বৃক্ক কোন ঝিল্লী দ্বারা আবৃত থাকে?
A
পেরিটোনিয়াম
B
প্লুরা
C
পেরিকার্ডিয়াম
D
মেসেন্টেরি
উত্তরের বিবরণ
বৃক্ক হলো মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচন অঙ্গ যা শরীরের অপ্রয়োজনীয় ও ক্ষতিকর পদার্থ নির্গত করে এবং দেহের অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করে। মানুষের দেহে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এবং এর গঠন ও অবস্থান বিশেষভাবে সাজানো।
১. বৃক্ক মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচন অঙ্গ।
২. মানুষের উদরগহ্বরের পশ্চাৎ দিকে মেরুদণ্ডের উভয় পাশে একটি করে মোট দুটি বৃক্ক থাকে।
৩. পূর্ণাঙ্গ মানুষের প্রতিটি বৃক্ক প্রায় ১১-১২ সে.মি. লম্বা, ৫-৬ সে.মি. প্রস্থ এবং ৩ সে.মি. পুরু হয়।
৪. সজীব অবস্থায় বৃক্কের রং খয়েরি লাল দেখা যায়।
৫. আকৃতিতে এটি অনেকটা শীম বীজের মতো।
৬. বৃক্কের বাইরের দিক উত্তল এবং ভেতরের দিক অবতল।
৭. ভেতরের অবতল অংশের ভাঁজকে হাইলাম (Hilum) বলে।
৮. হাইলামের মধ্য দিয়ে ইউরেটার ও রেনাল শিরা বের হয়, আর রেনাল ধমনী ও স্নায়ু বৃক্কে প্রবেশ করে।
৯. সমগ্র বৃক্ক একটি স্বচ্ছ ও পাতলা পেরিটোনিয়াম ঝিল্লী দ্বারা আবৃত থাকে।

0
Updated: 1 day ago
বৃক্কের অবতল অংশের ভাঁজকে কী বলে?
Created: 1 month ago
A
ইউরেটার
B
ক্যাপসুল
C
হাইলাম
D
রেনাল
বৃক্কের বাহ্যিক গঠন:
প্রত্যেক বৃক্ক নিরেট, চাপা দেখতে অনেকটা শিম বীজ বা বাংলা "৫” সংখ্যার মতো এবং কালচে লাল রংয়ের।
একটি পরিণত বৃক্কের দৈর্ঘ্য ১০-১২ সেন্টিমিটার, প্রস্থ ৫-৬ সেন্টিমিটার এবং স্থূলত্ব ৩ সেন্টিমিটার।
একেকটির ওজন পুরুষে ১৫০-১৭০ গ্রাম এবং নারীদেহে ১৩০-১৫০ গ্রাম।
বৃক্কের বাইরের দিক উত্তল ও ভিতরের দিক অবতল।
বৃক্কের এই অবতল অংশের ভাঁজকে হাইলাম (Hilum) বলে।
হাইলামের মধ্য দিয়ে ইউরেটার ও রেনাল শিরা বহির্গত হয় এবং রেনাল ধমনি ও স্নায়ু বৃক্কে প্রবেশ করে।
বৃক্কে প্রবেশকারী রেনাল শিরা দেহের সবচেয়ে বড় শিরা।
সম্পূর্ণ বৃক্ক ক্যাপসুল (Capsule) নামক তন্তুময় যোজক টিস্যুর সুদৃঢ় আবরণে বেষ্টিত।
বৃক্কের অগ্রপ্রান্তে অ্যাড্রিনাল গ্রন্থি (Adrenal Gland) টুপির মতো আচ্ছাদন তৈরি করে সংযুক্ত থাকে।
উৎস: জীববিজ্ঞান দ্বিতীয় পত্র : একাদশ-দ্বাদশ শ্রেণি (গাজী আজমল)।

0
Updated: 1 month ago