How is Walter Morel, Paul's father, generally portrayed?
A
As a cruel and abusive tyrant
B
As a neglectful, but ultimately harmless, figure
C
As a rough, unrefined miner who is emotionally distant but not entirely malevolent
D
As an aspiring intellectual frustrated by his circumstances
উত্তরের বিবরণ
Walter Morel একজন সাধারণ, কর্মজীবী খনি শ্রমিক।
-
তার মদ্যপনার উন্মত্ততা এবং আবেগগত দূরত্ব পরিবারের জন্য বিবাদ ও কষ্টের কারণ হয়।
-
তবু তাকে পুরোপুরি খারাপ চরিত্র হিসেবে উপস্থাপন করা হয়নি।
-
উপন্যাসটি দেখায়, তার আচরণের মূল কারণ হলো সংস্কৃতির অভাব এবং তার ও তার স্ত্রী Gertrude-এর মধ্যে থাকা বৌদ্ধিক ও আবেগগত ফারাক মোকাবিলা করতে অক্ষমতা।
-
এই বৈষম্য এবং অসামঞ্জস্যতার কারণে Walter কখনো কখনো অসঙ্গতি দেখায়, যা তার চরিত্রকে এক মাত্র দৃষ্টিকোণ থেকে খারাপ বা বিপজ্জনক করে না।
0
Updated: 1 month ago
What subject does Miriam love to discuss in the novel Sons and Lovers?
Created: 2 months ago
A
Religion and spirituality
B
Politics and war
C
Fashion and beauty
D
Business and trade
Miriam ধর্মপ্রাণ এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করে। সে বই পড়ে এবং জীবনের গভীরতা নিয়ে ভাবে। Paul–এর সাথে তার সম্পর্কেও এই আলোচনাই প্রাধান্য পায়। তবে শারীরিক দিকের অভাব সম্পর্ককে জটিল করে তোলে।
0
Updated: 1 month ago
Which woman represents spiritual and religious love in the novel Sons and Lovers?
Created: 2 months ago
A
Clara Dawes
B
Annie Morel
C
Miriam Leivers
D
Mrs. Radford
Miriam হলো এক ধর্মপ্রাণ ও আত্মিক চরিত্র। সে Paul–কে গভীরভাবে ভালোবাসে, কিন্তু তার ভালোবাসা শারীরিক চেয়ে বেশি আধ্যাত্মিক। Paul মনে করে Miriam তাকে শ্বাসরুদ্ধ করে রাখে। Lawrence Miriam–এর মাধ্যমে দেখিয়েছেন আত্মিক ভালোবাসার টানাপোড়েন।
0
Updated: 1 month ago
“In the novel, what is the central theme reflected in Paul’s character?”
Created: 1 month ago
A
Social mobility
B
Maternal influence & psychological conflict
C
Adventure
D
Friendship
পলের চরিত্র বিকাশে তার মায়ের প্রভাব এবং মানসিক দ্বন্দ্ব মুখ্য। মায়ের প্রতি ভালোবাসা তাকে স্বাধীনভাবে প্রেমে পড়তে বাধা দেয়। এই দ্বন্দ্ব তার জীবনের মানসিক এবং আবেগিক বিকাশের মূল কেন্দ্র।
0
Updated: 1 month ago