অনুবাদের পারদর্শিতা কীসের ওপর নির্ভরশীল?
A
পড়াশোনার ওপর
B
ভাষান্তরের ওপর
C
নির্ধারণের ওপর
D
অভ্যাসের ওপর
উত্তরের বিবরণ
অনুবাদের পারদর্শিতা বা দক্ষতা কেবল পড়াশোনা বা ভাষান্তরের জ্ঞান দিয়ে হয় না। নিয়মিত অনুশীলন ও অভ্যাসের মাধ্যমেই একজন অনুবাদক ধীরে ধীরে দক্ষ হয়ে ওঠে।
যত বেশি অনুবাদ করা হয়, তত বেশি শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়, বাক্যগঠন ও ভাবান্তরের কৌশল আয়ত্তে আসে। তাই অনুবাদের ক্ষেত্রে অভ্যাসই পারদর্শিতা অর্জনের প্রধান শর্ত।

0
Updated: 1 day ago
ভাষার মূল উপাদান কী?
Created: 6 hours ago
A
বাক্য
B
শব্দ
C
বর্ণ
D
ধ্বনি
ভাষার মূল উপাদান ধ্বনি।
কারণ—
-
ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম মৌলিক একক, যা মুখ থেকে উচ্চারিত হয়।
-
এই ধ্বনিগুলোকে মিলিয়ে গঠিত হয় বর্ণ।
-
বর্ণ থেকে গঠিত হয় শব্দ।
-
শব্দ একত্রে মিলিত হয়ে গড়ে ওঠে বাক্য।
অতএব, ভাষার মূল বা ভিত্তি হলো ধ্বনি।
তাই সঠিক উত্তর: ঘ) ধ্বনি

0
Updated: 6 hours ago
‘মনমাঝি’- এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Created: 1 month ago
A
মন ও মাঝি।
B
মন মাঝির ন্যায়
C
মনরূপ মাঝি
D
মন যে মাঝি
উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়। এ সমাসে উপমেয় পদ পূর্বে বসে ও উপমান পদ পরে বসে এবং সমস্যমান পদে 'রূপ' অথবা 'ই' যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়। যেমন: ক্রোধ রূপ অনল = ক্রোধানল, বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু, মন রূপ মাঝি = মনমাঝি।

0
Updated: 1 month ago
'মলিন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 1 week ago
A
গৌরাঙ্গ
B
সুশ্রী
C
উজ্জ্বল
D
সরস
'মলিন' শব্দের বিপরীতার্থক শব্দ হলো উজ্জ্বল। এর পাশাপাশি আরও কিছু শব্দ রয়েছে যেগুলোর বিপরীতার্থক রূপ নিচে দেওয়া হলো।
-
শ্যামল: গৌরাঙ্গ
-
সুশ্রী: কুশ্রী / বিশ্রী
-
সরস: নীরস
উৎস:

0
Updated: 1 week ago