He intends to ___ in the country for two months.
A
live
B
stay
C
stop
D
halt
উত্তরের বিবরণ
ক) live (in/at): বাস করা, যা দীর্ঘ সময় ধরে স্থায়ীভাবে কোথাও বসবাস করা বোঝায়।
খ) stay: থাকা বা অবস্থান করা, বিশেষত কোনো স্থানে অস্থায়ী বা নির্দিষ্ট সময়ের জন্য থাকা বা কোনো শর্তের অধীনে থাকা।
গ) stop: গতিবিধি থামানো বা বিরতি নেয়া।
ঘ) halt: সাময়িক বিরতি বা নিবৃত্তি।
"২ মাসের জন্য কোনো স্থানে থাকার কথা" বোঝাতে এখানে সাময়িক সময়সীমা নির্দেশ করা হয়েছে, তাই stay শব্দটি ব্যবহার করা সবচেয়ে উপযুক্ত।
-
সম্পূর্ণ বাক্য: He intends to stay in the country for two months.
উৎস: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 month ago
'The Rape of the Lock' by Alexander Pope is a/an -
Created: 1 week ago
A
epic
B
ballad
C
mock-heroic poem
D
elegy
‘The Rape of the Lock’ – Alexander Pope
-
প্রকার: এটি একটি মক-হিরোইক (Mock-Heroic) এপিক কবিতা যা হিরোইক কাপলেটে (Heroic Couplet) লেখা।
-
প্রকাশকাল: কবিতার প্রথম সংস্করণ ১৭১২ সালে প্রকাশিত হয়েছিল, এতে ছিল দুই ক্যান্টো (Cantos)। পরবর্তী ১৭১৪ সালের সংস্করণে এটি পাঁচ ক্যান্টো পর্যন্ত সম্প্রসারিত করা হয়।
-
দৈর্ঘ্য ও ধরন: মোট ৭৯৪ লাইন, যেখানে গুরুগম্ভীর বিষয়বস্তুকে হাস্যরসাত্মকভাবে তুলে ধরা হয়েছে।
-
মূল কাহিনি:
-
প্রধান চরিত্র Belinda (Arabella Fermor)।
-
তার চুলের বেণী (lock of hair) কেটে নেয় যুবক Baron (Lord Petre)।
-
চুলের বেণী শেষ পর্যন্ত নক্ষত্রলোকে (constellation) পৌঁছে।
-
কবিতায় দেবতা, যুদ্ধ-বিগ্রহ এবং দৈনন্দিন ঘটনা সমস্তকেই অতি গুরুত্বপূর্ণ এবং নাটকীয়ভাবে দেখানো হয়েছে।
-
-
শৈলী ও বৈশিষ্ট্য: Alexander Pope ক্ষুদ্র ও সাধারণ বিষয়কে বৃহৎ ও নাটকীয়ভাবে উপস্থাপন করার জন্য বিখ্যাত। এটি তাকে মক-হিরোইক কবি (Mock-Heroic Poet) হিসেবে পরিচিত করেছে।
-
কেন্দ্রীয় চরিত্র:
-
Belinda – প্রধান নারী চরিত্র
-
Baron – চুল কাটা যুবক
-
Ariel – দেবতা বা রক্ষাকারী চরিত্র
-
Alexander Pope (1688–1744)
-
একজন প্রখ্যাত ইংরেজ লেখক ও কবি।
-
তাকে বলা হয় Mock Heroic Poet।
-
Augustan Period-এর একজন প্রধান কবি।
-
তিনি তার চটুল, সঙ্গতিপূর্ণ ও প্রবাদসুলভ (epigrammatic) লেখার জন্য বিখ্যাত।
প্রখ্যাত কাজসমূহ:
-
An Epistle to Dr. Arbuthnot
-
An Essay on Criticism
-
An Essay on Man
-
Eloisa to Abelard
-
The Dunciad
-
The New Dunciad
-
The Rape of the Lock
-
Windsor-Forest
সূত্র: Britannica

0
Updated: 1 week ago
I love reading books and ________ football.
Created: 1 month ago
A
to play
B
play
C
playing
D
to have played
নিশ্চিত উত্তর: গ) playing
সম্পূর্ণ বাক্য: I love reading books and playing football.
• Parallelism কি?
-
যখন বাক্যে সমান গুরুত্বের ধারণাগুলো একই ধরনের বাক্য গঠন বা শব্দের বিন্যাসে প্রকাশ করা হয়, তাকে Parallelism বা সমান্তরালতা বলে।
• Parallelism এর নিয়ম:
-
“and” এর আগে যদি gerund (verb + ing) ব্যবহার করা হয়, তাহলে “and” এর পরেও gerund ব্যবহার করতে হয়।
-
এখানে “reading” gerund, তাই football এর সাথে যেই verb ব্যবহার হবে তা “playing” (gerund) হওয়া উচিত।
অন্যগুলো কেন ভুল?
ক) to play – এটা infinitive, আর প্রথম অংশ gerund, তাই মেলেনা।
খ) play – এটা base form, gerund এর সঙ্গে মিলছে না।
ঘ) to have played – perfect infinitive, যা এখানে দরকার নেই।
সুত্র: Cambridge Dictionary
এভাবে সহজ করে বললে:
“reading” এবং “playing” দুইটাই gerund, তাই একই ধরনের শব্দ ব্যবহার করে বাক্যের ভারসাম্য বজায় রাখা হয়েছে। তাই “playing” সঠিক।

0
Updated: 1 month ago
Would you please find out Bangladesh _____ the map?
Created: 4 days ago
A
in
B
on
C
over
D
at
সঠিক উত্তর হলো খ) on। মানচিত্রে কোনো স্থান বা দেশ দেখানোর সময় ইংরেজিতে আমরা সবসময় “on” preposition ব্যবহার করি, কারণ মানচিত্রকে একটি পৃষ্ঠতল হিসেবে বিবেচনা করা হয়। যেকোনো দেশ বা স্থান মানচিত্রের উপর প্রদর্শিত হয়।
-
মানচিত্রের ক্ষেত্রে on ব্যবহার করা হয়।
-
মানচিত্রকে surface বা পৃষ্ঠতল হিসেবে দেখা হয়।
-
দেশ বা স্থান মানচিত্রের উপর দেখানো হয়।
উদাহরণ বাক্য: Would you please find out Bangladesh on the map?

0
Updated: 4 days ago