Misanthropist means-
A
One who flirts with ladies
B
A person of narrow views
C
A hater of mankind
D
One who believe that God is in everything
উত্তরের বিবরণ
Misanthropist (বিশেষ্য)
ইংরেজি অর্থ: এমন একজন ব্যক্তি যিনি মানবসমাজকে ঘৃণা করেন এবং মানুষের সংস্পর্শ এড়িয়ে চলেন।
বাংলা অর্থ: যিনি মানবজাতিকে অপছন্দ করেন; সমাজ থেকে দূরে থাকা ব্যক্তি; নরবিদ্বেষী বা মানববৈরী।
সমার্থক শব্দ:
-
Cynic (চিরবিরক্ত),
-
Grouch (খারাপ মেজাজের ব্যক্তি),
-
Recluse (একাকী জীবনযাপনকারী, সন্ন্যাসী)।
বিপরীত অর্থের শব্দ:
-
Optimist (আশাবাদী ব্যক্তি),
-
Positivist (বস্তুবাদী),
-
Sentimentalist (ভাবপ্রবণ ব্যক্তি)।
অন্যান্য রূপ:
-
Misanthropic (বিশেষণ) — নরবিদ্বেষপূর্ণ।
-
Misanthropy (বিশেষ্য, অগণনীয়) — নরবিদ্বেষ বা মানববৈরিতা।
অন্য কিছু উদাহরণ:
-
স্বল্পদৃষ্টির অধিকারী ব্যক্তি — পক্ষপাতদুষ্ট।
-
যিনি নারীদের সাথে ফ্লার্ট করেন — নারীবিদ্রোহী।
-
যিনি বিশ্বাস করেন ঈশ্বর সর্বত্র বিরাজমান — সার্বভৌমবাদী (pantheist)।
উৎস: Live MCQ Lecture
0
Updated: 3 months ago
'Prior to' means
Created: 3 months ago
A
after
B
before
C
immediately
D
during the period of
• 'Prior to' means before.
• Prior to
English Meaning: Before a particular time or event:
Bangla Meaning: পূর্ব, পৌর্বিক বা পূর্ববর্তী ইত্যাদি।
• Before
English meaning: At or during a time earlier than (the thing mentioned): in the past.
Bangla Meaning: আগে বা পূর্বে।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
- during the period of অর্থ কাল বা যুগের মধ্যে।
- immediately অর্থ তৎক্ষণাৎ; অবিলম্বে; অচিরে এবং
- after অর্থ পরে এবং
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 3 months ago
Write the meaning of the word 'waive'-
Created: 4 days ago
A
change
B
forgo
C
weak
D
pright
The word “waive” means to voluntarily give up or forgo a right, claim, or privilege. It is often used in legal, official, or formal contexts where someone decides not to insist on something they are entitled to.
Explanation:
When a person waives something, they are choosing not to enforce it or relinquishing their claim. It does not mean changing it, being weak, or being bright. The correct meaning is closely related to forgoing a right.
Examples to understand clearly:
-
If a student waives their exam fee, they choose not to pay it.
-
A company may waive a late fee for a customer, meaning the customer does not have to pay it.
-
In legal cases, a party can waive their right to appeal, giving up that right voluntarily.
Key points to remember:
-
Waive = forgo a right or privilege.
-
It is intentional and voluntary.
-
Often used in formal or official situations.
-
Does not mean change, weak, or bright.
Thus, the correct answer is খ) forgo, because it exactly matches the meaning of “waive.”
This understanding helps students use the word properly in writing and speaking. For example:
-
“She decided to waive her claim on the property.”
-
“The school waived the registration fee for the students.”
Remembering this meaning ensures correct usage in exams and daily English.
0
Updated: 4 days ago
Freedom fighters of all areas converged on Dhaka.
The underlined word is a/an:
Created: 1 month ago
A
Noun
B
Verb
C
Adverb
D
Adjective
সঠিক উত্তর হলো Verb।
Converge একটি Verb (Intransitive)। এটি বোঝায় কোনো কিছু একই বিন্দুর দিকে সরানো বা আসা এবং সেই বিন্দুতে মিলিত হওয়া; অর্থাৎ সমকেন্দ্রাভিমুখী বা সমকেন্দ্রী হওয়া।
-
বাংলা অর্থ: Converge (at/on/upon) একই বিন্দু অভিমুখী হওয়া এবং একই বিন্দুতে এসে মিলিত হওয়া; সমকেন্দ্রাভিমুখী বা সমকেন্দ্রী হওয়া।
-
সমার্থক শব্দ: Coincide (যুগপৎ সংঘটিত হওয়া), Join (মিলিত বা সংযুক্ত করা), Unite (মেলা বা মেলানো), Cluster (গুচ্ছ), Rendezvous (মিলনমেলা)।
-
বিপরীতার্থক শব্দ: Separate (বিচ্ছিন্ন করা বা হওয়া), Diverge (নির্দিষ্ট কেন্দ্র থেকে বিভিন্ন কেন্দ্রে ছড়িয়ে পড়া), Leave (কোনো স্থান ত্যাগ করে যাওয়া), Disband (বিচ্ছিন্ন করা), Disperse (ছড়িয়ে দেয়া)।
-
উদাহরণ বাক্য:
১. Longitude lines converge; latitude lines don't.
২. Freedom fighters of all areas converged on Dhaka.
0
Updated: 1 month ago