No one can______ that he is clever.
A
defy
B
deny
C
admire
D
denounce
উত্তরের বিবরণ
এই বাক্যটি বোঝার জন্য মূল বিষয় হলো এখানে কোনো সত্য বা তথ্যকে অস্বীকার করার ক্ষমতার কথা বলা হচ্ছে। তাই deny শব্দটি সবচেয়ে উপযুক্ত।
-
পুরো বাক্যটি হবে: No one can deny that he is clever. অর্থাৎ, কেউই অস্বীকার করতে পারবে না যে সে চতুর। এই প্রসঙ্গে deny ব্যবহার করলে বাক্যের অর্থ সম্পূর্ণ হয়।
-
The verb "deny" is used to express the inability or impossibility of refuting or rejecting a statement or fact, অর্থাৎ কোনো তথ্য বা বক্তব্যকে প্রত্যাখ্যান বা অস্বীকার করা।
অপরদিকে বাক্যের সাথে মিল না থাকা অন্যান্য বিকল্পগুলো হলো:
-
defy - দ্বন্দ্ব বা প্রতিরোধে আহ্বান করা
-
admire - প্রশংসা করা
-
denounce - সমালোচনা করা
তাহলে context অনুযায়ী শূন্যস্থানে deny বসানোই সবচেয়ে সঠিক।

0
Updated: 1 day ago
A person who writes about his own life writes ___.
Created: 2 months ago
A
A biography
B
A diary
C
A chronicle
D
An autobiography
Autobiography
-
English meaning: A person’s own story written by himself.
-
Bangla meaning: নিজ জীবনের গল্প নিজের লেখা। (আত্মজীবনী বা আত্মচরিত)
Biography
-
English meaning: Someone’s life story written by another person.
-
Bangla meaning: অন্য কেউ লিখেছে কারো জীবনের কাহিনী। (জীবনী)
Diary
-
English meaning: A book where someone writes what happens every day.
-
Bangla meaning: প্রতিদিনের ঘটনা লেখার বই। (দিনলিপি)
Chronicle
-
English meaning: A written account of events in the order they happened, especially historical.
-
Bangla meaning: ঘটনাগুলো সময়ক্রম অনুযায়ী লেখা। (কালানুক্রমিক ঘটনাপঞ্জি)

0
Updated: 2 months ago
In order to improve farming methods, we need ____.
Created: 2 months ago
A
machine
B
machinery
C
a machinery
D
machineries
শূন্যস্থান পূরণের সঠিক উত্তর:
Complete Sentence: In order to improve farming methods, we need machinery.
• Machinery
English Meaning: The working parts or system of machines.
Bangla Meaning: যন্ত্রপাতি বা যন্ত্রের কলকব্জা।
• Machine শব্দটি গণনাযোগ্য (countable noun)।
-
সেক্ষেত্রে একবচনে a machine এবং বহুবচনে machines ব্যবহার করা হয়।
-
তাই শূন্যস্থানে machine বসালে অর্থগত ও ব্যাকরণগত অসঙ্গতি দেখা দিত।
অন্যদিকে,
-
Machinery একটি অগণনীয় (uncountable) বিশেষ্য।
-
এর আগে সাধারণত a, an, বা the জাতীয় article বসে না এবং এর কোনো বহুবচন রূপ হয় না।
-
তাই বাক্যে সঠিক ও প্রাসঙ্গিক শব্দ হিসেবে machinery ব্যবহৃত হয়েছে।

0
Updated: 2 months ago
In each of the following questions, out of the four alternatives, choose the one which can be substituted for the given words/sentence:- A song embodying religious and sacred emotions _____ .
Created: 1 month ago
A
Lyric
B
Ode
C
Hymn
D
Ballad
Hymn (প্রশংসামূলক স্তুতিগান)
-
এটি একটি গীতিকবিতা বা গান যা ঈশ্বর, দেবতা বা কোনো বীর ব্যক্তির প্রশংসায় রচিত।
-
সাধারণত, খ্রিস্টান উপাসনায় এই গানগুলো গাওয়া হয়।
উদাহরণ:
-
A mighty Fortress is our God (মার্টিন লুথার লিখিত) এবং Hymn to Apollo (কিটসের রচনা)।
Ballad (লোকগাঁথা)
-
এটি একটি গল্প বলার কবিতা যা কথোপকথন ও ঘটনার মাধ্যমে কাহিনী প্রকাশ করে।
-
এতে ধর্ম, রাজনীতি, সমাজের নানা বিষয় উঠে আসে। সাধারণত গ্রামীন জীবনের গল্প থাকে।
-
আনন্দ ও বেদনার মিশ্রণে ঘটনা বর্ণনা করা হয়।
Ode (গাথাকবিতা)
-
এটি একটি দীর্ঘ প্রশংসাসূচক গীতিকবিতা যা কখনো দুঃখ দিয়ে শুরু হয়ে শেষ হয় শান্তি বা সান্ত্বনায়।
-
কবি নিজের গভীর অনুভূতি গম্ভীরভাবে প্রকাশ করেন।
-
সাধারণত কোনো বিশেষ ঘটনা বা বিষয়কে মহিমা করা হয়। ছন্দ একটু ভিন্ন হয়।
Lyric (গীতি কবিতা)
-
এটি একটি ছোটো কবিতা বা ছন্দ যা কবির ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ করে।
-
প্রায়ই গান হিসেবে পরিবেশিত হয়।
সূত্র: An ABC of English Literature - Dr. এম মোফিজার রহমান

0
Updated: 1 month ago