প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক-
A
কম হয়
B
বেশি হয়
C
ঠিক থাকে
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
প্রেসার কুকারে পানি সাধারণের থেকে বেশি তাপমাত্রায় ফুটে ওঠে।
-
নির্দিষ্ট আয়তনের মধ্যে উচ্চ চাপ তৈরি হওয়ায় পানির স্ফুটনাংক বেড়ে যায়।
-
কুকারের ভেতরে পানি ফুটলেও বাষ্প বের হতে না পারায় চাপ বৃদ্ধি পায়, যার ফলে রান্নার সময় কমে যায়।
-
উচ্চ চাপের কারণে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পেয়ে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়, যা রান্নাকে দ্রুততর করে তোলে।
উৎস: পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
0
Updated: 3 months ago
এসবেসটস কি?
Created: 3 months ago
A
অগ্নি নিরোধক খনিজ পদার্থ
B
কম ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
C
বেশি ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
D
এক ধরনের রাসায়নিক পদার্থ
এসবেস্টস একধরনের অগ্নি প্রতিরোধী খনিজ উপাদান।
-
এটি ম্যাগনেসিয়াম-ভিত্তিক একটি আকরিক হিসেবে পরিচিত।
-
তাপ ও আগুন প্রতিরোধের অসাধারণ ক্ষমতার কারণে এটি বৈদ্যুতিক এবং ভবন নিরোধক হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে।
-
প্রত্যেক ফায়ার সার্ভিস সহায়ক কর্মী একই ধরনের এসবেস্টস তন্তুর সংস্পর্শে এসেছিলেন।
-
তাছাড়া, আগুন নির্বাপণ কেন্দ্রের বিভিন্ন নির্মাণসামগ্রী, ফায়ার ট্রাকের যন্ত্রাংশ ও সুরক্ষা সরঞ্জাম তৈরিতে এসবেস্টস ব্যবহৃত হতো।
0
Updated: 3 months ago
সূর্যে শক্তি উৎপন্ন হয়-
Created: 3 months ago
A
পরমাণুর ফিশন পদ্ধতিতে
B
পরমাণুর ফিউশন পদ্ধতিতে
C
রাসায়নিক বিক্রিয়ার ফলে
D
তেজস্ক্রিয়তার ফলে
সূর্যে শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে।
- সূর্য থেকে যে শক্তি পাওয়ার যায় তাকে বলা হয় সৌরশক্তি।
- সূর্য সকল শক্তির উৎস।
- পৃথিবীতে যত শক্তি আছে তার সবই কোনো না কোনোভাবে সূর্যের কিরণ থেকে তৈরি হয়েছে।
- প্রকৃতপক্ষে সূর্যের শক্তির উৎস পারমাণবিক শক্তি, কারণ সূর্যে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়।
- এ শক্তি পৃথিবীতে বিকিরিত হয়।
উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 3 months ago
তড়িৎ মুদ্রণ কী?
Created: 1 month ago
A
ডিজিটাল প্রিন্টিং প্রযুক্তি
B
ফটোগ্রাফির প্রিন্টিং প্রযুক্তি
C
কাগজে হাতের লেখা মুদ্রণের পদ্ধতি
D
তড়িৎ প্রলেপের মাধ্যমে হরফ বা ব্লক তৈরি করার পদ্ধতি
তড়িৎ মুদ্রণ (Electrotyping)
-
সংজ্ঞা: তড়িৎ প্রলেপের একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে হরফ, ব্লক মডেল ইত্যাদি তৈরিকে তড়িৎ মুদ্রণ বলে।
প্রক্রিয়া
-
প্রথমে লেখাটি সাধারণ টাইপ ব্যবহার করে মোমের উপর ছাপানো হয়।
-
এরপর মোমের ওপর সূক্ষ্ম গ্রাফাইট গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়, যাতে এটি তড়িৎ পরিবাহী হয়।
-
এই মোমের ছাঁচকে কপার সালফেট দ্রবণে ক্যাথোড হিসেবে ডুবানো হয়।
-
একই দ্রবণে একটি তামার পাতকে অ্যানোড হিসেবে রাখা হয়।
-
দ্রবণের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করলে মোমের ছাঁচের ওপর তামার প্রলেপ জমতে থাকে।
-
প্রলেপ যথেষ্ট পুরু হলে ছাঁচ থেকে ছাড়িয়ে নেওয়া হয় এবং সেটি ছাপার কাজে ব্যবহার করা হয়।
উৎস: বিজ্ঞান, নবম–দশম শ্রেণি
0
Updated: 1 month ago