একটি বৃত্তচাপ কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 12 cm হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত?
A
4π
B
3π
C
2π
D
π
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি বৃত্তচাপ কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 12 cm হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত?
সমাধান:
মনে করি,
বৃত্তের ব্যাস = 12 cm
বৃত্তের ব্যাসার্ধ r = 6 cm
বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ θ = 60°
বৃত্তচাপের দৈর্ঘ্য s = ?
আমরা জানি,
s = πrθ/180°
⇒ s = (π × 6 × 60°)/180°
∴ s = 2π সে.মি.
0
Updated: 1 month ago
১০% চক্রবৃদ্ধি সুদে ১০০ টাকার ২ বৎসর সুদ-আসলে কত টাকা হয়?
Created: 3 weeks ago
A
২০ টাকা
B
২১ টাকা
C
১২০ টাকা
D
১২১ টাকা
প্রশ্নঃ ১০% চক্রবৃদ্ধি সুদে ১০০ টাকার ২ বৎসর সুদ-আসলে কত টাকা হয়?
সমাধানঃ
মূলধন = ১০০ টাকা
সুদের হার = ১০%
সময় = ২ বছর
চক্রবৃদ্ধি সুদের সূত্র,
সুদ-আসল = মূলধন ×
= ১০০ ×
= ১০০ ×
= ১০০ × ১.২১
= ১২১ টাকা
উত্তরঃ ঘ) ১২১ টাকা
0
Updated: 3 weeks ago
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?


Created: 2 months ago
A
2
B
4
C
5
D
6
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
নির্ণেয় সংখ্যাটি = 4
চিত্রের প্রথম কলামে,
5 × (6 + 7) = 5 × 13 = 65
দ্বিতীয় কলামে,
4 × (3 + 2) = 4 × 5 = 20
তৃতীয় কলামে,
ধরি, সংখ্যাটি = x
∴ 9 × (1 + x) = 45
⇒ 1 + x = 45/9 = 5
⇒ x = 5 - 1 = 4
0
Updated: 2 months ago
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
Created: 2 months ago
A
২৫ বর্গ সে.মি.
B
৩২ বর্গ সে.মি.
C
৩৬ বর্গ সে.মি.
D
৪৮ বর্গ সে.মি.
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
সমাধান:
ধরি,
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহু সমান = ক
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
অতিভুজ২ = ভূমি২ + লম্ব২
⇒ ১২২ = ক২ + ক২
⇒ ১৪৪ = ২ক২
⇒ ক২ = ১৪৪/২
⇒ ক২ = ৭২
⇒ ক = √৭২ = √(৩৬ × ২)
⇒ ক = ৬√২
∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
= (১/২) × ৬√২ × ৬√২
= ৩৬ বর্গ সে.মি.
বিকল্প:
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল,
= (১/৪) × (অতিভুজ)২ = (১/৪) × (১২)২ = (১/৪) × ১৪৪ = ৩৬ বর্গ সে.মি.
0
Updated: 2 months ago