First language means the ___ language.
A
important
B
main
C
natural
D
official
উত্তরের বিবরণ
• First language means natural language.
• শিশু প্রাকৃতিকভাবেই যে ভাষায় প্রথম কথা বলে সেটাই First Language.
• First language
- English meaning: The language that someone learns to speak first.
- Bangla meaning: মাতৃভাষা.
- Example: Human beings learn to speak (or sign) at least a first language without classroom instruction.

0
Updated: 1 month ago
The team is ___ eleven players.
Created: 1 month ago
A
made of
B
made up of
C
made up
D
made
শূন্যস্থানে সঠিক শব্দ হবে — made up of
🔹 সম্পূর্ণ বাক্য: The team is made up of eleven players.
Made up of একটি phrasal verb, যার অর্থ হলো "গঠিত হওয়া" বা "consist" হওয়া।
নিচে আরও কিছু সংশ্লিষ্ট বাক্য ও তাদের ব্যবহার দেওয়া হলো:
◾ Make of — কোনো বস্তুর সরাসরি উপাদান বোঝাতে ব্যবহৃত হয়।
উদাহরণ: The table is made of wood.
(টেবিলটি কাঠ দিয়ে সরাসরি তৈরি।)
◾ Make up — এটি প্রায়শই সিদ্ধান্ত গ্রহণ বোঝাতে ব্যবহৃত হয়।
উদাহরণ: She has not made up her mind.
(সে এখনও সিদ্ধান্ত নেয়নি।)
◾ Make from — এক রকম উপাদান থেকে অন্য রূপে রূপান্তরিত হয়ে কিছু তৈরি হওয়া বোঝায়।
উদাহরণ: Paper is made from wood.
(কাগজ কাঠ থেকে রূপান্তরিত হয়ে তৈরি।)
উৎস: অ্যাক্সেসিবল ডিকশনারি (বাংলা একাডেমি)

0
Updated: 1 month ago
'The Rape of the Lock' by Alexander Pope is a/an -
Created: 1 week ago
A
epic
B
ballad
C
mock-heroic poem
D
elegy
‘The Rape of the Lock’ – Alexander Pope
-
প্রকার: এটি একটি মক-হিরোইক (Mock-Heroic) এপিক কবিতা যা হিরোইক কাপলেটে (Heroic Couplet) লেখা।
-
প্রকাশকাল: কবিতার প্রথম সংস্করণ ১৭১২ সালে প্রকাশিত হয়েছিল, এতে ছিল দুই ক্যান্টো (Cantos)। পরবর্তী ১৭১৪ সালের সংস্করণে এটি পাঁচ ক্যান্টো পর্যন্ত সম্প্রসারিত করা হয়।
-
দৈর্ঘ্য ও ধরন: মোট ৭৯৪ লাইন, যেখানে গুরুগম্ভীর বিষয়বস্তুকে হাস্যরসাত্মকভাবে তুলে ধরা হয়েছে।
-
মূল কাহিনি:
-
প্রধান চরিত্র Belinda (Arabella Fermor)।
-
তার চুলের বেণী (lock of hair) কেটে নেয় যুবক Baron (Lord Petre)।
-
চুলের বেণী শেষ পর্যন্ত নক্ষত্রলোকে (constellation) পৌঁছে।
-
কবিতায় দেবতা, যুদ্ধ-বিগ্রহ এবং দৈনন্দিন ঘটনা সমস্তকেই অতি গুরুত্বপূর্ণ এবং নাটকীয়ভাবে দেখানো হয়েছে।
-
-
শৈলী ও বৈশিষ্ট্য: Alexander Pope ক্ষুদ্র ও সাধারণ বিষয়কে বৃহৎ ও নাটকীয়ভাবে উপস্থাপন করার জন্য বিখ্যাত। এটি তাকে মক-হিরোইক কবি (Mock-Heroic Poet) হিসেবে পরিচিত করেছে।
-
কেন্দ্রীয় চরিত্র:
-
Belinda – প্রধান নারী চরিত্র
-
Baron – চুল কাটা যুবক
-
Ariel – দেবতা বা রক্ষাকারী চরিত্র
-
Alexander Pope (1688–1744)
-
একজন প্রখ্যাত ইংরেজ লেখক ও কবি।
-
তাকে বলা হয় Mock Heroic Poet।
-
Augustan Period-এর একজন প্রধান কবি।
-
তিনি তার চটুল, সঙ্গতিপূর্ণ ও প্রবাদসুলভ (epigrammatic) লেখার জন্য বিখ্যাত।
প্রখ্যাত কাজসমূহ:
-
An Epistle to Dr. Arbuthnot
-
An Essay on Criticism
-
An Essay on Man
-
Eloisa to Abelard
-
The Dunciad
-
The New Dunciad
-
The Rape of the Lock
-
Windsor-Forest
সূত্র: Britannica

0
Updated: 1 week ago
Do you know the solution _______ the problem?
Created: 1 month ago
A
of
B
for
C
about
D
to
Complete sentence: Do you know the solution to the problem?
বাংলা: তুমি কি সমস্যাটার সমাধান জানো?
ব্যাখ্যা:
“Solution” শব্দের সাথে সাধারণত “to” প্রিপোজিশন লাগে, কারণ আমরা কোনো সমস্যার সমাধান বলতে “solution to the problem” বলি।
উদাহরণ:
There’s no easy solution to this problem.
(এই সমস্যার সহজ সমাধান নেই।)
অন্য প্রিপোজিশন নিয়ে আলোচনা:
-
of – সাধারণত গাণিতিক সমীকরণ বা রাসায়নিক প্রক্রিয়ার ক্ষেত্রে লাগে, যেমন: solution of an equation (একটি সমীকরণের সমাধান)।
-
for – যখন কোনো ব্যক্তির বা বিষয়ের জন্য বিশেষ সমাধান বোঝানো হয়, যেমন: a solution for back pain (পিঠের ব্যথার জন্য সমাধান)।
-
about – “solution about” বলা হয় না, এটি ভুল।
তথ্যসূত্র: Cambridge Dictionary, Merriam-Webster, Collins Dictionary।

0
Updated: 1 month ago