A
ever
B
hardly
C
usually
D
always
উত্তরের বিবরণ
শূন্যস্থানটিতে সর্বদা সঠিক উত্তর হবে - always।
-
পূর্ণ বাক্য:
"I always remember the holiday I spent in your home." -
এই বাক্যটির মাধ্যমে বোঝানো হয়েছে যে বক্তার মনে শ্রোতার বাড়িতে কাটানো ছুটির দিনগুলোর স্মৃতি সবসময় জীবন্ত, ইতিবাচক এবং দৃঢ়ভাবে বজায় থাকে।
এখানে "always" শব্দটি সময়ের দীর্ঘায়িত ধারাবাহিকতা এবং স্মৃতির অবিচ্ছিন্নতাকে প্রকাশ করে। -
অন্য বিকল্পগুলো হলো -
ক) ever – কখনো; আদৌ; যদি কখনো।
খ) hardly – দৃষ্টান্তমূলকভাবে কম; প্রায় না; বড় ধরনের নয়।
গ) usually – সাধারণত; প্রায়শই; সচরাচর।
সূত্র: বাংলা একাডেমির অ্যাক্সেসিবল ডিকশনারি।

0
Updated: 1 week ago
We must look pleased or else he'll be -
Created: 1 week ago
A
dissatisfied
B
cross
C
happy
D
delighted
প্রদত্ত বিকল্প শব্দগুলোর মানে হলো –
ক) dissatisfied: যার অর্থ হলো অসন্তুষ্ট বা অতৃপ্ত।
খ) cross: এর মানে হচ্ছে পার হওয়া বা এক দিক থেকে অন্য দিকে যাওয়া।
গ) happy: বোঝায় সুখী, ভাগ্যবান বা তৃপ্ত হওয়া।
ঘ) delighted: অর্থ দাঁড়ায় অত্যন্ত আনন্দিত বা গভীরভাবে প্রীত হওয়া।
• এই ব্যাখ্যার ভিত্তিতে বোঝা যায়, উল্লিখিত শব্দগুলোর মধ্যে dissatisfied-ই এমন একটি শব্দ যা শূন্যস্থান পূরণে সবচেয়ে যথার্থ।
-
সম্পূর্ণ বাক্য: We must look pleased or else he'll be dissatisfied.
-
বাংলা অর্থ: আমাদের খুশি মনে হতে হবে, না হলে সে অসন্তুষ্ট হবে।
উৎস: বাংলা একাডেমি প্রণীত অ্যাক্সেসিবল ডিকশনারি।

0
Updated: 1 week ago
I have ____ interest in the matter.
Created: 2 weeks ago
A
not
B
any
C
none
D
no
সাধারণত No বসে noun এর পূর্বে
- Proper Noun ছাড়া সকল Noun এর পূর্বে no বসে, not বসে না।
- Interest যেহেতু abstract noun তাই এর পূর্বে no বসবে।
• Structure:
- Subject + have/has/had + no + noun.
- সাধারনত affirmative sentence এ no বসে।
- অপরদিকে not ব্যবহার হয় negative sentence এ।
• Determiner সাধারণত noun এর পূর্বে বসে noun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে।
- এই বাক্যে noun- interest এর পূর্বে ‘no’ শব্দটি determiner হিসাবে ব্যবহৃত হয়েছে।
• অন্যদিকে,
- None সরাসরি কোন Noun এর আগে বসে না।
- not, any বসালে বাক্যের অর্থ ঠিক থাকে না।
Complete Sentence: I have no interest in the matter.

0
Updated: 2 weeks ago
Select the right word. He ran fast lest he _______ miss the train.
Created: 1 day ago
A
can
B
should
C
could
D
has
• শূন্যস্থানে সঠিক উত্তর টি হবে - should.
- Complete sentence: He ran fast lest he should miss the train.
• Lest এর পরের Clause এ Should/ might/ be বসে।
- শব্দটি মূলত: একটি Conjunction - যার অর্থ পাছে বা সেই ভয়ে।
- Lest negative অর্থ প্রদান করে, এ কারণে Lest যুক্ত বাক্যে কখনো no/not/never বসে না
- Lest এরপর subject থাকলে এর should পূর্বে বসাতে হয়।
• Structures:
- Lest + 1st subject + should/might + base form + complement.
- Lest + 1st subject + should/might/be + be + V3 + complement.
• Few Examples:
- Work hard lest you should fail.
- He walked fast lest he should miss the train.
- Hesitant to speak out lest he be fired.

0
Updated: 1 day ago