'Walk fast lest you should miss the train. ' This is a—
A
Simple sentence
B
Compound sentence
C
Complex sentence
D
Interrogative sentence
উত্তরের বিবরণ
প্রদত্ত বাক্যটি মূলত একটি Complex sentence, যা একটি independent clause এবং একটি dependent (subordinate) clause নিয়ে গঠিত। Complex sentence–এ সাধারণত দুটি clause থাকে, যেখানে independent clause মূল ভাব প্রকাশ করে আর dependent clause অতিরিক্ত বা শর্তযুক্ত তথ্য যোগ করে।
Subordinate clause প্রায়ই শুরু হয় conjunction দিয়ে যেমন if, lest, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while ইত্যাদি।
-
"Walk fast" হলো একটি imperative clause, যা command বা instruction হিসেবে কাজ করে। এটি বাক্যের main clause।
-
"lest you should miss the train" হলো subordinate clause, যা conjunction "lest" দিয়ে শুরু হয়েছে।
-
পুরো বাক্যটি একত্রে একটি warning বা advice প্রকাশ করে, অর্থাৎ ট্রেন মিস না করার জন্য দ্রুত হাঁটার পরামর্শ দিচ্ছে।
0
Updated: 1 month ago
Change the following Complex sentence into a Simple sentence:
It is certain that he will come.
Created: 1 month ago
A
Certainly that he will come.
B
Certainly he will come.
C
It certainly will come.
D
Certainly that will come.
Correct Answer: B) Certainly he will come.
-
Complex sentence এ it is certain, it is surely, it is sudden থাকলে Simple sentence এ -
-
It is certain এর পরিবর্তে certainly হবে, এর পরের relative pronoun টি বাদ যাবে, বাকি sentence টি বসবে।
-
সুতরাং, নিয়মানুযায়ী, সঠিক উত্তর।
-
অন্য দিকে,
-
it is sure এর পরিবর্তে surely হবে।
-
it is sudden এর পরিবর্তে suddenly হবে।
যেমন:
Complex: It is certain that he will come here.
Simple: Certainly, he will come here.
0
Updated: 1 month ago
Change the sentence into Complex form:
Robin called me at the time of cycling.
Created: 1 month ago
A
Robin called me when I am cycling.
B
Robin called me when I was cycling.
C
Robin called me and I was cycling.
D
Robin called me when I was being cycling.
Simple sentence থেকে complex sentence গঠনের নিয়ম “at the time of” ব্যবহারের ক্ষেত্রে নিম্নরূপ:
-
প্রথম clause অপরিবর্তিত থাকবে।
-
“at the time of” এর পরিবর্তে “when” বসানো হবে।
-
প্রথম clause-এর tense অনুযায়ী পরবর্তী clause-এর verb form ঠিক করা হবে।
উদাহরণ:
-
Simple Sentence: Robin called me at the time of cycling.
-
Complex Sentence: Robin called me when I was cycling.
0
Updated: 1 month ago
Which is the complex sentence: ‘Unfortunately, he failed'-
Created: 1 week ago
A
He is unfortunately failed.
B
It is unforunately that he failed.
C
He is failded unfortunately.
D
It is unfortunate that he failed.
সঠিক উত্তর হলো — ঘ) It is unfortunate that he failed.
এই বাক্যটি Complex Sentence, কারণ এতে একটি Principal Clause এবং একটি Subordinate Clause রয়েছে।
-
Principal Clause: It is unfortunate — এটি স্বাধীনভাবে একটি পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে।
-
Subordinate Clause: that he failed — এটি মূল বাক্যের অর্থ সম্পূর্ণ করতে সাহায্য করে।
-
Subordinate Clause টি that দ্বারা যুক্ত হয়েছে, যা subordinating conjunction হিসেবে কাজ করছে।
-
বাক্যটির গঠন অনুসারে এটি একটি Complex Sentence, কারণ দুটি Clause পরস্পর নির্ভরশীলভাবে অর্থ তৈরি করছে।
অন্য বিকল্পগুলো যেমন—
-
(ক) He is unfortunately failed — ব্যাকরণগতভাবে ভুল।
-
(খ) It is unfortunately that he failed — “unfortunately” ক্রিয়া বিশেষণ, এটি এখানে সঠিকভাবে ব্যবহার হয়নি।
-
(গ) He is failded unfortunately — “failded” শব্দটি ভুল; সঠিক রূপ “failed” হওয়া উচিত।
অতএব, ঘ) It is unfortunate that he failed-ই সঠিক এবং এটি একটি Complex Sentence।
0
Updated: 1 week ago