কোন রশ্মির তরঙ্গদৈর্ঘ্য খুবই কম? 

A

গামা রশ্মি 

B

রঞ্জন রশ্মি 

C

বিটা রশ্মি

D

আলফা রশ্মি 

উত্তরের বিবরণ

img

গামা রশ্মি (γ-রশ্মি): 

- গামা রশ্মি সাধারণ অর্থে কোনো কণিকা নয়, এটি সাধারণ আলোকের ন্যায় তড়িৎ চৌম্বক তরঙ্গ। 

- α-কণা বা β-কণা বিচ্ছুরণের পর নিউক্লিয়াসের অভ্যন্তরে শক্তির পূর্ণবিন্যাসের ফলে γ-রশ্মির উদ্ভব ঘটে। 

- গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য খুবই কম, এমনকি রঞ্জন রশ্মি অপেক্ষাও কম হয়। 

- এরা প্রধানত পরোক্ষভাবে পদার্থকে আয়নিত করে। বহু দীর্ঘ পথে ঐ আয়নীকরণ সংঘটিত হয় বলে গামা রশ্মির আপেক্ষিক আয়নীকরণ ক্ষমতা খুব কম। 

- রঞ্জন রশ্মির ন্যায় তা বিভিন্ন পদার্থের মধ্য দিয়ে চলাচল করতে পারে। 

- গামা রশ্মি (γ-রশ্মি) বিকিরণের ফলে মৌলের নিউক্লিয়াসের কোন পরিবর্তন ঘটে না, কারণ গামা রশ্মি (γ-রশ্মি) হলো বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। 

- গামা রশ্মির (γ-রশ্মি) কোন ভর বা চার্জ নেই। 


উৎস: উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র, হাজারী নাগ।



গামা রশ্মি (γ-রশ্মি)

বৈশিষ্ট্য:

প্রকৃতি: গামা রশ্মি কোনো কণা নয়, বরং সাধারণ আলোর মতো এক প্রকার তড়িৎ চৌম্বক তরঙ্গ (electromagnetic wave)।

উৎপত্তি: আলফা (α) কণা বা বিটা (β) কণা নির্গত হওয়ার পর নিউক্লিয়াসের অভ্যন্তরে শক্তির পুনর্বিন্যাসের ফলে গামা রশ্মির উদ্ভব ঘটে।

তরঙ্গদৈর্ঘ্য: এর তরঙ্গদৈর্ঘ্য অত্যন্ত কম, এমনকি রঞ্জন রশ্মির (X-ray) চেয়েও কম।

আয়নীকরণ ক্ষমতা:

গামা রশ্মি প্রধানত পরোক্ষভাবে (indirectly) পদার্থকে আয়নিত করে।

এটি দীর্ঘ পথ অতিক্রম করার কারণে এর আপেক্ষিক আয়নীকরণ ক্ষমতা (relative ionizing power) খুব কম।

ভেদ্যতা: রঞ্জন রশ্মির মতোই গামা রশ্মি বিভিন্ন পদার্থের ভেতর দিয়ে প্রবেশ করতে পারে (penetrate)।

নিউক্লিয়াসের উপর প্রভাব: গামা রশ্মি বিকিরণের ফলে মৌলের নিউক্লিয়াসের কোনো পরিবর্তন ঘটে না, কারণ এটি বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ।

ভর ও চার্জ: গামা রশ্মির কোনো ভর (mass) বা চার্জ (charge) নেই।


Unfavorite

0

Updated: 1 day ago

Related MCQ

GPS সিস্টেম কোন তরঙ্গ ব্যবহার করে?


Created: 2 weeks ago

A

রেডিও ওয়েভ


B

আল্ট্রাভায়োলেট


C

এক্স-রে


D

ইনফ্রারেড


Unfavorite

0

Updated: 2 weeks ago

তরঙ্গের বেলায় কোন্‌টি সত্য?

Created: 1 week ago

A

তড়িৎ চৌম্বকতরঙ্গ আলোর বেগে গমন করে

B

শব্দতরঙ্গ একধরনের তড়িৎ চৌম্বকতরঙ্গ

C

সকল তরঙ্গেই প্রতিফলন-প্রতিসরণ হয় না

D

তরঙ্গবেগ হলো এর কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত

Unfavorite

0

Updated: 1 week ago

শব্দ তরঙ্গের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি? 


Created: 1 week ago

A

কঠিন


B

তরল


C

শূন্য


D

বায়ুবীয় 


Unfavorite

0

Updated: 1 week ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD