He divided the money ______ the two children.
A
between
B
over
C
among
D
in between
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো between।
বাক্যটি হবে: He divided the money between the two children। এই বাক্যটি দেখায় যে টাকা দুইটি নির্দিষ্ট ব্যক্তির মধ্যে ভাগ করা হয়েছে।
-
বাক্যটি "He divided the money between the two children" নির্দেশ করে money ভাগ করার কাজ দুইটি নির্দিষ্ট ব্যক্তির মধ্যে করা হয়েছে।
-
Preposition between ব্যবহার করা হয় যখন কিছু দুই বা ততোধিক আলাদা entity বা group এর মধ্যে ভাগ বা allocation করা হয়।
-
এখানে অর্থ হলো টাকা দুইটি শিশুর মধ্যে নির্দিষ্টভাবে ভাগ করা হয়েছে, যা সমান বা ন্যায্য distribution বোঝায়।
-
সাধারণ নিয়ম: যখন দুইয়ের মাঝে বোঝাতে হবে তখন between ব্যবহার হয়।
-
যখন দুইয়ের বেশি বোঝাতে হবে তখন among ব্যবহার হয়।
-
প্রশ্নে দুইজন শিশুর মধ্যে চকলেট ভাগ করার কথা বলা হয়েছে, তাই এখানে between সঠিক।
between এর আরও কিছু ব্যবহার:
-
in the space that separates (two things or people)
যেমন: The ball rolled between the desk and the wall। -
in the time that separates (two actions, events, etc.)
যেমন: If you want to lose weight, you shouldn't eat between meals। -
in shares to each of (two or more people)
যেমন: He divided the money between the two boys।
Summary: The word between is a preposition commonly used to indicate a relationship or division involving two or more entities or groups.
Different contexts may require slightly different interpretations, but the core idea is separation, allocation, or connection between specific items or people.
0
Updated: 1 month ago
She works hard. What part of speech is the underlined word?
Created: 3 months ago
A
Adjective
B
Adverb
C
Verb
D
Noun
সঠিক উত্তর: খ) Adverb (ক্রিয়া বিশেষণ)
-
বাক্যে: She works hard. এখানে "hard" হল একটি Adverb।
-
কারণ এটি "works" (ক্রিয়া) কে বর্ণনা করছে, অর্থাৎ কাজটা কিভাবে হচ্ছে তা জানাচ্ছে।
-
তাই এটাকে বলা হয় Adverb of manner (কর্মের ধরন নির্দেশ করে এমন ক্রিয়া বিশেষণ)।
Adverb কী?
-
Adverb হলো এমন একটি শব্দ যা Verb (ক্রিয়া), Adjective (বিশেষণ) অথবা অন্য Adverb কে বর্ণনা করে।
Adverb of manner কী?
-
Adverb of manner এমন শব্দ যা কোনো কাজ বা ঘটনার কিভাবে হওয়া বা ঘটার ধরন বোঝায়।
উদাহরণ:
-
Work hard and play hard, that’s my motto.
-
He didn’t try very hard, so he failed.
সংক্ষেপে: যে শব্দ কোন কাজ কীভাবে হচ্ছে তা বোঝায়, তাকে Adverb of manner বলে।
0
Updated: 3 months ago
No compromises, no ands.
Here, the underlined words are respectively -
Created: 2 months ago
A
Conjunction, Conjunction
B
Noun, Noun
C
Verb, Verb
D
Conjunction, Noun
• Correct answer: Noun, Noun.
• No compromises, no ands.
এখানে,
- "compromises" কে noun হিসেবে ব্যবহার করা হয়েছে,
- এবং adjective হিসেবে ব্যবহৃত "No" "compromises" কে মডিফাই করেছে।
- "ands" কে noun হিসেবে ব্যবহার করা হয়েছে,
- এবং adjective হিসেবে ব্যবহৃত "no" "ands" কে মডিফাই করেছে।
0
Updated: 2 months ago
We have a proposal to improve the system.
Here, the underlined part is an example of-
Created: 2 months ago
A
Adverb Phrase
B
Participle Phrase
C
Infinitive Phrase
D
Prepositional Phrase
Infinitive Phrase – Example and Explanation
-
Example Sentence:
We have a proposal to improve the system.-
Underlined part: to improve the system
-
Correct Option: গ) Infinitive phrase
-
-
Explanation:
-
The phrase to improve the system is formed by to + verb (base form) + extension.
-
Here, it functions as a post-modifier of the noun proposal, effectively modifying the noun (Adjective function).
-
-
Infinitive Phrase Overview:
-
Structure: to + verb (base form) + extension
-
Functions: Can modify Noun, Adjective, or Adverb Phrases
-
As post-modifier → acts like an adjective
-
As subject/object → acts like a noun phrase
-
-
Example: To read a newspaper is a good habit. (Here, the infinitive phrase acts as a noun phrase.)
-
0
Updated: 2 months ago