Meteorology is related to -
A
concrete slabs
B
motor vehicles
C
weather forecasting
D
motor neurone disease
উত্তরের বিবরণ
Meteorology শব্দটি সাধারণত Earth’s atmosphere এবং তার পরিবর্তন নিয়ে বৈজ্ঞানিক অধ্যয়নকে বোঝায়। এটি মূলত weather forecasting বা আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
-
English meaning: The scientific study of the Earth’s atmosphere and its changes, especially for predicting weather. In short, it deals with atmosphere, weather, and climate.
-
Bengali meaning: আবহাওয়াবিজ্ঞান বা আবহবিদ্যা। অর্থাৎ, পৃথিবীর আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত বিজ্ঞানকেই Meteorology বলা হয়।
-
প্রয়োগ: এই শব্দের মাধ্যমে আমরা weather forecasting, climate study এবং atmosphere সম্পর্কিত বৈজ্ঞানিক বিশ্লেষণকে বুঝি।
-
অন্য অপশনগুলো: প্রদত্ত অন্যান্য শব্দগুলো এই প্রেক্ষিতে অপ্রাসঙ্গিক, তাই সঠিক উত্তর নয়।

0
Updated: 1 day ago
She invited ten friends, ________ turned up for the party.
Created: 1 month ago
A
all of whom
B
all of them
C
they all
D
whom all
Correct Answer:
👉 all of whom
Complete Sentence:
She invited ten friends, all of whom turned up for the party.
Bangla Translation:
সে দশজন বন্ধুকে দাওয়াত দিয়েছিল, যাদের সবাই পার্টিতে এসেছিল।
Analysis:
-
এখানে দুটি clause আছে, তাই এদের যুক্ত করতে Relative pronoun ব্যবহার করতে হবে।
-
Relative pronoun সাধারণত conjunction-এর কাজও করে।
-
অপশন all of them এবং they all-এ কোন relative pronoun নেই।
-
who all ব্যাকরণের নিয়ম অনুসারে সঠিক নয়।
-
তাই শূন্যস্থানে সঠিক relative pronoun হলো all of whom।

0
Updated: 1 month ago
Who is the main villain in 'Othello'?
Created: 1 week ago
A
Brabantio
B
Cassio
C
Iago
D
Emilia
Othello
-
লেখক: William Shakespeare
-
ধরণ: Tragedy
-
অঙ্ক: পাঁচ
-
লেখা: ১৬০৩–০৪, প্রকাশ: ১৬২২
মুখ্য চরিত্রসমূহ:
-
Othello (প্রধান চরিত্র, Venice এর Moorish সেনাপতি)
-
Desdemona (Othello এর স্ত্রী)
-
Brabantio (Desdemona এর পিতা)
-
Iago (প্রতারক, খলনায়ক)
-
Cassio (Lieutenant)
-
Emilia
সংক্ষিপ্ত বিবরণ:
-
Othello গোপনে Desdemona কে বিয়ে করে, যা Brabantio মেনে নেননি।
-
সেনাবাহিনীতে Cassio কে নিয়োগ দেওয়ায় Iago ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে Othello এর মনে সন্দেহের বীজ বপন করে।
-
Iago, Desdemona এর রুমাল Cassio এর কাছে রেখে প্রমাণ তৈরি করে যে Desdemona বিশ্বাসঘাতকতা করছে।
-
ঈর্ষার অন্ধ Othello Desdemona কে হত্যা করে। পরে সত্য জানতে পেরে অনুশোচনায় Othello আত্মহত্যা করে।
-
Iago ধরা পড়ে এবং শাস্তি ভোগ করে।
William Shakespeare (1564–1616)
-
জন্ম: April 26, 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: April 23, 1616, Stratford-upon-Avon
-
Byname: Bard of Avon বা Swan of Avon
-
পরিচিত: English poet, dramatist, actor, English national poet
-
রচনা: 37 Plays
উৎস:

0
Updated: 1 week ago
God willing, we shall meet again.
Here, 'willing' is-
Created: 1 month ago
A
Intransitive verb
B
Gerund
C
Participle
D
Finite verb
God willing
• Complete Sentence:
-
English: God willing, we shall meet again.
-
Part of Speech: 'willing' → Participle
• Explanation:
-
"God willing" এ willing present participle হিসেবে ব্যবহৃত হয়েছে।
-
"Willing" verb will থেকে এসেছে, কিন্তু adjective হিসেবে God-কে modify করে।
-
এটি একটি conditional clause সূচিত করে: "If God is willing…"
• Absolute Phrase:
-
Absolute phrase-এ participle noun/pronoun-এর পরে বসে modify করলে adjective-এর কাজ করে।
-
এখানে কমার পূর্বে verb+ing অংশটি participle phrase।
-
Absolute phrase সহজেই subordinate clause-এ পরিবর্তন করা যায়:
-
উদাহরণ: God willing, → If God is willing
-
• Present Participle:
-
Verb-এর সাথে -ing যোগ হয়ে যদি adjective-এর কাজ করে, অর্থাৎ একই সাথে verb ও adjective-এর কাজ করে, তাকে present participle বলা হয়।
-
সহজভাবে: Verb + ing → adjective → verb + adjective কাজ করে
Source:
High School English Grammar and Composition by Wren and Martin

0
Updated: 1 month ago