প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
A
32
B
16
C
24
D
20
উত্তরের বিবরণ
সমাধান:
এখানে,
√(উপরের বামপাশের অংশ) × ডানপাশের অংশ = নিচের অংশ
১ম বৃত্তে,
√64 × 5 = 8 × 5 = 40
২য় বৃত্তে,
√81 × 7 = 9 × 7 = 63
৩য় বৃত্তে,
√16 × 4 = 4 × 4 = 16
সুতরাং, প্রশ্নবোধক স্থানে 16 সংখ্যাটি বসবে।

0
Updated: 22 hours ago
সামিয়ার বয়স ১৬ বছর। তার বয়স তার ভাইয়ের বয়সের ৪গুণ। সামিয়ার বয়স যখন তার ভাইয়ের বয়সের ২গুণ হবে তখন সামিয়ার বয়স কত হবে?
Created: 3 weeks ago
A
২০ বছর
B
২৪ বছর
C
২৫ বছর
D
নির্ণয় করা সম্ভব নয়।
সমাধান:
সামিয়ার বয়স ১৬ বছর
∴ ভাইয়ের বয়স = ১৬/৪ বছর = ৪ বছর
ধরি,
ক বছর পর সামিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে।
∴ ১৬ + ক = ২(৪ + ক)
বা, ১৬ + ক = ৮ + ২ক
বা, ক = ৮
∴ ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে যখন সামিয়ার বয়স = ১৬ + ৮ = ২৪ বছর হবে।

0
Updated: 3 weeks ago
সিরিজের প্রশ্নবোধক (?) স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?
৬, ৪, ৩৬, ২০, ২১৬, ১০০, ?, ৫০০
Created: 4 days ago
A
৮৪০
B
১০২৪
C
৪৯২
D
১২৯৬
সমাধান:
এখানে দুইটি অনুক্রম বিদ্যমান।
প্রথম অনুক্রম: ৬, ৩৬, ২১৬, ১২৯৬
প্রথম অনুক্রমটিতে ৬ গুণ করে বৃদ্ধি পাচ্ছে।
১ম পদ = ৬
২য় পদ = ৬ × ৬ = ৩৬
৩য় পদ = ৩৬ × ৬ = ২১৬
৪র্থ পদ = ২১৬ × ৬ = ১২৯৬
দ্বিতীয় অনুক্রম:
৪, ২০, ১০০, ?
দ্বিতীয় অনুক্রমটিতে ৫ গুণ করে বৃদ্ধি পাচ্ছে।
১ম পদ = ৪
২য় পদ = ৪ × ৫ = ২০
৩য় পদ = ২০ × ৫ = ১০০
৪র্থ পদ = ১০০ × ৫ = ৫০০

0
Updated: 4 days ago
'NUMERICAL' শব্দটির পানিতে প্রতিচ্ছবি নিচের কোনটি?
Created: 3 weeks ago
A
B
C
D

0
Updated: 3 weeks ago