First language means the ___ language.
A
important
B
main
C
natural
D
official
উত্তরের বিবরণ
• First language means natural language.
• শিশু প্রাকৃতিকভাবেই যে ভাষায় প্রথম কথা বলে সেটাই First Language.
• First language
- English meaning: The language that someone learns to speak first.
- Bangla meaning: মাতৃভাষা.
- Example: Human beings learn to speak (or sign) at least a first language without classroom instruction.
0
Updated: 3 months ago
After food has been dried or canned ____ for later consumption.
Created: 2 months ago
A
it should be stored
B
That it should be stored
C
should be stored
D
which should be stored
After দিয়ে বাক্য শুরু হলে বোঝা যায় এটি একটি Subordinate clause।
-
এর পরের অংশটি অবশ্যই Independent clause হবে। তাই সেখানে Subject + Verb থাকতে হবে।
-
দুই অংশেই একই Subject + Verb structure ব্যবহার করতে হবে।
-
সাধারণ নিয়ম: After + clause (subject + verb), main clause (subject + verb)।
👉 তাই সঠিক উত্তর হবে: it should be stored।
পূর্ণাঙ্গ বাক্য
After food has been dried or canned, it should be stored for later consumption.
বাংলা অর্থ
খাবার শুকানো বা ক্যান করা হলে, তা পরবর্তী ব্যবহারের জন্য সংরক্ষণ করা উচিত।
0
Updated: 2 months ago
Rubber is notable for its-
Created: 3 months ago
A
lightness
B
heaviness
C
elasticity
D
viscosity
• Rubber বিশেষভাবে পরিচিত তার – ইলাস্টিসিটি (স্থিতিস্থাপকতা) বা প্রসারণশীলতার জন্য।
• Rubber (রাবার): [noun]
ইংরেজিতে অর্থ: একটি প্রসারণশীল পদার্থ, যা নির্দিষ্ট কিছু গ্রীষ্মমণ্ডলীয় গাছের রস থেকে বা কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়।
• প্রশ্নে উল্লিখিত অন্যান্য অপশনগুলোর অর্থ নিম্নরূপ:
– Heaviness: ভার বা ওজনের অনুভূতি।
– Lightness: হালকাভাব বা লঘুতা।
– Brightness: উজ্জ্বলতা বা দীপ্তি।
• উপরোক্ত শব্দগুলোর মানে বিচার করলে বোঝা যায়, এদের কোনোটিই rubber এর স্বভাবগত বৈশিষ্ট্যের সঙ্গে খাপ খায় না।
তাই সঠিক উত্তর হবে – Elasticity (স্থিতিস্থাপকতা)।
তথ্যসূত্র: Cambridge Dictionary
0
Updated: 3 months ago
Choose the correct meaning: He raised his eyebrow at my explanation.
Created: 3 months ago
A
show surprise or disapproval
B
show agreement
C
show happiness
D
show indifference
অভিব্যক্তি: Raise your eyebrows
ইংরেজি অর্থ: চোখের ভ্রু উঁচু করে অবাক হওয়া প্রকাশ করা।
বাংলা অর্থ: বিস্ময় প্রকাশ করা বা চোখ কপালে ওঠা।
অপশনসমূহ:
-
Show agreement: সম্মতি প্রকাশ করা।
-
Show happiness: আনন্দ প্রকাশ করা।
-
Show indifference: উদাসীনতা প্রদর্শন করা।
-
Show surprise or disapproval: বিস্ময় বা অসম্মতি প্রকাশ করা।
অপশনগুলো যাচাই করলে বোঝা যায়, এখানে সঠিক অর্থ হবে — বিস্ময় বা অসম্মতি প্রকাশ করা (Show surprise or disapproval)।
0
Updated: 3 months ago