'I ___ remember the holiday I spent in your home', she said.
A
ever
B
hardly
C
usually
D
always
উত্তরের বিবরণ
শূন্যস্থানটিতে সর্বদা সঠিক উত্তর হবে - always।
-
পূর্ণ বাক্য:
"I always remember the holiday I spent in your home." -
এই বাক্যটির মাধ্যমে বোঝানো হয়েছে যে বক্তার মনে শ্রোতার বাড়িতে কাটানো ছুটির দিনগুলোর স্মৃতি সবসময় জীবন্ত, ইতিবাচক এবং দৃঢ়ভাবে বজায় থাকে।
এখানে "always" শব্দটি সময়ের দীর্ঘায়িত ধারাবাহিকতা এবং স্মৃতির অবিচ্ছিন্নতাকে প্রকাশ করে। -
অন্য বিকল্পগুলো হলো -
ক) ever – কখনো; আদৌ; যদি কখনো।
খ) hardly – দৃষ্টান্তমূলকভাবে কম; প্রায় না; বড় ধরনের নয়।
গ) usually – সাধারণত; প্রায়শই; সচরাচর।
সূত্র: বাংলা একাডেমির অ্যাক্সেসিবল ডিকশনারি।
0
Updated: 3 months ago
First language means the ___ language.
Created: 3 months ago
A
important
B
main
C
natural
D
official
• First language means natural language.
• শিশু প্রাকৃতিকভাবেই যে ভাষায় প্রথম কথা বলে সেটাই First Language.
• First language
- English meaning: The language that someone learns to speak first.
- Bangla meaning: মাতৃভাষা.
- Example: Human beings learn to speak (or sign) at least a first language without classroom instruction.
0
Updated: 3 months ago
I am looking for someone who ____ play the piano.
Created: 3 months ago
A
able to
B
is able
C
can be able to
D
can
প্রশ্নে প্রদত্ত বাক্যে শূন্যস্থান পূরণের জন্য can ব্যবহৃত হবে।
সম্পূর্ণ বাক্য: I am looking for someone who can play the piano.
-
এখানে can ব্যবহার করা হয়েছে কারণ এটি কারো কোনো কিছু করার সক্ষমতা বোঝায়, অর্থাৎ 'কারো পিয়ানো বাজাতে পারা' বোঝাতে can প্রযোজ্য।
-
মনে রাখতে হবে, can সাধারণত বর্তমান কাল (present indefinite tense)-এ ব্যবহৃত হয়।
-
তবে present perfect বা future tense বোঝাতে হলে can এর পরিবর্তে be able to ব্যবহার করা হয়।
অতএব, সঠিক উত্তর হবে (ঘ)।
0
Updated: 3 months ago
When one makes a promise, one must not go________ on it.
Created: 1 month ago
A
forward
B
back
C
by
D
around
প্রদত্ত বাক্যটি “one must not go back on it” মূলত প্রতিশ্রুতি ভঙ্গ না করার নির্দেশ বোঝায়। এখানে “go back” দ্বারা বোঝানো হয়েছে যে কোনো promise বা commitment থেকে ফিরে যাওয়া বা তা retract করা। সুতরাং প্রদত্ত শূন্যস্থানে back বসানোই সঠিক।
-
Go back on (phrasal verb)
-
Meaning: Fail to keep a promise
-
Bengali meaning: (প্রতিশ্রুতি ইত্যাদি) পালন করতে ব্যর্থ হওয়া; প্রতিশ্রুতি ভঙ্গ করা; কথা না-রাখা
-
0
Updated: 1 month ago