'I ___ remember the holiday I spent in your home', she said.
A
ever
B
hardly
C
usually
D
always
উত্তরের বিবরণ
শূন্যস্থানটিতে সর্বদা সঠিক উত্তর হবে - always।
-
পূর্ণ বাক্য:
"I always remember the holiday I spent in your home." -
এই বাক্যটির মাধ্যমে বোঝানো হয়েছে যে বক্তার মনে শ্রোতার বাড়িতে কাটানো ছুটির দিনগুলোর স্মৃতি সবসময় জীবন্ত, ইতিবাচক এবং দৃঢ়ভাবে বজায় থাকে।
এখানে "always" শব্দটি সময়ের দীর্ঘায়িত ধারাবাহিকতা এবং স্মৃতির অবিচ্ছিন্নতাকে প্রকাশ করে। -
অন্য বিকল্পগুলো হলো -
ক) ever – কখনো; আদৌ; যদি কখনো।
খ) hardly – দৃষ্টান্তমূলকভাবে কম; প্রায় না; বড় ধরনের নয়।
গ) usually – সাধারণত; প্রায়শই; সচরাচর।
সূত্র: বাংলা একাডেমির অ্যাক্সেসিবল ডিকশনারি।

0
Updated: 1 month ago
Choose the correct preposition. The tree has been blown ______ by the storm.
Created: 1 month ago
A
away
B
up
C
off
D
out
এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে যাওয়া (বাতাসে) বা উপড়ে ফেলা শূন্যস্থানে away বসবে।
Complete sentence: The tree has been blown away by the storm.
• Blow away
English Meaning: 1. to dissipate or remove as if with a current of air.
Bangla Meaning: ১. বাতাস যেমন উড়িয়ে দেয় তেমনি করে উড়িয়ে দেওয়া
English Meaning: 2. defeat an opponent convincingly.
Bangla Meaning: ২. প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারানো।
English Meaning: 3. impress someone greatly.
Bangla Meaning: ৩. কাউকে ভালোভাবে প্রভাবিত করা।
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
• Blow up
English Meaning: Explode.
Bangla Meaning: বিস্ফোরিত হওয়া
Example sentence: The car blew up as soon as it hit the wall.
• Blow out
English Meaning: Be extinguished by an air current/ If a flame blows out or you blow it out, it stops burning when a person or the wind blows on it:
Bangla Meaning: নেভানো, ফুঁ দিয়ে নিভিয়ে দেওয়া; বায়ু প্রবাহের ফলে নিভে যাওয়া।
Example Sentence: Blow out the lamp.
• Blow off
English Meaning:
Bangla Meaning: নির্গত।
Example Sentence: The engine blows off carbon dioxide.
Source: Live MCQ Lecture

0
Updated: 1 month ago
Choose the right word to fill the blank : Since his retirement, Mr. Chowdhury, who was a teacher, ___ has written four novels.
Created: 1 month ago
A
usually
B
presently
C
already
D
formerly
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
ক) usually: সচরাচর/সাধারণত।
খ) presently: অচিরে/এক্ষুনি।
গ) already: এই সমইয়ের বা এই সময়ের মধ্যে।
ঘ) formerly: আগেরকার দিনে/পূর্বকালে।
• উক্ত প্রশ্নের sentence টি perfect tense এ আছে।
- তাই, উত্তর হবে already.
- Complete sentence: Since his retirement, Mr. Chowdhury, who was a teacher, already has written four novels.
- Bangla Meaning: জনাব চৌধুরী, যিনি একজন শিক্ষক ছিলেন, অবসর গ্রহণের পর থেকে, ইতিমধ্যে চারটি উপন্যাস লিখেছেন।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago
Tell me ___ that.
Created: 2 months ago
A
whom told you
B
that told you
C
who told you
D
told you
• সঠিক উত্তর হবে: who told you
সম্পূর্ণ বাক্য: Tell me who told you that.
• Embedded Question কী?
Embedded Question হল এমন একটি বাক্যগঠন যেখানে একটি প্রশ্নবোধক (interrogative) অংশকে একটি সাধারণ (assertive) বাক্যের ভেতরে সংযুক্ত করা হয়। এতে প্রশ্নের কাঠামো থাকে, কিন্তু সেটি সরাসরি প্রশ্ন হয়ে থাকে না।
-
এই প্রশ্নগুলো সাধারণত wh-word (যেমন: who, what, where, when, why, how ইত্যাদি) দিয়ে শুরু হলেও এগুলো মূল বাক্যের অংশ হয়ে যায়।
-
যখন wh-word একটি বাক্যের মাঝখানে আসে, তখন সেটি প্রশ্ন করার রূপ হারায় এবং একটি বিবৃতির অংশ হিসেবে ব্যবহৃত হয়।
-
এমনকি অনেক সময় বাক্যের শুরুতেই প্রশ্নের ছাঁচ থাকলেও, বাক্যটি পূর্ণরূপে প্রশ্ন নয়—বরং এটি একটি তথ্য জানার বা জানানো হয় এমন বাক্য হয়ে দাঁড়ায়।
উদাহরণ:
-
Can you tell me where she lives?
-
I don’t know what he wants.
এখানে "where she lives" বা "what he wants" হলো Embedded Question—যা একটি assertive বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে।

0
Updated: 2 months ago