প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে?
A
8
B
5
C
7
D
6
উত্তরের বিবরণ
একটি ঘর নিয়ে ত্রিভুজ আছে - 1, 2, 3, 4, 5 = 5 টি
দুইটি ঘর নিয়ে ত্রিভুজ আছে - 23 = 1 টি
সুতরাং, মোট ত্রিভুজ আছে = 5 + 1 = 6 টি
0
Updated: 1 month ago
যদি A একটি নির্দিষ্ট দিকে চলে, তাহলে নিচের কোনটি সত্য?
Created: 1 month ago
A
B ঘড়ির কাঁটার দিকে ঘুরবে এবং C ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে
B
B এবং C ঘড়ির কাঁটার দিকে ঘুরবে
C
B এবং C বিপরীত ঘড়ির কাঁটার দিকে ঘুরবে
D
B ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে এবং C ঘড়ির কাঁটার দিকে ঘুরবে
সমাধান:
আমরা জানি,
পরস্পর সংযুক্ত দুটি চাকা সমান্তরাল-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একই দিকে ঘুরবে।
প্রদত্ত চিত্রে A চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে এবং চাকাগুলো সমান্তরাল বেল্ট দ্বারা যুক্ত আছে, তাই B ও C চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
0
Updated: 1 month ago
২০২৫ সালের পহেলা জানুয়ারি বুধবার হলে ২০২৭ সালের পহেলা জানুয়ারি কী বার হবে?
Created: 2 months ago
A
রবিবার
B
বৃহস্পতিবার
C
শুক্রবার
D
শনিবার
সমাধান:
সাধারণ বছর (অধিবর্ষ নয়) এর প্রথম দিন এবং শেষ দিন একই বার হয়।
অধিবর্ষ হলে বছরের দৈর্ঘ্য ১ দিন বেশি হওয়ায় শেষ দিনটি পরের দিনের সাথে স্থানান্তরিত হয়।
উদাহরণ:
২০২৫ সাল অধিবর্ষ নয়।
২০২৫ সালের ১লা জানুয়ারি: বুধবার
২০২৫ সালের ৩১শে ডিসেম্বর: বুধবার
২০২৬ সাল অধিবর্ষ নয়।
২০২৬ সালের ১লা জানুয়ারি: বৃহস্পতিবার
২০২৬ সালের ৩১শে ডিসেম্বর: বৃহস্পতিবার
২০২৭ সালের ১লা জানুয়ারি: শুক্রবার
0
Updated: 2 months ago
SECOND-এর কোড যদি IWYMNX হয় তাহলে AVENUE-এর কোড কী হবে?
Created: 2 months ago
A
AFWNGW
B
ZFWMGM
C
GFKMGM
D
FKGMGM
ইংরেজি বর্ণগুলোকে Ascending ও Descending অর্ডারে সাজিয়ে তার পরের বর্ণটি নিয়ে পাই,
SECOND =
S = H; H এর পরের বর্ণটি ⇒ I
E = V + 1 ⇒ W
C = X + 1 ⇒ Y
O = L + 1 ⇒ M
N = M + 1 ⇒ N
D = W + 1 ⇒ X
∴ AVENUE = AFWNGM
A = Z + 1 ⇒ A
V = E + 1 ⇒ F
E = v + 1 ⇒ W
N = M + 1 ⇒ N
U = F + 1 ⇒ G
E = v + 1 ⇒ W
0
Updated: 2 months ago