যদি LIGHT = JGEFR হয়, তবে SOUND = ?
A
RNTMC
B
QMSLB
C
PNQKB
D
QMTLC
উত্তরের বিবরণ
LIGHT শব্দটিতে,
L = 12, I = 9, G = 7, H = 8, T = 20
এখন,
প্রতিটি অক্ষর থেকে 2 ধাপ পিছিয়ে,
12 - 2 = 10 = J
9 - 2 = 7 = G
7 - 2 = 5 = E
8 - 2 = 6 = F
20 - 2 = 18 = R
সুতরাং, LIGHT = JGEFR
একইভাবে,
S = 19, O = 15, U = 21, N = 14, D = 4
এখন,
প্রতিটি অক্ষর থেকে 2 ধাপ পিছিয়ে,
19 - 2 = 17 = Q
15 - 2 = 13 = M
21 - 2 = 19 = S
14 - 2 = 12 = L
4 - 2 = 2 = B
সুতরাং, SOUND = QMSLB

0
Updated: 22 hours ago
একটি খেলার মাঠে কিছু দ্বিপদী প্রাণী এবং কিছু চতুষ্পদী প্রাণী আছে। মোট 12 টি মাথা এবং 40 টি পা দেখা গেল। চতুষ্পদী প্রাণীর সংখ্যা কত?
Created: 22 hours ago
A
7 টি
B
16 টি
C
10 টি
D
8 টি
সমাধান:
ধরি,
চতুষ্পদী প্রাণীর সংখ্যা = x
দ্বিপদী প্রাণীর সংখ্যা = y
শর্তমতে,
x + y = 12......(1) [মাথার সংখ্যা]
4x + 2y = 40........(2) [পায়ের সংখ্যা]
এখন, (1) নং হতে পাই,
∴ y = 12- x
(2) নং এ y এর মান বসিয়ে পাই,
4x + 2(12 - x) = 40
⇒ 4x + 24 - 2x = 40
⇒ 2x = 40 - 24
⇒ 2x = 16
⇒ x = 16/2
∴ x = 8
সুতরাং, চতুষ্পদী প্রাণীর সংখ্যা 8 টি।

0
Updated: 22 hours ago
'GEORGE' শব্দটির পানিতে সঠিক প্রতিবিম্ব কোনটি?
Created: 4 days ago
A
1
B
2
C
3
D
4
সঠিক উত্তর 1 নং

0
Updated: 4 days ago
প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে?
Created: 22 hours ago
A
8
B
5
C
7
D
6
একটি ঘর নিয়ে ত্রিভুজ আছে - 1, 2, 3, 4, 5 = 5 টি
দুইটি ঘর নিয়ে ত্রিভুজ আছে - 23 = 1 টি
সুতরাং, মোট ত্রিভুজ আছে = 5 + 1 = 6 টি

0
Updated: 22 hours ago