A
কার্বনমুক্ত নতুন পরিবেশ-বান্ধব তেল
B
নতুন ধরনের ট্যাক্সি ক্যাব
C
সীসামুক্ত পেট্রোল
D
কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
উত্তরের বিবরণ
সিএনজি (CNG) বা কমপ্রেসড ন্যাচারাল গ্যাস হলো প্রাকৃতিক গ্যাসের একটি সংকুচিত রূপ। যখন প্রাকৃতিক গ্যাসকে অত্যন্ত উচ্চ চাপ দিয়ে সংকুচিত করা হয়, তখন যে জ্বালানি পাওয়া যায় তাকে সিএনজি বলা হয়। এটি একটি পরিবেশবান্ধব জ্বালানি মাধ্যম হিসেবে পরিচিত। বাংলাদেশ সরকার পরিবেশ দূষণ কমানোর লক্ষ্যে যানবাহনগুলোকে সিএনজিতে রূপান্তরের প্রচেষ্টাকে ২০০১ সালে একটি থ্রাস্ট সেক্টর হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং এই খাতকে উৎসাহিত করছে।
তথ্যসূত্র: রসায়ন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 week ago
'পিসিকালচার' বলতে কি বোঝায়?
Created: 2 weeks ago
A
হাঁস-মুরগি পালন
B
মৌমাছি পালন
C
মৎস্য চাষ
D
রেশম চাষ
আধুনিক চাষ পদ্ধতি:
- রেশম চাষ বিদ্যাকে বলা হয়- সেরিকালচার।
- মৎস্য চাষ বিদ্যাকে বলা হয়- পিসিকালচার।
- মৌমাছি পালন বিদ্যাকে বলা হয়- এপিকালচার।
- পাখি পালন বিদ্যাকে বলা হয়- এভিকালচার।
- চিংডি চাষ বিদ্যাকে বলা হয়- প্রণকালচার।
- উদ্যান পালন বিদ্যাকে বলা হয়- হর্টিকালচার।
- সামদ্রিক মৎস্য চাষ বিদ্যাকে বলা হয়- মেরিকালচার।
উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

0
Updated: 2 weeks ago
ঘন পাতাবিশিষ্ট বৃক্ষের নিচে রাতে ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়, কারণ গাছ হতে-
Created: 1 week ago
A
অধিক পরিমাণে অক্সিজেন নির্গত হয়
B
অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়
C
অধিক পরিমাণে কার্বন মনো-অক্সাইড নির্গত হয়
D
বিষাক্ত সায়ানাইড নির্গত হয়
ঘন পাতাওয়ালা গাছগুলো রাতে তুলনামূলকভাবে বেশি পরিমাণে শ্বসন প্রক্রিয়া চালায়।
রাতের সময় এই গাছগুলোর নিচে ঘুমানো স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ শ্বসনের মাধ্যমে তারা বেশি পরিমাণে কার্বন ডাই-অক্সাইড পরিবেশে ছেড়ে দেয়।
এ সময় উদ্ভিদ বাইরের বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে নিজস্ব জৈব প্রক্রিয়া চালায়, ফলে আশপাশের বাতাসে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায় এবং রাতের বেলায় গাছের নিচে অক্সিজেনের ঘনত্ব কমে যায়।

0
Updated: 1 week ago
প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে মৃদু পানি পাওয়া যায়?
Created: 2 weeks ago
A
সাগর
B
হ্রদ
C
নদী
D
বৃষ্টি
পৃথিবীতে মৃদু পানির প্রধান উৎস হলো বৃষ্টিপাত, যা প্রাকৃতিকভাবে বিশুদ্ধ পানি সরবরাহ করে।
-
সমুদ্রের পানিতে উচ্চমাত্রায় লবণ থাকার কারণে তা মিষ্টি পানির উৎস হিসেবে বিবেচিত হয় না।
-
যদিও নদী ও বিলের পানি মৃদু, তবুও এইসব জলাধার বৃষ্টির পানির উপর নির্ভর করে পূর্ণতা লাভ করে।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণী।

0
Updated: 2 weeks ago