A
difficult
B
dangerous
C
risky
D
troublesome
উত্তরের বিবরণ
অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ হলো—
ক) difficult — কঠিন, দুঃসাধ্য, শ্রমসাধ্য
খ) dangerous — বিপজ্জনক, বিপৎসংকুল
গ) risky — ঝুঁকিপূর্ণ
ঘ) troublesome — পীড়াদায়ক, ক্লেশজনক, বিরক্তিকর, জ্বালাতনকর
“Operation” শব্দটি কঠিন বা বিপজ্জনক অর্থে ব্যবহৃত হয় না। তবে এটি ঝুঁকিপূর্ণ অর্থ প্রকাশ করে।
সুতরাং সঠিক উত্তর হবে — risky।
উৎস: Accessible Dictionary, Bangla Academy।

0
Updated: 1 week ago
Identify the correct sentence:
Created: 11 hours ago
A
The mayor, together with the council members, were addressing the public.
B
The mayor, together with the council members, are addressing the public.
C
The mayor, together with the council members, is addressing the public.
D
The mayor, together with the council members, have been addressing the public.
• Correct sentence: The mayor, together with the council members, is addressing the public.
- Bangla Meaning: মেয়র, কাউন্সিল সদস্যদের সঙ্গে মিলেমিশে, জনসাধারণকে সম্বোধন করছেন।
• With, together with, along with, as well as, in addition to, accompanied with/by, and not, including, excluding, but, except, ইত্যাদি দ্বারা কোনো noun বা pronoun যুক্ত হলে, verb টি সর্বদা প্রথম subject (noun/ pronoun) অনুযায়ী হবে।
- অর্থাৎ, প্রথম noun/ pronoun টি singular হলে verb টি singular হবে।
- আবার প্রথম noun/pronoun টি plural হলে verb টি plural হবে।
• যেমন: The mayor, together with the council members, is addressing the public.
- এখানে প্রথম subject - The mayor হচ্ছে singular, তাই verb টিও singular (is) হবে।

0
Updated: 11 hours ago
Fill in the blank with right option. I am looking forward ____ you.
Created: 1 day ago
A
to seeing
B
seeing
C
to see
D
to have seen
to seeing
-
সম্পূর্ণ বাক্য: I am looking forward to seeing you. (আমি তোমাকে দেখার অপেক্ষায় আছি।)
Look forward এর ব্যবহার:
-
"Look forward" এর পর 항상 "to" এবং এর পর verb এর "-ing" ফর্ম বসে।
উদাহরণ:
-
I am looking forward to receiving your letter.
-
I am looking forward to seeing you.
-
My friend is looking forward to going to London.
-
He is looking forward to starting his new job.
আরও কিছু বিশেষ শব্দের পর verb এর সাথে "-ing" যুক্ত হয়:
যেমন: mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদি।
উদাহরণ:
-
He came to Dhaka with a view to visiting a new place.
-
Would you mind closing the door?
-
I don't mind taking a cup of tea.
-
He cannot help laughing out loud.

0
Updated: 1 day ago
"I have a ____ that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal."
Created: 5 days ago
A
desire
B
hope
C
dream
D
wish
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - dream.
- Complete sentence: "I have a dream that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal."
- Speech by the Rev. Martin Luther King At the ''March on Washington''.
- উপরিউক্ত উক্তিটি মার্কিন বর্ণবাদবিরোধী নেতা মার্টিন লুথার কিং এর বক্তৃতা থেকে উদ্ধৃত।
• মার্টিন লুথার কিং জুনিয়র:
- মার্টিন লুথার কিং জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা।
- তিনি আজীবন বর্ণবাদ ও আমেরিকার নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্যে সংগ্রাম করে গেছেন।
- ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের সম্মুখে তিনি তার বিখ্যাত 'I Have a Dream' ভাষণটি প্রদান করেন।
- সেখানে তিনি এমন একটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বপ্নের কথা বলেছিলেন যা বিচ্ছিন্নতা এবং বর্ণবাদ মুক্ত।
- ১৯৬৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- ১৯৬৮ সালের ৪ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের মেম্ফিস শহরে আততায়ীর গুলিতে তিনি মারা যান।
Source: Britannica.

0
Updated: 5 days ago