She has __ her hair a beautiful shade of brown.
A
colored
B
given
C
dried
D
dyed
উত্তরের বিবরণ
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - dyed.
- Complete sentence: She has dyed her hair a beautiful shade of brown.
• Dye/color + sth- কোন কিছু রং করা। চুল রং করার ক্ষেত্রে verb হিসেবে dye হয়।
- She has dyed her hair a beautiful shade of brown.
Example: Priscilla’s hair was dyed jet black.
Source: Longman Dictionary of Contemporary English

0
Updated: 1 month ago
The teacher will check the copies after the students _____ writing.
Created: 4 weeks ago
A
have finished
B
finishes
C
finished
D
will finish
The correct answer is - ক) have finished.
-
Complete sentence: The teacher will check the copies after the students have finished writing.
-
Explanation:
-
যখন after দ্বারা দুটি clause যুক্ত হয় এবং আগের clause-এর verb present বা future tense-এ থাকে, তখন পরের clause-এর verb হবে present perfect tense ([have/has + V (p.p.)])।
-
-
Examples:
-
Rezina will swim after she has changed her dress.
-
বাংলা অর্থ: পোশাক পরিবর্তন করার পর রেজিনা সাঁতরাবে।
-
-
I shall go to the cinema after I have completed my work.
-
বাংলা অর্থ: কাজ শেষ করার পর আমি সিনেমায় যাব।
-
-
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

0
Updated: 4 weeks ago
Complete the sentence. If I were you, I ____ take the money.
Created: 4 days ago
A
shall
B
will
C
would
D
may
প্রশ্নে উল্লেখিত বাক্যটি Second Conditional অনুযায়ী গঠিত। Second Conditional সাধারণত কল্পনামূলক বা অসম্ভব পরিস্থিতি প্রকাশের জন্য ব্যবহৃত হয়। এটি দুটি অংশে বিভক্ত: একটি শর্তসূচক clause এবং একটি ফলসূচক clause।
Second Conditional এর নিয়মাবলী:
-
If + past indefinite + subject + would/could/might + verb এর base form + বাকি অংশ।
-
অর্থাৎ, If যুক্ত clause এর পরে subject এর পর would/could/might ব্যবহার করে verb এর base form বসে।
-
If clause এ subject এর পর যদি be verb আসে, তখন were ব্যবহার করা হয়।
গঠন উদাহরণ:
-
If + were + বাক্যাংশ, would/could/might + verb এর present form।
উদাহরণসমূহ:
-
If I knew the answer, I would tell you.
-
If I were you, I would pat your jacket on.
-
If I were you, I would take the money.
-
If I were a bird, I would fly to you.
সম্পূর্ণ বাক্য:
If I were you, I would take the money.

0
Updated: 4 days ago
Honey is _______sweet.
Created: 1 month ago
A
very
B
too much
C
much too
D
excessive
নিচের বাক্যে শূন্যস্থান পূরণে সঠিক শব্দ হলো - very।
-
সম্পূর্ণ বাক্য: Honey is very sweet.
এখানে ‘sweet’ একটি adjective, যা কোনো noun বা pronoun এর বৈশিষ্ট্য প্রকাশ করে। adjective কে modify করার জন্য এর আগে adverb লাগে।
-
‘very’ একটি adverb, যা adjective ‘sweet’ কে আরও শক্তিশালী করে।
-
সাধারণত, adverb হলো এমন শব্দ যা verb, adjective বা অন্য adverb কে modify করে, noun বা pronoun নয়।
-
এই বাক্যে ‘very’ adjective ‘sweet’ কে modify করছে।
এভাবে ‘very’ adjective-এর মাত্রা বাড়ায় এবং বাক্যের অর্থ স্পষ্ট করে।

0
Updated: 1 month ago