Choose the right form of verb: The boy (to lie) on the floor yesterday.
A
lies
B
lied
C
lay
D
layed
উত্তরের বিবরণ
প্রদত্ত বাক্যটি বোঝার জন্য প্রথমে লক্ষ্য করতে হবে যে শেষে yesterday রয়েছে, যা নির্দেশ করে বাক্যটি past tense অর্থ প্রকাশ করছে।
-
Lie মানে হলো শয়ন করা বা শোয়া।
-
"To lie" একটি irregular verb, এবং এর past tense হলো lay।
অতএব, পুরো বাক্যটি হবে: The boy lay on the floor yesterday.
এখানে “lay” ব্যবহার করা হয়েছে কারণ এটি অতীতকাল নির্দেশ করছে, আর “yesterday” সেই সময় নির্দেশকে আরও স্পষ্ট করছে।

0
Updated: 1 day ago
Fill in the gap with the right tense:
If you ___ metal, it expands.
Created: 1 month ago
A
will heat
B
heats
C
heat
D
heated
Zero Conditional
• Complete Sentence:
-
English: If you heat metal, it expands.
-
Bangla: যদি তুমি ধাতু গরম কর, তা বৃদ্ধি পায়।
• Explanation:
-
Zero Conditional সাধারণত ব্যবহার করা হয়:
-
চিরন্তন/সাধারণ সত্য প্রকাশ করতে
-
বৈজ্ঞানিক সত্য বা প্রকৃতির নিয়ম বোঝাতে
-
-
এই ক্ষেত্রে দুটি clause Present Indefinite Tense-এ থাকে।
• Structure of Zero Conditional:
-
If + Present Simple, Present Simple
• Example Explanation:
-
প্রশ্নোক্ত বাক্যটি একটি বৈজ্ঞানিক সত্য।
-
তাই সঠিক ফর্ম: heat
• Conditional Sentence Components:
-
Condition / শর্ত — যদি ধাতু গরম হয়
-
Consequence / ফলাফল — তা বৃদ্ধি পায়
• Types of Conditional Sentences:
-
Zero Conditional
-
First Conditional
-
Second Conditional
-
Third Conditional

0
Updated: 1 month ago
Choose the correct sentence:
Created: 3 weeks ago
A
We elected him the chairman.
B
We elected him chairman.
C
We elected him as chairman.
D
We elected him to be chairman.
সঠিক উত্তর: খ) We elected him chairman
Grammar Rule: Complement-এর আগে "the" ব্যবহার না করা
-
কিছু verbs যেমন select, elect, appoint, make, nominate, crown এর পর object-এর complement-এর আগে article "the" সাধারণত বসে না।
উদাহরণ:
-
Incorrect: We elected him the chairman.
-
Correct: We elected him chairman
-
Incorrect: They selected me the captain
-
Correct: They selected me captain
তবে নির্দিষ্ট অর্থে "the" ব্যবহার করা যায়:
We made him the chairman of the meeting
অন্যান্য বিকল্পের ব্যাখ্যা
-
ক) We elected him the chairman:
-
Grammar অনুযায়ী এখানে "the" অপ্রয়োজনীয়।
-
-
গ) We elected him as chairman:
-
"Elect + object + as + complement" গঠন standard ইংরেজিতে ভুল।
-
-
ঘ) We elected him to be chairman:
-
"To be" phrase ছাড়া বাক্যের অর্থ পরিষ্কারভাবে প্রকাশ করা সম্ভব।
-
উৎস: A Passage to the English Language – S.M. Zakir Hussain

0
Updated: 3 weeks ago
The word 'Regret' is applicable as -
Created: 2 months ago
A
Verb
B
Noun
C
Adjective
D
Both noun and verb
• The word 'Regret' is applicable as -- Both noun and verb
• Regret (Noun)
- English Meaning: a feeling of sadness, repentance, or disappointment over an occurrence or something that one has done or failed to do.
- Bangla Meaning: (1) অনুতাপ; পরিতাপ; খেদ; দুঃখ; (2) (regrets) নিমন্ত্রণ গ্রহণ না করার সৌজন্যসূচক দুঃখপ্রকাশ।
• Example Sentence:
- She expressed her regret at Virginia's death.
• Regret (Verb)
- English Meaning: to mourn the loss or death of: feel sad, repentant, or disappointed over (something that one has done or failed to do).
- Bangla Meaning: (1) দুঃখ করা বা দুঃখিত হওয়া; (2) অনুশোচনা বা আক্ষেপ করা; অনুতপ্ত হওয়া;
• Example Sentence:
- She immediately regretted her words.
Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.

0
Updated: 2 months ago