ঢাকা কলেজ থেকে শাহবাগ পর্যন্ত ২টি ভিন্ন রাস্তা আছে। শাহবাগ থেকে মগবাজার পর্যন্ত ৩টি ভিন্ন রাস্তা আছে। মগবাজার থেকে বনানী পর্যন্ত ৪টি ভিন্ন রাস্তা আছে। ঢাকা কলেজ থেকে বনানী পর্যন্ত মোট কতটি ভিন্ন পথ আছে?

A

১৮ টি

B

২৪ টি

C

১২ টি

D


কোনটিই নয় 

উত্তরের বিবরণ

img

সমাধান:
দেওয়া আছে, 
ঢাকা কলেজ থেকে শাহবাগ পর্যন্ত রাস্তা = ২টি
শাহবাগ থেকে মগবাজার পর্যন্ত রাস্তা = ৩টি
মগবাজার থেকে বনানী পর্যন্ত রাস্তা = ৪টি
 
∴ মোট ভিন্ন পথের সংখ্যা = ২ × ৩ × ৪ = ২৪ টি 
সুতরাং, ২৪টি ভিন্ন পথ আছে।

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

যদি sin⁡θ = 5/13 এবং (π/2) < θ < π হয়, তাহলে cotθ এর মান নির্ণয় করুন।

Created: 2 months ago

A

- (12/13)

B

5/12

C

12/13

D

- (12/5)

Unfavorite

0

Updated: 2 months ago

একটি ছক্কা একবার নিক্ষেপ করলে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত?

Created: 2 months ago

A

1/2

B

1/3

C

1

D

1/6

Unfavorite

0

Updated: 2 months ago

একটি ঘড়ি প্রতিদিন ২০ মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে?

Created: 2 months ago

A

১৮ দিন

B

২৪ দিন

C

৩৬ দিন

D

৪৮ দিন

Unfavorite

0

Updated: 2 months ago

© LXMCQ, Inc. - All Rights Reserved