নিচের কোনটি প্রাইমারি দূষক?
A
SO3
B
N2O5
C
NO
D
HNO3
উত্তরের বিবরণ
প্রাইমারি এবং সেকেন্ডারি দূষক হলো পরিবেশ দূষণের দুটি প্রধান ধরণ। প্রাইমারি দূষক সরাসরি উৎস থেকে নির্গত হয়ে অপরিবর্তিত অবস্থায় পরিবেশে মিশে যায়, আর সেকেন্ডারি দূষক গঠিত হয় প্রাইমারি দূষকের রাসায়নিক বিক্রিয়ার ফলে।
প্রাইমারি দূষক
-
এরা directly emitted from a source হয়ে পরিবেশে অপরিবর্তিত থাকে।
-
উদাহরণ:
-
Nitric Oxide (NO)
-
Nitrogen Dioxide (NO2)
-
Carbon Monoxide (CO)
-
Carbon Dioxide (CO2)
-
Sulfur Dioxide (SO2)
-
Ammonia (NH3)
-
ছাই ও ধুলিকণা
-
Volatile Organic Compounds (VOCs)
-
সেকেন্ডারি দূষক
-
এরা not emitted directly বরং প্রাইমারি দূষকের সঙ্গে atmosphere এ chemical reaction এর মাধ্যমে তৈরি হয়।
-
উদাহরণ:
-
Sulfur Trioxide (SO3)
-
Nitric Acid (HNO3)
-
Nitrogen Dioxide (NO2)
-
Sulfuric Acid (H2SO4)
-
Hydrogen Peroxide (H2O2)
-
Ammonium (NH4⁺)
-
Ozone (O3)
-
বিশেষ দ্রষ্টব্য: কিছু দূষক both primary and secondary pollutants হতে পারে। যেমন, Nitrogen Dioxide (NO2) জীবাশ্ম জ্বালানির দহন ও বজ্রপাত থেকে সরাসরি তৈরি হয়, আবার অন্যান্য রাসায়নিক বিক্রিয়া থেকেও atmosphere এ উৎপন্ন হতে পারে।
0
Updated: 1 month ago
কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
Created: 3 weeks ago
A
গ্লিসারিন
B
ফিটকিরি
C
সোডিয়াম ক্লোরাইড
D
ক্যালসিয়াম কার্বনেট
0
Updated: 3 weeks ago
নিচের কোনটি যৌগিক পদার্থ?
Created: 1 month ago
A
লোহা
B
পানি
C
সোনা
D
রূপা
পদার্থকে মূলত দুই ভাগে ভাগ করা যায়—মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ। এদের গঠন ও বৈশিষ্ট্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।
মৌলিক পদার্থ
-
যে পদার্থকে ভাঙলে আর কোনো নতুন পদার্থ পাওয়া যায় না তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে।
-
উদাহরণ: সোনা, রূপা, লোহা—এগুলোকে ভাঙলেও কেবল তাদের নিজস্ব ক্ষুদ্র কণাই পাওয়া যাবে।
-
আরও উদাহরণ: নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন, হিলিয়াম, ক্যালসিয়াম, আর্গন, ম্যাগনেসিয়াম, সালফার ইত্যাদি।
-
এখন পর্যন্ত ১১৮টি মৌল আবিষ্কৃত হয়েছে, এর মধ্যে প্রায় ৯৮টি প্রকৃতিতে পাওয়া যায় এবং বাকিগুলো গবেষণাগারে তৈরি কৃত্রিম মৌল।
-
মানবদেহে মোট ২৬ ধরনের মৌল বিদ্যমান।
যৌগিক পদার্থ
-
যে পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌল পাওয়া যায় তাকে যৌগ বা যৌগিক পদার্থ বলে।
-
উদাহরণ:
-
পানি (H₂O) ভাঙলে পাওয়া যায় হাইড্রোজেন ও অক্সিজেন।
-
চক (CaCO₃) ভাঙলে পাওয়া যায় ক্যালসিয়াম, কার্বন ও অক্সিজেন।
-
-
যৌগে মৌলসমূহের অনুপাত সবসময় স্থির থাকে।
-
যেমন, পানি ভাঙলে সবসময় দুই ভাগ হাইড্রোজেন ও এক ভাগ অক্সিজেন (২:১) পাওয়া যায়।
-
-
যৌগের ধর্ম মৌলগুলোর ধর্ম থেকে সম্পূর্ণ ভিন্ন।
-
যেমন, হাইড্রোজেন ও অক্সিজেন উভয়ই গ্যাসীয় পদার্থ, কিন্তু তাদের যৌগ পানি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে।
-
0
Updated: 1 month ago
আলোকবর্ষ ব্যবহার করে কী পরিমাপ করা হয়?
Created: 2 months ago
A
দূরত্ব
B
সময়
C
ভর
D
ওজন
আলোক বর্ষ
-
আলোক বর্ষ (Light Year) হলো দূরত্ব মাপার একক, যা বিশেষ করে জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত হয়।
-
এক আলোক বর্ষ মানে হলো, আলো এক বছরে যতদূর চলে, সেই দূরত্ব।
-
এর মান প্রায় ৯.৪৬ ট্রিলিয়ন কিলোমিটার বা ৫.৮৮ ট্রিলিয়ন মাইল।
• অন্যান্য এককগুলোর তুলনা:
-
গ্রাম: ভরের একক।
-
নিউটন: ওজন বা বল পরিমাপের একক।
-
সেকেন্ড: সময় পরিমাপের একক।
অর্থাৎ, আলোক বর্ষ শুধু দূরত্ব মাপার জন্য ব্যবহৃত হয়, ওজন, ভর বা সময়ের জন্য নয়।
উৎসঃ পদার্থবিজ্ঞান (দ্বিতীয় পত্র), একাদশ–দ্বাদশ শ্রেণি।
0
Updated: 2 months ago