What is a central theme explored in "Sons and Lovers"?
A
The class struggle in Victorian England
B
The destructive nature of unresolved Oedipal complexes and family relationships
C
The beauty of nature and its healing power
D
The pursuit of scientific discovery
উত্তরের বিবরণ
উপন্যাসটি পল মরেল-এর তার মা জার্ট্রুডের উপর অস্বাস্থ্যকর আবেগিক নির্ভরতার ওপর কেন্দ্রীভূত, যা তাকে অন্য নারীদের সঙ্গে পূর্ণাঙ্গ প্রেমের সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বাধা দেয়।
-
লরেন্স দেখান কিভাবে এই পরিবারের জটিল আবেগিক সম্পর্ক ব্যক্তি হিসেবে বিকাশে বাধা সৃষ্টি করে।
-
এর ফলে পল-এর প্রেমময় আকাঙ্ক্ষা ও ইচ্ছা অসম্পূর্ণ থেকে যায়।
-
উপন্যাসটি মূলত পরিবারের আবেগ এবং ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে থাকা সংঘাতকে অনুসন্ধান করে।

0
Updated: 1 day ago
Who becomes Paul’s final emotional support after his mother’s death in the novel Sons and Lovers?
Created: 2 weeks ago
A
Himself alone
B
Miriam
C
Clara
D
Annie
Gertrude মারা যাওয়ার পর Paul পুরোপুরি একা হয়ে যায়। Miriam ও Clara কারোর সাথেই তার সম্পর্ক স্থায়ী হয় না। শেষ পর্যন্ত সে একাকী থেকে যায়, নিজের পথ নিজেই খুঁজে নিতে হয়। Lawrence এখানে আধুনিক মানুষের একাকিত্বের প্রতীক দেখিয়েছেন।

0
Updated: 2 weeks ago
Who is Paul Morel in Sons and Lovers?
Created: 2 months ago
A
Protagonist
B
Villain
C
Narrator
D
Side character

0
Updated: 2 months ago
What causes conflict between Gertrude and Walter Morel in the novel Sons and Lovers?
Created: 2 weeks ago
A
Drinking and irresponsibility
B
Religious differences
C
Political beliefs
D
Property disputes
Walter Morel প্রায়ই মদ্যপান করে, সংসারের প্রতি দায়িত্ব নেয় না। Gertrude শিক্ষিত ও সংবেদনশীল হওয়ায় স্বামীর এই জীবনযাপন তার কাছে অসহনীয় মনে হয়। ফলে তাদের দাম্পত্য জীবন ভাঙনের দিকে যায়। Lawrence এই দ্বন্দ্বের মাধ্যমে শ্রেণি ও মানসিকতার সংঘাত দেখিয়েছেন।

0
Updated: 2 weeks ago