A
One who flirts with ladies
B
A person of narrow views
C
A hater of mankind
D
One who believe that God is in everything
উত্তরের বিবরণ
Misanthropist (বিশেষ্য)
ইংরেজি অর্থ: এমন একজন ব্যক্তি যিনি মানবসমাজকে ঘৃণা করেন এবং মানুষের সংস্পর্শ এড়িয়ে চলেন।
বাংলা অর্থ: যিনি মানবজাতিকে অপছন্দ করেন; সমাজ থেকে দূরে থাকা ব্যক্তি; নরবিদ্বেষী বা মানববৈরী।
সমার্থক শব্দ:
-
Cynic (চিরবিরক্ত),
-
Grouch (খারাপ মেজাজের ব্যক্তি),
-
Recluse (একাকী জীবনযাপনকারী, সন্ন্যাসী)।
বিপরীত অর্থের শব্দ:
-
Optimist (আশাবাদী ব্যক্তি),
-
Positivist (বস্তুবাদী),
-
Sentimentalist (ভাবপ্রবণ ব্যক্তি)।
অন্যান্য রূপ:
-
Misanthropic (বিশেষণ) — নরবিদ্বেষপূর্ণ।
-
Misanthropy (বিশেষ্য, অগণনীয়) — নরবিদ্বেষ বা মানববৈরিতা।
অন্য কিছু উদাহরণ:
-
স্বল্পদৃষ্টির অধিকারী ব্যক্তি — পক্ষপাতদুষ্ট।
-
যিনি নারীদের সাথে ফ্লার্ট করেন — নারীবিদ্রোহী।
-
যিনি বিশ্বাস করেন ঈশ্বর সর্বত্র বিরাজমান — সার্বভৌমবাদী (pantheist)।
উৎস: Live MCQ Lecture

0
Updated: 1 week ago
To meet trouble half-way means-
Created: 2 months ago
A
To be puzzled
B
To get nervous
C
To be disappointed
D
To bear up
According to the Oxford Dictionary of Idioms, the idiom "meet trouble halfway" is used to express a state of anxiety or worry.
The word anxiety is defined as:
"Anxiety (about/over something): the state of feeling nervous or worried that something bad is going to happen." — Oxford Learner's Dictionary
From this, it is clear that "to meet trouble halfway" means to feel nervous, worried, or anxious about something that hasn't happened yet.
Idiom: To meet trouble halfway
-
English Meaning: To get nervous, to worry unnecessarily, or to feel anxious in advance.
-
Bangla Meaning: বিচলিত বোধ করা / যা এখনো ঘটেনি, তা নিয়ে অগ্রিম চিন্তিত হওয়া।
Sources:
-
Oxford Dictionary of Idioms
-
Oxford Learner's Dictionary

0
Updated: 2 months ago
Cul-de-sac
Created: 2 weeks ago
A
selection
B
dead end
C
error
D
bubble
• ‘Cul-de-sac’ শব্দটির অর্থ হলো ‘Dead end’ বা বন্ধ সড়ক।
• Cul-de-sac
-
ইংরেজি ব্যাখ্যা: এটি একটি ছোট রাস্তা যা এক প্রান্তে বন্ধ থাকে।
-
বাংলা অর্থ: (বিশেষ্য) কানাগলি; (বিশেষণ) কানাগলিসংক্রান্ত।
• অন্যদিকে, কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ নিচে দেওয়া হলো:
-
Selection — নির্বাচন।
-
Error — ভুল।
-
Bubble — বুদবুদ; (রূপকভাবে) অবাস্তব বা অলীক পরিকল্পনা, যেমন আকাশকুসুম কল্পনা।
তথ্যসূত্র:
১. বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত অ্যাক্সেসিবল ডিকশনারি।
২. ক্যামব্রিজ অভিধান।

0
Updated: 2 weeks ago
Explain the meaning of 'Bring to pass'.
Created: 1 week ago
A
Cause to destroy
B
Cause to happen
C
Cause to carry out
D
Cause to convince
Phrase: Bring to pass
English Meaning: To make something happen; to cause an event or situation to occur.
Bangla Meaning: কোনো ঘটনা বা অবস্থা ঘটানো, কার্যকর করা বা বাস্তবে পরিণত করা।
উদাহরণ বাক্য:
-
স্ত্রীর মৃত্যু তার ধর্মবিশ্বাসের প্রতি মনোভাবের পরিবর্তন ঘটায়।
-
তিনি প্রকল্পটি বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করেন।
তথ্যসূত্র: Collins Dictionary

0
Updated: 1 week ago