Choose the right form of verb: The boy (to lie) on the floor yesterday.
A
lies
B
lied
C
lay
D
layed
উত্তরের বিবরণ
প্রদত্ত বাক্যটি বোঝার জন্য প্রথমে লক্ষ্য করতে হবে যে শেষে yesterday রয়েছে, যা নির্দেশ করে বাক্যটি past tense অর্থ প্রকাশ করছে।
-
Lie মানে হলো শয়ন করা বা শোয়া।
-
"To lie" একটি irregular verb, এবং এর past tense হলো lay।
অতএব, পুরো বাক্যটি হবে: The boy lay on the floor yesterday.
এখানে “lay” ব্যবহার করা হয়েছে কারণ এটি অতীতকাল নির্দেশ করছে, আর “yesterday” সেই সময় নির্দেশকে আরও স্পষ্ট করছে।
0
Updated: 1 month ago
What is the plural of ‘Hero’?
Created: 2 weeks ago
A
heros
B
heroes
C
heross
D
none
যে সমস্ত noun-এর শেষে ‘O’ থাকে এবং তার আগে কোনো consonant (ব্যঞ্জনবর্ণ) থাকে, সেগুলোকে plural করার সময় শেষে ‘es’ যোগ করা হয়। এতে উচ্চারণ সহজ হয় এবং শব্দটি ব্যাকরণগতভাবে সঠিক থাকে। নিচে উদাহরণসহ ব্যাখ্যা দেওয়া হলোঃ
-
Hero → Heroes
-
Potato → Potatoes
-
Tomato → Tomatoes
-
Echo → Echoes
-
Mosquito → Mosquitoes
তবে যদি ‘O’-এর আগে vowel (a, e, i, o, u) থাকে, তখন শুধু ‘s’ যোগ করা হয়। যেমনঃ
-
Radio → Radios
-
Studio → Studios
অর্থাৎ, consonant + O থাকলে ‘es’, আর vowel + O থাকলে ‘s’ যোগ করে plural তৈরি করা হয়।
0
Updated: 2 weeks ago
Which of the following is the correct plural form?
Created: 1 month ago
A
Apex
B
Apices
C
Apexices
D
Apexies
Answer: খ) Apices
Explanation:
-
Apex (singular) – English meaning: the top or highest part of something; Bangla meaning: উচ্চতম বিন্দু, শীর্ষবিন্দু।
-
উদাহরণ: the apex of a triangle; the apex of one’s career.
-
Plural form: Apexes বা Apices।
0
Updated: 1 month ago
After hours of discussion, the committee made a __________ decision to approve the new policy.
Created: 3 months ago
A
unanimous
B
unamimous
C
unonimous
D
unaneemous
• Complete Sentence: After hours of discussion, the committee made a unanimous decision to approve the new policy.
- Bangla Meaning: অনেক ঘন্টা আলোচনা শেষে, কমিটি একমত হয়ে নতুন নীতি অনুমোদন করার সিদ্ধান্ত নিল।
• Unanimous (adjective)
English Meaning: fully in agreement; when all members of a group share the same opinion or decision.
Bangla Meaning: সম্পূর্ণ সম্মতিপূর্ণ; সকলের মতামত বা সিদ্ধান্ত একরকম।
- Example Sentence:
- The committee reached a unanimous decision to approve the proposal.
- The voters were unanimous in their support for the new policy.
0
Updated: 3 months ago