What are you so angry___?
A
about
B
at
C
with
D
for
উত্তরের বিবরণ
শূন্যস্থান পূরণে সঠিক শব্দ হবে – about।
-
সম্পূর্ণ বাক্য: What are you so angry about?
-
বাংলা অর্থ: তোমার এত রাগ কিসের কারণে?
Angry অর্থ হলো এমন একটি অনুভূতি যখন কেউ অন্যের খারাপ আচরণের কারণে বিরক্ত বা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে ডেকে বা আঘাত করতে চাইতে পারে।
যখন রাগ প্রকাশ করতে হয়, তখন angry শব্দের পর about প্রিপোজিশন ব্যবহার করা হয়।
সূত্র: ক্যামব্রিজ ডিকশনারি।

0
Updated: 1 month ago
Tell me ___ that.
Created: 2 months ago
A
whom told you
B
that told you
C
who told you
D
told you
• সঠিক উত্তর হবে: who told you
সম্পূর্ণ বাক্য: Tell me who told you that.
• Embedded Question কী?
Embedded Question হল এমন একটি বাক্যগঠন যেখানে একটি প্রশ্নবোধক (interrogative) অংশকে একটি সাধারণ (assertive) বাক্যের ভেতরে সংযুক্ত করা হয়। এতে প্রশ্নের কাঠামো থাকে, কিন্তু সেটি সরাসরি প্রশ্ন হয়ে থাকে না।
-
এই প্রশ্নগুলো সাধারণত wh-word (যেমন: who, what, where, when, why, how ইত্যাদি) দিয়ে শুরু হলেও এগুলো মূল বাক্যের অংশ হয়ে যায়।
-
যখন wh-word একটি বাক্যের মাঝখানে আসে, তখন সেটি প্রশ্ন করার রূপ হারায় এবং একটি বিবৃতির অংশ হিসেবে ব্যবহৃত হয়।
-
এমনকি অনেক সময় বাক্যের শুরুতেই প্রশ্নের ছাঁচ থাকলেও, বাক্যটি পূর্ণরূপে প্রশ্ন নয়—বরং এটি একটি তথ্য জানার বা জানানো হয় এমন বাক্য হয়ে দাঁড়ায়।
উদাহরণ:
-
Can you tell me where she lives?
-
I don’t know what he wants.
এখানে "where she lives" বা "what he wants" হলো Embedded Question—যা একটি assertive বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে।

0
Updated: 2 months ago
He had a _____ headache.
Created: 1 month ago
A
strong
B
acute
C
serious
D
bad
• সঠিক উত্তর: bad
-
সম্পূর্ণ বাক্য: He had a bad headache.
-
সাধারণভাবে মাথাব্যথার তীব্রতা বোঝাতে “bad”, “severe”, “splitting”, “chronic”, “acute” — এসব শব্দ ব্যবহার করা হয়।
• অপশনগুলোর মানে:
ক) strong – শক্তিশালী, দৃঢ়
খ) acute – তীক্ষ্ণ, হঠাৎ বা তীব্র
গ) serious – গুরুতর
ঘ) bad – খারাপ বা মারাত্মক
• গুরুত্বপূর্ণ তথ্য:
এই বাক্যে "a" আর্টিকেল ব্যবহার করা হয়েছে। তাই "acute" শব্দটি ঠিক হবে না, কারণ এটি সাধারণত “an acute headache” হয়।
তথ্যসূত্র: বাংলা একাডেমির অ্যাক্সেসিবল ডিকশনারি

0
Updated: 1 month ago
Fill in the blank with appropriate use of tense : I couldn't mend the computer myself, so I ____ at a shop.
Created: 2 weeks ago
A
had it mended
B
had it mend
C
did it mend
D
had mended
Causative Verb এর নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had it mended.
- Complete sentence: I couldn't mend the computer myself, so I had it mended at a shop.
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।
• Causative verb হিসেবে ‘Have’ এর ব্যবহার -
- Subject + have/has + object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
- বস্তুর ক্ষেত্রে - Akhi got her work done by Pakhi.
- উল্লিখিত বাক্যে had এরপর ব্যবহৃত it দ্বারা Computer কে নির্দেশ করছে, অর্থাৎ বস্তুবাচক object তাই verb এর past participle had it mended হয়েছে।
• তবে, ব্যক্তির ক্ষেত্রে bare infinite verb বসে।
- যেমন - The teacher has the students complete the project on time.

0
Updated: 2 weeks ago