একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 2√2 : 3 হলে এর বৃহত্তম কোণটির মান কত?
A
30°
B
60°
C
80°
D
90°
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 2√2 : 3 হলে এর বৃহত্তম কোণটির মান কত?
সমাধান:
ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 2√2 : 3
ধরি
১ম বাহু = x
২য় বাহু = 2√2x
৩য় বাহু = 3x
এখন
(3x)2 = (2√2x)2 + x2
9x2 = 8x2 + x2
9x2 = 9x2
প্রদত্ত ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ।
সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ সর্বদা 90°

0
Updated: 1 day ago
The speed of a boat in still water is 6 km/h. The time it takes to travel downstream is half the time it takes to travel upstream. What is the speed of the stream?
Created: 1 month ago
A
1 km/h
B
2 km/h
C
3 km/h
D
4 km/h
Question: The speed of a boat in still water is 6 km/h. The time it takes to travel downstream is half the time it takes to travel upstream. What is the speed of the stream?
Solution:
Let the speed of the current be = x km/h
Then,
Downstream speed = (6 + x) km/h
Upstream speed = (6 − x) km/h
According to the question:
(6 + x) = 2(6 − x)
⇒ 6 + x = 12 - 2x
⇒ 2x + x = 12 - 6
⇒ 3x = 6
⇒ x = 6/3
⇒ x = 2
∴ The speed of the current = 2 km/h

0
Updated: 1 month ago
একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত ৪ : ৫ এবং রম্বসের ক্ষেত্রফল ৩৬০ বর্গসে.মি. হলে, ছোট কর্ণটির দৈর্ঘ্য কত?
Created: 1 week ago
A
২৪ সে.মি.
B
২৮ সে.মি.
C
৩০ সে.মি.
D
৩৬ সে.মি.
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত ৪ : ৫ এবং রম্বসের ক্ষেত্রফল ৩৬০ বর্গসে.মি. হলে, ছোট কর্ণটির দৈর্ঘ্য কত?
সমাধান:
ধরি,
কর্ণদ্বয় যথাক্রমে ৪ক এবং ৫ক
প্রশ্নমতে,
(১/২) × ৪ক × ৫ক = ৩৬০
বা, ১০ক২ = ৩৬০
বা, ক২ = ৩৬০/১০
বা, ক২ = ৩৬
∴ ক = ৬
রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হবে যথাক্রমে ৪ × ৬ = ২৪ সে.মি. এবং ৫ × ৬ = ৩০ সে.মি.
∴ ছোট কর্ণটির দৈর্ঘ্য = ২৪ সে.মি.।

0
Updated: 1 week ago
কোন স্কুলের একটি শেণিকক্ষে ছাত্র ও ছাত্রীদের অনুপাত ১৩ : ১৯। যদি শ্রেণিকক্ষে ১ জন শিক্ষক এবং ৩১ জন মূল্যায়নকারীসহ মোট ২২৪ জন লোক থাকে, তবে শ্রেণিকক্ষে ছাত্রীর সংখ্যা কতজন?
Created: 4 days ago
A
১১২ জন
B
১১৪ জন
C
১১৮ জন
D
১২৪ জন
সমাধান:
ছাত্র-ছাত্রীর অনুপাতের যোগফল = ১৩ + ১৯ = ৩২
শেণিকক্ষে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা = ২২৪ - (১ + ৩১) জন
= ১৯২ জন
∴ শেণিকক্ষে ছাত্রীর সংখ্যা = ১৯২ × (১৯/৩২) জন
= ১১৪ জন

0
Updated: 4 days ago