সমাসবদ্ধ পদগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন বসে?
A
ড্যাস
B
কোলন
C
হাইফেন
D
সেমিকোলন
উত্তরের বিবরণ
বাংলা ব্যাকরণে সমাসবদ্ধ পদ বা সমাসপদগুলোকে যখন বিচ্ছিন্ন করে বা ভেঙে লিখে দেখানো হয়, তখন হাইফেন (-) ব্যবহার করা হয়।
হাইফেন মূলত দুটি শব্দকে আলাদা করে সমাসের গঠন স্পষ্ট করার জন্য ব্যবহৃত হয়।
রাজপুত্র → রাজ- + পুত্র
-
মধুমক্ষিকা → মধু- + মক্ষিকা
-
দুর্গম → দুর্- + গম
অতএব, সমাসবদ্ধ পদগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন (-) চিহ্ন বসে।
0
Updated: 1 month ago
বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?
Created: 2 months ago
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
প্যারীচাঁদ মিত্র
D
রবীন্দ্রনাথ ঠাকুর
বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১) উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। তাঁর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। তার প্রথম প্রকাশিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি। এ গ্রন্থে তিনি জ্যোতিবা বিরাম চিহ্নের সফল ব্যবহার করেন।
0
Updated: 2 months ago
সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়?
Created: 2 months ago
A
কোলন
B
সেমিকোলন
C
কমা
D
হাইফেন
হাইফেন (-): দুটি শব্দকে এক করতে কিংবা সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয়।
0
Updated: 9 hours ago
বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন মোট কতটি?
Created: 2 months ago
A
৯টি
B
১০টি
C
১১টি
D
১২টি
বাংলা ভাষার যতি বা ছেদ চিহ্ন হলো ১৫ টি নবম দশম শ্রেণির নতুন ব্যাকরণ অনুযায়ী। পুরাতন নবম দশম শ্রেণির ব্যাকরণ অনুযায়ী ১২টি (এটাই গ্রহণযোগ্য)। অন্যান্য ব্যাকরণে দেওয়া ১২টি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭) গ্রন্থ প্রথম যতিচিহ্নের ব্যবহার দেখান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মতে যতি বা ছেদ চিহ্ন ১৩টি।
0
Updated: 2 months ago