কোন সংখ্যার 60% এর সাথে 48 যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত?
A
150
B
120
C
75
D
105
উত্তরের বিবরণ
সমাধান:
ধরি,
সংখ্যাটি = x
শর্তমতে,
x এর 60% + 48 = x
⇒ x × (60/100) + 48 = x
⇒ (60x/100) + 48 = x
⇒ (60x + 4800)/100 = x
⇒ 60x + 4800 = 100x
⇒ 100x - 60x = 4800
⇒ 40x = 4800
⇒ x = 4800/40
∴ x = 120
∴ সংখ্যাটি = 120 ।
0
Updated: 1 month ago
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ খরচ শতকরা কত কমালো?
Created: 3 weeks ago
A
২২%
B
২৫%
C
২০%
D
৩০%
ধরা যাক, চিনির আগের দাম প্রতি কেজি ১০০ টাকা, এবং পরিবার আগে x কেজি চিনি কিনত।
তাহলে চিনির মোট খরচ = ১০০x টাকা।
এখন চিনির দাম ২৫% বৃদ্ধি পেয়েছে।
অর্থাৎ নতুন দাম = ১০০ + ২৫ = ১২৫ টাকা প্রতি কেজি।
পরিবার এখন খরচ একই রাখবে, অর্থাৎ মোট খরচ এখনো ১০০x টাকা থাকবে।
তাহলে নতুন পরিমাণ চিনির জন্য সমীকরণ হবে—
অর্থাৎ পরিবার এখন আগের তুলনায় ৪/৫ অংশ চিনি খায়।
অতএব, চিনির খাওয়া কমেছে—
অতএব, পরিবার চিনি খাওয়া ২০% কমিয়েছে, যাতে ব্যয় অপরিবর্তিত থাকে।
সঠিক উত্তর হলো গ) ২০%।
0
Updated: 3 weeks ago
৬টি কমলালেবুর ক্রয়মূল্য ৫টি কমলালেবুর বিক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ কত?
Created: 2 weeks ago
A
২০%
B
২৫%
C
৩৩.৩৩%
D
১৫%
সমাধান:
ধরা যাক:
-
এক কমলালেবুর ক্রয়মূল্য =
-
এক কমলালেবুর বিক্রয়মূল্য =
সমস্যা অনুযায়ী:
এক কমলালেবুর লাভ =
শতকরা লাভ =
0
Updated: 2 weeks ago
The marked price of a watch was Tk. 1500. A customer bought it for Tk. 1080 after getting two successive discounts. The first discount was 20%. What was the second discount rate?
Created: 2 months ago
A
10%
B
15%
C
20%
D
12%
Question: The marked price of a watch was Tk. 1500. A customer bought it for Tk. 1080 after getting two successive discounts. The first discount was 20%. What was the second discount rate?
Solution:
Price after first discount (20%),
= 1500 - (20% of 1500)
= 1500 - (1500 × 0.20)
= 1500 - 300
= Tk. 1200
Amount of second discount
= 1200 − 1080
= Tk. 120
∴ Second discount rate
= (Second discount amount/Price after first discount) × 100
= (120/1200) × 100
= 0.10 × 100
= 10%
∴ The second discount rate is 10%.
0
Updated: 2 months ago