Desdemona is a character in the following Shakespearean play :
A
Macbeth
B
Othello
C
Hamlet
D
King Lear
উত্তরের বিবরণ
Desdemona হল Shakespeare রচিত Othello নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। এই নাটককে অনেক সময় Tragedy of Intrigue ও বলা হয়, যার শুরু হয় Venice, Italy তে। নিচে নাটকের প্রধান দিকগুলো তুলে ধরা হলো।
-
Othello: পুরো নাম Othello, the Moor of Venice। একজন আফ্রিকান যিনি Venice-এর জেনারেল।
-
Desdemona: এক অভিজাত Venetian নারী এবং Othello-র স্ত্রী।
-
Cassio: Othello-র লেফটেন্যান্ট।
-
Brabantio: Venetian Senator এবং Desdemona-র বাবা।
-
Roderigo: এক Venetian nobleman যে Desdemona-কে ভালোবাসে।
-
Iago: সেনাবাহিনীর ক্যাপ্টেন।
-
Emilia: Iago-র স্ত্রী।
Summary of the plot
-
নাটকটি মূলত প্রেম, বিশ্বাসঘাতকতা এবং ষড়যন্ত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
-
Othello একজন শক্তিশালী ও সম্মানিত জেনারেল, যিনি বিবাহ করেন Desdemona-কে।
-
Othello Cassio-কে তার প্রধান সহকারী করলে Iago প্রচণ্ড ঈর্ষান্বিত হয়।
-
Iago তার স্ত্রী Emilia-র সাহায্যে ষড়যন্ত্র করে এবং Othello-কে ভুল বোঝাতে সক্ষম হয়।
-
সে Othello-কে বিশ্বাস করায় যে Desdemona ও Cassio-র মধ্যে illicit relation আছে।
-
প্রমাণ হিসেবে তারা একটি handkerchief দেখায়, যা Othello তার স্ত্রীকে উপহার দিয়েছিল কিন্তু পরে Cassio-র ঘরে পাওয়া যায়।
-
এই মিথ্যা প্রমাণে প্রতারিত হয়ে Othello rage-এর বশে Desdemona-কে হত্যা করে।
-
সত্য প্রকাশ পেলে guilt-এ ভুগে Othello আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে।

0
Updated: 1 day ago
Why does Hamlet send Ophelia away during the “Get thee to a nunnery” scene?
Created: 1 month ago
A
He hates her
B
He wants to test her loyalty
C
He wants her to spy on Claudius
D
He wants to protect her from corruption
Hamlet Ophelia-কে নানাবাড়ি বা কনভেন্টে যেতে বলে, যাতে সে পুরুষদের প্রতারণা ও দুর্নীতি থেকে রক্ষা পায়। উপরে উপরে এটি রূঢ় শোনালেও, এতে Hamlet-এর সুরক্ষার মনোভাব ও তার তিক্ত অভিজ্ঞতার ছাপ রয়েছে।

1
Updated: 1 month ago
Which play tells the story of a jealous Moorish general?
Created: 3 weeks ago
A
Othello
B
Macbeth
C
Julius Caesar
D
King Lear
Othello
-
লেখক: William Shakespeare
-
ধরন: Tragedy (ট্র্যাজেডি)
-
প্রধান চরিত্র: Othello (the Moor of Venice)
-
মূল বিষয়: অহংকার, বিশ্বাসঘাতকতা, অত্যধিক ঈর্ষা
কাহিনীর সংক্ষিপ্ত বিবরণ
-
Iago, Othello কে প্রভাবিত করে, তাকে বিশ্বাস করায় যে Desdemona (Othello-এর স্ত্রী) তার প্রতি অবিশ্বাসী।
-
Othello অতিরিক্ত ঈর্ষান্বিত হয়ে Desdemona কে হত্যা করে।
-
পরবর্তীতে Othello নিজেও মৃত্যুবরণ করে।
-
গল্পে Desdemona কে দেওয়া একটি handkerchief প্রেমের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
William Shakespeare
-
জন্মস্থান: Stratford-upon-Avon, England
-
পেশা: Poet, dramatist, actor
-
উপাধি: English national poet, Bard of Avon
-
গুরুত্ব: English literature-এর সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকারদের একজন
উল্লেখযোগ্য রচনা
Tragedy:
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Julius Caesar
Comedy:
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
A Midsummer Night’s Dream
Famous Poems:
-
Sonnet 18: "Shall I Compare Thee to a Summer’s Day"
-
The Rape of Lucrece
-
Venus and Adonis
সঠিক উত্তর: ক) Othello
Source: Britannica.com

0
Updated: 3 weeks ago
Who persuades Macbeth to murder King Duncan?
Created: 1 month ago
A
Banquo
B
Lady Macbeth
C
The Witches
D
Macduff
Lady Macbeth তার স্বামীকে প্ররোচিত করে ডানকানকে হত্যার জন্য। সে তার পুরুষত্বকে প্রশ্ন করে এবং সাহস জোগায়। Macbeth প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও স্ত্রীর কথায় হত্যা করে। এতে ট্র্যাজেডির চক্র শুরু হয়।

0
Updated: 1 month ago