A এবং B এর উচ্চতা সমান। C হলো A এর থেকে খাটো। D হলো E এর থেকে খাটো, কিন্তু B এর থেকে লম্বা। সবার মধ্যে লম্বা কে?
A
D
B
C
C
B
D
E
উত্তরের বিবরণ
সমাধান:
প্রদত্ত তথ্য থেকে পাই,
1. A এবং B এর উচ্চতা সমান: A = B
2. C হলো A এর থেকে খাটো: A > C
3. D হলো E এর থেকে খাটো, কিন্তু B এর থেকে লম্বা: E > D > B
1, 2 এবং 3 একত্রিত করলে আমরা পাই,
E > D > (A = B) > C
অতএব, E হলো সবথেকে লম্বা।

0
Updated: 22 hours ago
XY দণ্ডটি Y এর দিকে অগ্রসর হলে B গিয়ারটির ঘূর্ণনের দিক কেমন হবে?
Created: 4 days ago
A
ঘড়ির কাঁটার দিকে
B
ঘড়ির কাঁটার বিপরীত দিকে
C
যেকোনো দিকে
D
কোনদিকেই ঘুরবে না
সমাধান:
XY দণ্ডটি Y এর দিকে অগ্রসর হলে A গিয়ারটির ঘূর্ণনের দিক হবে ঘড়ির কাঁটার দিকে।
B গিয়ারটি A গিয়ারটির সাথে যুক্ত থাকায়,
B গিয়ারটির ঘূর্ণনের দিক হবে A গিয়ারটির বিপরীত দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে।

0
Updated: 4 days ago
যদি LIGHT = JGEFR হয়, তবে SOUND = ?
Created: 22 hours ago
A
RNTMC
B
QMSLB
C
PNQKB
D
QMTLC
LIGHT শব্দটিতে,
L = 12, I = 9, G = 7, H = 8, T = 20
এখন,
প্রতিটি অক্ষর থেকে 2 ধাপ পিছিয়ে,
12 - 2 = 10 = J
9 - 2 = 7 = G
7 - 2 = 5 = E
8 - 2 = 6 = F
20 - 2 = 18 = R
সুতরাং, LIGHT = JGEFR
একইভাবে,
S = 19, O = 15, U = 21, N = 14, D = 4
এখন,
প্রতিটি অক্ষর থেকে 2 ধাপ পিছিয়ে,
19 - 2 = 17 = Q
15 - 2 = 13 = M
21 - 2 = 19 = S
14 - 2 = 12 = L
4 - 2 = 2 = B
সুতরাং, SOUND = QMSLB

0
Updated: 22 hours ago
'GEORGE' শব্দটির পানিতে সঠিক প্রতিবিম্ব কোনটি?
Created: 4 days ago
A
1
B
2
C
3
D
4
সঠিক উত্তর 1 নং

0
Updated: 4 days ago