The parents became extremely__when their son had not returned by eleven o'clock.
A
angry
B
annoyed
C
disturbed
D
anxious
উত্তরের বিবরণ
• সম্পূর্ণ বাক্য: যখন তাদের ছেলে এগারোটা বাজে বাড়ি ফিরে আসেনি, তখন বাবা-মা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন।
• অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ:
-
anxious – উদ্বিগ্ন; চিন্তিত
-
angry – রাগান্বিত; উত্তেজিত
-
annoyed – বিরক্ত; বিরক্তিকর
-
disturbed – বিঘ্নিত; মনঃস্তাবে অশান্ত
• অতএব, বাক্যের অর্থের সঠিক অনুবাদ ও প্রসঙ্গ অনুসারে শূন্যস্থান পূরণে ‘anxious’ শব্দটি ব্যবহার করলে বাক্যটি যথার্থ ও সম্পূর্ণ হয়।
-
সম্পূর্ণ বাক্য: The parents became extremely anxious when their son had not returned by eleven o'clock.
-
বাংলায় অর্থ: এগারোটা নাগাদ ছেলে ফিরে না আসায় বাবা-মা খুব উদ্বিগ্ন হয়ে পড়েন।
সূত্র: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 month ago
Pick the correct part to fill in the gap of the following sentence: Each of the sons followed __________ father's trade.
Created: 4 weeks ago
A
their
B
her
C
whose
D
his
• Each/each of/anybody/anybody/everyone/no one/one of এদের possessive adjective হিসেবে his/her বসে।
- যেমন: Everybody should do his or her duty.
• তবে শুধু feminine gender নির্দেশ করলে her এবং masculine gender নির্দেশ করলে his বসবে।
- যেমন:
- Each of the daughters has followed her father's business.
- Each of the sons has followed his father's trade.
• তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - his.
Complete sentence: Each of the sons followed his father's trade.
তবে,
• One এর Possessive Case one's বসে, his বা her বসে না।
- One should do one's duty.

0
Updated: 4 weeks ago
Please ___ the necessity of arriving early.
Created: 1 month ago
A
emphasise about
B
emphasise to
C
emphasise on
D
emphasise
শূন্যস্থান পূরণের সঠিক শব্দ হবে – emphasise
পূর্ণ বাক্য: Please emphasise the necessity of arriving early.
• Emphasise (verb)
-
ইংরেজি অর্থ: কোনো বিষয়কে গুরুত্বপূর্ণ বা মনোযোগযোগ্য করে তোলা।
-
বাংলা অর্থ: গুরুত্ব বোঝাতে কোনো শব্দ বা বিষয়ের উপর জোর দেওয়া; গুরুত্বারোপ করা।
• Emphasis (noun)
-
ইংরেজি অর্থ: কোনো কিছুর ওপর বিশেষ গুরুত্ব বা মনোযোগ প্রদান।
-
বাংলা অর্থ: কোনো শব্দ বা বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া বা তার উপর জোর দেওয়া।
• Parts of speech অনুযায়ী ব্যবহার:
-
Emphasise / Emphasize যখন verb হিসেবে ব্যবহৃত হয়, তখন এর সঙ্গে সাধারণভাবে কোনো preposition যুক্ত হয় না।
-
Emphasis যখন noun হিসেবে আসে, তখন সাধারণত এর সাথে on preposition ব্যবহার করা হয়।
-
প্রশ্নে উল্লেখিত বাক্যে emphasise verb হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এতে preposition ব্যবহার করা প্রয়োজন নেই।
উদাহরণ:
• Emphasise (verb)
-
I’d like to emphasise the value of learning different languages.
-
He emphasised that the participants were all volunteers.
-
Words can be emphasised in writing using italics or bold fonts.
• Emphasis (noun)
-
We should give equal emphasis to disease prevention as we give to treatment.
-
These schools place a strong emphasis on grammar and written assignments.
-
The word’s final syllable carries the emphasis.
তথ্যসূত্র: Accessible Dictionary by [...]

0
Updated: 1 month ago
The word 'Shrug' indicating doubt or indifference is associated with-
Created: 1 month ago
A
shoulders
B
head
C
forehead
D
eyebrows
Shrug (verb-transitive)
English Meaning:
To lift your shoulders slightly for a moment to show that you don’t know something, don’t care, or feel unsure.
Bangla Meaning:
কাউকে কিছু না বলতে বা বুঝাতে কাঁধ সামান্য তুলা বা না বোঝার ভঙ্গিতে কাঁধ ঝাঁকানো।
• Example Sentences:
-
আমি ওকে জিজ্ঞেস করলাম ফাহিম কোথায়, কিন্তু সে শুধু কাঁধ ঝাঁকালো (মানে সে কিছুই জানে না বা বলতে চায় না) আর কিছু বলল না।
-
জিমি প্রশ্নভরা চোখে পিটের দিকে তাকালো, কিন্তু পিট কাঁধ ঝাঁকাল মাত্র।
Source: Oxford Learner's Dictionary এবং বাংলা একাডেমির সহজপাঠ অভিধান

0
Updated: 1 month ago