurul Haque Bhuiyan
C
Kazi Motahar Hossain
D
Abul Mansoor Ahmad
ভাষা আন্দোলন (প্রথম পর্যায়)
-
তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠা:
-
১৯৪৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাসেম সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
-
-
পুস্তিকা প্রকাশ:
-
১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে একটি পুস্তিকা প্রকাশ করা হয়।
-
পুস্তিকার নাম: “পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু”।
-
-
ভূমিকা:
-
তমদ্দুন মজলিশ ছাত্র-শিক্ষক মহলে বাংলাভাষা বিষয়ে সচেতনতা সৃষ্টি করে।
-
একই বছরের মধ্যেই বহু প্রখ্যাত ও অখ্যাত লেখক বাংলা রাষ্ট্রভাষার প্রতি সমর্থন জানান।
-
-
বঞ্চনা:
-
পাকিস্তানের পাবলিক সার্ভিস কমিশনের বিষয়তালিকা থেকে বাংলা বাদ দেওয়া হয়।
-
নৌ ও অন্যান্য বিভাগের নিয়োগ পরীক্ষায়ও বাংলা বাদ দেওয়া হয়।
-
পাকিস্তানের গণপরিষদের সরকারি ভাষা হিসেবে কেবল ইংরেজি ও উর্দু নির্বাচিত হয়।
-
-
পরিণতি:
-
এসব ঘটনায় বাঙালিরা বিক্ষুব্ধ হয়ে ওঠে, যা পরবর্তীতে ভাষা আন্দোলনের রূপ নেয়।
-
0
Updated: 2 months ago