Choose the correct sentence:
A
He discussed the matter.
B
He discussed about the mater.
C
He discussed on the matter.
D
None of the above
উত্তরের বিবরণ
সঠিক বাক্যটি হলো "He discussed the matter," যা দেখায় কিভাবে transitive verb কাজ করে। এখানে "discuss" একটি transitive verb হিসেবে ব্যবহৃত হয়েছে, যার পরে সরাসরি object আসে এবং সাধারণত কোন preposition লাগানো হয় না।
প্রদত্ত বাক্যে object হলো the matter, তাই এর আগে কোনো preposition লাগানো উচিত নয়।
এছাড়া, discuss-এর মতো describe, order, এবং request ও transitive verbs, এবং এগুলোর পর সাধারণত preposition ব্যবহার করা হয় না।
উদাহরণ হিসেবে:
-
ভুল: We discussed about the matter yesterday.
-
সঠিক: We discussed the matter yesterday.
-
ভুল: He described about the scenery.
-
সঠিক: He described the scenery.
-
ভুল: I have ordered for three cups of coffee.
-
সঠিক: I have ordered three cups of coffee.

0
Updated: 1 day ago
Choose the correct sentence.
Created: 1 month ago
A
Two-thirds of the students is present today.
B
Two-thirds of the student are present today.
C
Two-third of the students are present today.
D
Two-thirds of the students are present today.
সঠিক বাক্য:
Two-thirds of the students are present today.
বিস্তারিত ব্যাখ্যা:
Fraction + Noun/Verb নিয়ম:
ভগ্নাংশের ক্ষেত্রে প্রথম সংখ্যা One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে ‘s’ আসে: Two-thirds, Three-fourths।
প্রথম সংখ্যা One হলে দ্বিতীয়টির সঙ্গে ‘s’ আসে না: One-third, One-fourth।
Verb-এর সংখ্যা:
ভগ্নাংশের পরে noun plural হলে verb plural:
Two-thirds of the students are present.
noun singular হলে verb singular:
Two-thirds of the mango is rotten.
ভুল উদাহরণগুলো:
ক) “is present” → singular verb, ভুল।
খ) “student” → singular noun, fraction-এর ক্ষেত্রে plural noun হওয়া উচিত।
গ) “Two-third” → fraction ভুল লেখা, সঠিক হলো two-thirds.

0
Updated: 1 month ago
Which sentence contains an adverb of frequency?
Created: 4 months ago
A
He runs fast
B
She shouted loudly
C
The live here
D
I always brush my teeth before going to bed

0
Updated: 4 months ago
What is the synonym of 'Competent'?
Created: 4 months ago
A
Circumspect
B
Discrete
C
Capable
D
Prudent
• Competent:
English meaning: able to do something well.
Bangla meaning: উপযুক্ত; সক্ষম; দক্ষ।
• অন্য অপশন গুলোর মধ্যে -
ক) Circumspect - কাজে নামার আগে সবকিছু খুঁটিয়ে খেয়াল করে এমন; সতর্ক।
খ) Discrete - পৃথক; বিযুক্ত; ধারাবাহিকতাহীন; অসংলগ্ন।
গ) Capable - শক্তিমান; সক্ষম; শক্তিধর; দক্ষ।
ঘ) Prudent - সতর্ক; দূরদর্শী; কৃতাবধান; পরিণামদর্শী; সুবিবেচক; বিচক্ষণ।
• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Capable শব্দটি Competent এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 4 months ago