Gertrude Morel, Paul's mother, originally came from a background that was:
A
Upper-class and highly educated.
B
Working-class, like her husband, Walter.
C
Middle-class, intellectually inclined, and religiously devout.
D
Bohemian and artistic.
উত্তরের বিবরণ
Gertrude Coppard বিয়ে করার আগে মধ্যবিত্ত পরিবারের একজন মহিলা ছিলেন, যার পিতা একজন ইঞ্জিনিয়ার। তিনি ছিলেন বুদ্ধিমতী ও ধর্মনিষ্ঠ কংগ্রেগেশনালিস্ট, যা তার স্বামী ওয়াল্টার-এর শ্রমজীবী জীবনধারার সঙ্গে সম্পূর্ণ বিরোধী। এই প্রেক্ষাপট Gertrude-এর চরিত্র এবং ওয়াল্টার থেকে তার হতাশা বোঝার জন্য গুরুত্বপূর্ণ।
-
Gertrude ছিলেন একজন শিক্ষিকা, বুদ্ধিমান, এবং গভীরভাবে ধর্মপ্রাণ।
-
তিনি এমন এক জীবনসঙ্গী আশা করেছিলেন, যে তার বৌদ্ধিক ও আধ্যাত্মিক জীবনের অংশীদার হতে পারবে।
-
তার ওয়াল্টার-এর সঙ্গে বিবাহ, যিনি একজন খনিশ্রমিক, সামাজিক ও বৌদ্ধিক দিক থেকে একটি পতন ছিল।
-
এই বিবাহ তার মধ্যে গভীর হতাশা সৃষ্টি করে।
-
তার সমস্ত শক্তি ও আকাঙ্ক্ষা তিনি তার সন্তানদের প্রতি কেন্দ্রীভূত করেন, বিশেষ করে পল ও উইলিয়ামের প্রতি।
0
Updated: 1 month ago
Which character works as a clerk in Nottingham in the novel Sons and Lovers?
Created: 2 months ago
A
Paul Morel
B
William Morel
C
Arthur Morel
D
Baxter Dawes
Paul শুরুতে একটি ক্লার্কের কাজ নেয় Nottingham–এ। পরে সে শিল্পক্ষেত্রে কাজ শুরু করে। Lawrence Paul–এর কাজের বর্ণনা দিয়ে শ্রমিক শ্রেণির জীবনধারা ও শিল্প বিপ্লব–উত্তর সমাজ তুলে ধরেছেন। তার চরিত্রে ব্যক্তিগত ও সামাজিক সংগ্রাম মিলেমিশে আছে।
1
Updated: 1 month ago
Where does William Morel move for his job in the novel Sons and Lovers?
Created: 2 months ago
A
London
B
Nottingham
C
Derbyshire
D
Liverpool
William চাকরির কারণে লন্ডনে যায়। সেখানে সে উচ্চশ্রেণির জীবনে প্রবেশ করে। কিন্তু অসুস্থ হয়ে মারা যায়। William–এর এই স্থানান্তর পরিবার থেকে বিচ্ছিন্নতার প্রতীক।
0
Updated: 1 month ago
Who wrote Lady Chatterley's Lover?
Created: 2 months ago
A
E.M. Forster
B
Henry Miller
C
Virginia Woolf
D
D. H Lawrence
Lady Chatterley's Lover
-
লেখক: D. H. Lawrence
-
প্রকাশ: 1932 (England), পূর্ণ প্রকাশ: 1959 (New York), 1960 (London)
-
মূল ভাবনা: পুরুষ ও মহিলারা শিল্পোন্নত সমাজের সীমাবদ্ধতা অতিক্রম করে স্বাভাবিক প্রবৃত্তি অনুসরণ করবে এবং আবেগপ্রবণ প্রেমে যুক্ত হবে
Summary:
-
Sir Clifford Chatterley: সম্পদশালী জমিদার, কোমরের নিচের অংশ অবশ, সারাদিন বিছানায় থাকেন
-
Constance (Lady Chatterley): স্বামীর অক্ষমতার কারণে মানসিক ও শারীরিক অশান্তিতে ভুগে
-
প্রেমের এক অসফল চেষ্টা শেষে তিনি Oliver Mellors-এর প্রতি আকৃষ্ট হন
-
Oliver Mellors: নিম্নবিত্ত শ্রেণীর, কিন্তু শক্তিশালী চরিত্র, অবৈধ প্রণয়ে মত্ত হয়
D. H. Lawrence
-
English author, novelist, poet, playwright, essayist, critic
-
গুরুত্বপূর্ণ novels: Sons and Lovers, The Rainbow, Women in Love
His Novels:
-
Lady Chatterley's Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover
0
Updated: 2 months ago