A
live
B
stay
C
stop
D
halt
উত্তরের বিবরণ
ক) live (in/at): বাস করা, যা দীর্ঘ সময় ধরে স্থায়ীভাবে কোথাও বসবাস করা বোঝায়।
খ) stay: থাকা বা অবস্থান করা, বিশেষত কোনো স্থানে অস্থায়ী বা নির্দিষ্ট সময়ের জন্য থাকা বা কোনো শর্তের অধীনে থাকা।
গ) stop: গতিবিধি থামানো বা বিরতি নেয়া।
ঘ) halt: সাময়িক বিরতি বা নিবৃত্তি।
"২ মাসের জন্য কোনো স্থানে থাকার কথা" বোঝাতে এখানে সাময়িক সময়সীমা নির্দেশ করা হয়েছে, তাই stay শব্দটি ব্যবহার করা সবচেয়ে উপযুক্ত।
-
সম্পূর্ণ বাক্য: He intends to stay in the country for two months.
উৎস: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 week ago
As the sun ______, I decided to go out.
Created: 1 day ago
A
has shone
B
shine
C
shines
D
was shining
অতীতে যখন একটি কাজ চলছিলো, তখন যদি অন্য কোনো কাজ ঘটে, তাহলে চলমান কাজটি past continuous tense এ হবে।
-
যদি মূল বাক্যটি past tense হয়, তবে তার সঙ্গে যুক্ত বাক্যও past tense হবে।
এজন্য, শূন্যস্থানে "was shining" ব্যবহার করা উচিত।
-
পুরো বাক্য হবে: "As the sun was shining, I decided to go out."

0
Updated: 1 day ago
The verb of the word 'short' is-
Created: 6 days ago
A
enshort
B
shorten
C
shorted
D
shorting
“Short” শব্দটি চারভাবে ব্যবহার করা যায় — adjective (বিশেষণ), adverb (ক্রিয়া বিশেষণ), noun (বিশেষ্য) এবং verb (ক্রিয়া) হিসেবে।
-
Adjective হিসেবে “short” মানে হয় দৈর্ঘ্যে ছোট বা হ্রস্ব, যেমন: খাটো, অল্প সময়ের, বা কম উচ্চতার।
-
Adverb হিসেবে “short” মানে কোনো কিছুর আগে বা হঠাৎ ঘটা, অর্থাৎ আকস্মিকভাবে।
-
Noun হিসেবে “short” মানে হলো কোনো মদ যেমন হুইস্কি বা জিন যা অন্য কোন তরল ছাড়া সরাসরি খাওয়া হয়।
-
Verb হিসেবে “short” অর্থ হলো বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেওয়া, যা বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিতে পারে।
এখানে “Shorten” হলো একটি আলাদা ক্রিয়া, যার অর্থ হলো দৈর্ঘ্য বা সময় কমানো। যেমন: “She shortened the dress” — সে পোশাকটি ছোট করল।
“Shorted” হলো “short” ক্রিয়ার অতীত ও অতীত অংশগ্রহণমূলক রূপ।
অর্থাৎ, “short” এর verb ফর্মের জন্য সঠিক শব্দ “shorten”।
(সূত্র: Cambridge ও Accessible Dictionary)

0
Updated: 6 days ago
My friend always goes home ___ foot.
Created: 1 week ago
A
by
B
with
C
on a
D
on
শূন্যস্থান পূরণের সঠিক শব্দ: on
-
পূর্ণ বাক্য: My friend always goes home on foot.
• On foot – অর্থ: পায়ে হেঁটে
-
যখন কেউ কোথাও পায়ে হেঁটে যায়, তখন "on foot" ব্যবহৃত হয়।
-
উদাহরণ: It takes around 30 minutes on foot, whereas it’s only 10 minutes by car.
অর্থাৎ, কোন জায়গায় হেঁটে যাওয়ার সময় "on foot" বলেই বোঝানো হয় যে যাত্রাটি পায়ে হেঁটে সম্পন্ন হচ্ছে।

0
Updated: 1 week ago