Misanthropist means-
A
One who flirts with ladies
B
A person of narrow views
C
A hater of mankind
D
One who believe that God is in everything
উত্তরের বিবরণ
Misanthropist (বিশেষ্য)
ইংরেজি অর্থ: এমন একজন ব্যক্তি যিনি মানবসমাজকে ঘৃণা করেন এবং মানুষের সংস্পর্শ এড়িয়ে চলেন।
বাংলা অর্থ: যিনি মানবজাতিকে অপছন্দ করেন; সমাজ থেকে দূরে থাকা ব্যক্তি; নরবিদ্বেষী বা মানববৈরী।
সমার্থক শব্দ:
-
Cynic (চিরবিরক্ত),
-
Grouch (খারাপ মেজাজের ব্যক্তি),
-
Recluse (একাকী জীবনযাপনকারী, সন্ন্যাসী)।
বিপরীত অর্থের শব্দ:
-
Optimist (আশাবাদী ব্যক্তি),
-
Positivist (বস্তুবাদী),
-
Sentimentalist (ভাবপ্রবণ ব্যক্তি)।
অন্যান্য রূপ:
-
Misanthropic (বিশেষণ) — নরবিদ্বেষপূর্ণ।
-
Misanthropy (বিশেষ্য, অগণনীয়) — নরবিদ্বেষ বা মানববৈরিতা।
অন্য কিছু উদাহরণ:
-
স্বল্পদৃষ্টির অধিকারী ব্যক্তি — পক্ষপাতদুষ্ট।
-
যিনি নারীদের সাথে ফ্লার্ট করেন — নারীবিদ্রোহী।
-
যিনি বিশ্বাস করেন ঈশ্বর সর্বত্র বিরাজমান — সার্বভৌমবাদী (pantheist)।
উৎস: Live MCQ Lecture

0
Updated: 1 month ago
I herald Galactus.
Here, the meaning of 'herald' is -
Created: 1 week ago
A
To fight against.
B
To follow silently.
C
To announce the arrival of.
D
To ignore or avoid.
Herald
Meaning in English: To announce the arrival of; an official crier or messenger.
Bangla Meaning: কোনোকিছুর বা কারো আগমনের পূর্বঘোষক বস্তু বা ব্যক্তি; অগ্রদূত।
Example Sentence: I herald Galactus.
Clarification of Other Options:
-
ক) To fight against – যুদ্ধ করা; herald এর অর্থ নয়।
-
খ) To follow silently – নীরবে অনুসরণ করা; herald মানে ঘোষণা বা নেতৃত্ব দেওয়া।
-
ঘ) To ignore or avoid – এড়িয়ে চলা; herald এর সঙ্গে সম্পর্ক নেই।

0
Updated: 1 week ago
The word “Wander” means –
Created: 2 weeks ago
A
Intended to attract admiration
B
A feeling of great surprise
C
Lack of interest
D
To move aimlessly
Wander (verb)
English Meaning: Walk or move in a leisurely or aimless way.
Bangla Meaning: উদ্দেশ্যহীনভাবে এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে বেড়ানো।
Example Sentence:
She wandered from room to room, not sure of what she was looking for.
Source: Cambridge Dictionary

0
Updated: 2 weeks ago
'Venerate' Means-
Created: 1 month ago
A
defame
B
abuse
C
respect
D
accuse
Venerate
ইংরেজিতে অর্থ: অত্যন্ত শ্রদ্ধা করা।
বাংলায় অর্থ: গভীর শ্রদ্ধা বা ভক্তি করা; আরাধনা করা।
অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ:
ক) defame – কোনো ব্যক্তির সম্পর্কে মিথ্যা কুৎসা ছড়ানো।
খ) abuse – অন্যায় ব্যবহার বা অমর্যাদা করা।
গ) respect – শ্রদ্ধা করা।
ঘ) accuse – কাউকে দোষারোপ করা।
তাহলে, বুঝতে পারছি:
Venerate এর অর্থ হলো ‘শ্রদ্ধা করা’ বা ‘ভক্তি করা’।
সূত্র: Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 1 month ago