Meteorology is related to -
A
concrete slabs
B
motor vehicles
C
weather forecasting
D
motor neurone disease
উত্তরের বিবরণ
Meteorology শব্দটি সাধারণত Earth’s atmosphere এবং তার পরিবর্তন নিয়ে বৈজ্ঞানিক অধ্যয়নকে বোঝায়। এটি মূলত weather forecasting বা আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
-
English meaning: The scientific study of the Earth’s atmosphere and its changes, especially for predicting weather. In short, it deals with atmosphere, weather, and climate.
-
Bengali meaning: আবহাওয়াবিজ্ঞান বা আবহবিদ্যা। অর্থাৎ, পৃথিবীর আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত বিজ্ঞানকেই Meteorology বলা হয়।
-
প্রয়োগ: এই শব্দের মাধ্যমে আমরা weather forecasting, climate study এবং atmosphere সম্পর্কিত বৈজ্ঞানিক বিশ্লেষণকে বুঝি।
-
অন্য অপশনগুলো: প্রদত্ত অন্যান্য শব্দগুলো এই প্রেক্ষিতে অপ্রাসঙ্গিক, তাই সঠিক উত্তর নয়।
0
Updated: 1 month ago
Who is the author of "Queen Mab"?
Created: 1 month ago
A
P. B. Shelley
B
William Wordsworth
C
John Keats
D
Lord Byron
Queen Mab হলো P. B. Shelley-এর লেখা একটি বিখ্যাত philosophical poem, যা প্রথম প্রকাশিত হয় ১৮১৩ সালে বেনামে রাজনৈতিক বিষয়বস্তুর কারণে এবং আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় ১৮১৬ সালে। এটি Shelley-এর প্রথম প্রধান কবিতা এবং নয়টি canto-তে বিভক্ত, blank verse-এ রচিত। কবিতায় Queen Mab, fairies-এর রাণী, Ianthe-এর আত্মাকে মানবজাতির অতীত, বর্তমান ও ভবিষ্যতের মাধ্যমে একটি দর্শন প্রদর্শন করেন।
-
পুরো শিরোনাম: Queen Mab, a Philosophical Poem: With Notes
-
কবিতার মূল উদ্দেশ্য: মানবজাতির অজ্ঞতা, ভুল এবং সামাজিক সমস্যার সমালোচনা করা।
-
মূল চরিত্র: Queen Mab ও Ianthe (Shelley-এর প্রথম সন্তানের নাম)
Percy Bysshe Shelley (1792–1822)
-
জন্ম: Sussex, England
-
পড়াশোনা: Oxford University, তবে ১৮১১ সালে The Necessity of Atheism লেখার জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন।
-
২১ বছর বয়সে নিজেকে নাস্তিক (Atheist) ঘোষণা করেন।
-
Shelley-কে ইংরেজি সাহিত্যের অন্যতম Revolutionary poet হিসেবে গণ্য করা হয়।
-
তিনি বিশ্বাস করতেন যে সমাজ পরিবর্তনের জন্য গুণগত বিপ্লবের প্রয়োজন।
-
স্ত্রী: Mary Shelley, একজন লেখিকা।
-
উপাধি: The Poet of Hope and Regeneration
উল্লেখযোগ্য কাজ:
Poems:
-
Queen Mab (প্রথম প্রধান কবিতা)
-
Ode to the West Wind
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
Drama:
-
Prometheus Unbound
-
The Cenci
0
Updated: 1 month ago
Which idiom means 'keeping a sincere promise'?
Created: 1 month ago
A
To the purpose
B
Turn a deaf ear
C
True to your word
D
Turn over a new leaf
Correct Answer: গ) True to your word
Idiomatic Meaning:
-
English: Keeping a sincere promise.
-
Bangla: কথা রাখা।
Incorrect Options:
-
ক) To the purpose = প্রাসঙ্গিক বা যথার্থ।
-
খ) Turn a deaf ear = কারো কথা উপেক্ষা করা বা শোনার অস্বীকৃতি জানানো।
-
ঘ) Turn over a new leaf = আরও ভালো বা দায়িত্বশীলভাবে আচরণ শুরু করা।
Example Sentence:
-
English: True to his word, he paid back the money he borrowed from us.
-
Bangla: সে তার কথা রেখেছে, আমাদের কাছ থেকে ধার করা টাকা সে ফেরত দিয়েছে।
0
Updated: 1 month ago
Who helps restore the Bennet family’s honor after Lydia’s scandal?
Created: 2 months ago
A
Mr. Bennet
B
Mr. Gardiner
C
Mr. Darcy
D
Colonel Fitzwilliam
Darcy গোপনে Wickham-এর দেনা শোধ করে এবং তাকে Lydia-কে বিয়ে করতে বাধ্য করে। সে Bennet পরিবারের সম্মান রক্ষা করে, অথচ এ বিষয়ে কাউকে জানায় না। পরে Elizabeth Mrs. Gardiner-এর কাছ থেকে Darcy-র ভূমিকা জানতে পারে।
Darcy-এর এই কাজ প্রমাণ করে যে সে আর অহংকারী নয়, বরং দায়িত্বশীল ও সহানুভূতিশীল। Austen এখানে দেখান—সত্যিকারের ভালোবাসা আত্মত্যাগের মধ্যে প্রকাশ পায়।
1
Updated: 2 months ago