Shaheen would never have taken the job if __ what great demand it would make on his time.
A
he knew
B
he had been knowing
C
he had known
D
he was knowing
উত্তরের বিবরণ
• শূন্যস্থানে সঠিক উত্তর - he had known
- Complete sentence: Shaheen would never have taken the job if he had known what great demand it would make on his time.
• বাক্যটি Third conditional এর উদাহরণ।
• 3rd Conditional এর নিয়মানুযায়ী,
- If-এর পর Past Perfect Tense থাকলে পরবর্তী Sentence টিতে Past Perfect Conditional বসে।
- অর্থাৎ, would have/could have + verb-এর Past Participle form হয়।
- Structure: If + Past Perfect Tense + Past Perfect Conditional.
-Example: If you had come, I would have gone there.
• অথবা,
- Conditional sentence এ Had + Sub + V3 + Extension এভাবে কোন sentence শুরু হলে সেটি Perfect conditional / 3rd conditional হয়।
- Had I known about the traffic, I would have left earlier.

0
Updated: 1 month ago
I spent ____ with the patient
Created: 2 months ago
A
sometimes
B
sometime.
C
some time
D
some times.
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
ক) Sometimes - মাঝে মাঝে ;
খ) sometime - কোন এক সময় ;
গ) some time - কিছু সময়, খানিকটা সময়।
ঘ) some times বলে কোনো শব্দ নেই।
• সুতরাং, বোঝা যাচ্ছে context অনুসারে শূন্যস্থানে some time বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete Sentence: I spent some time with the patient.
- বাক্যের অর্থ- আমি রোগীটির সাথে খানিকটা সময় ব্যয় করেছিলাম৷

0
Updated: 2 months ago
The Arabian Nights ______ still a great favourite.
Created: 1 month ago
A
has
B
are
C
is
D
were
‘The Arabian Nights’ হলো একটি আরবি গল্পের নাম।
-
গল্প, উপন্যাস, নাটক, ছবি ইত্যাদির নাম সাধারণত একবচন হিসেবে ধরা হয়, অর্থাৎ third person singular।
-
তাই এর সঙ্গে ব্যবহৃত ক্রিয়া (verb) ও একবচন হয়।
-
যখন বিষয় (subject) কোনো জায়গা বা কিছু স্থায়ী কিছু বোঝায়, তখন ‘to be’ verb (is, am, are) ব্যবহার করা হয়।
-
এই কারণে ‘The Arabian Nights’ এর জন্য ‘is’ ব্যবহার করাই সঠিক।
শূন্যস্থানে সঠিক শব্দ হলো - is।
-
সম্পূর্ণ বাক্য: The Arabian Nights is still a great favourite.
-
The Arabian Nights has still a great favourite বাক্যটি সঠিক নয়।

0
Updated: 1 month ago
Dhaka is becoming one of the ____ cities in Asia.
Created: 1 month ago
A
more busy
B
busy
C
busiest
D
most busiest
ইংরেজি গ্রামারে “one of the” ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো – এর পরে সর্বদা কোনো superlative degree (তৃতীয় তুলনামূলক রূপ) ব্যবহার করতে হয়।
যেমন, “busy” শব্দের superlative form হলো “busiest”। তাই যখন বলা হয় “one of the…”, তখন বোঝায় যে কাউকে বা কিছু একটিকে অনেকের মধ্যে সবচেয়ে ভালো বা গুরুত্বপূর্ণ গোষ্ঠীর একজন হিসেবে দেখানো হচ্ছে।
উদাহরণস্বরূপ,
✅ Dhaka is becoming one of the busiest cities in Asia.
এখানে “busiest” ব্যবহারটি সঠিক, কারণ এটি superlative degree।
আরও কিছু উদাহরণঃ
– Razia was one of the happiest children in the orphanage.
– Feroz is one of the best boys in the class.

0
Updated: 1 month ago