কোন বানানটি সঠিক?
A
মুসুর্ষু
B
মুমূর্ষু
C
মুমুর্সু
D
মুমুসর্ষ
উত্তরের বিবরণ
ষত্ব বিধি অনুসারে ই - স্বর ও উ - স্বরের পর ইচ্ছা অর্থে সন প্রত্যয়ের স পরিবর্তিত হয়ে প্রত্যয়ান্ত শব্দে 'ষ' হয়। যেমন - মুমূর্ষু।

0
Updated: 1 day ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 3 weeks ago
A
বিভিষিকা
B
বিভীষিকা
C
বিভিষীকা
D
বিভীষীকা
শুদ্ধ বানানটি – ‘বিভীষিকা’। বিভীষিকা= ভীতি; ভীষণ আতঙ্ক; ভীষণ ভয়।

0
Updated: 3 weeks ago
নিচের কোন বানানটি অশুদ্ধ?
Created: 5 days ago
A
ভূমণ্ডল
B
আভ্যন্তর
C
জ্যোতিষ্মান
D
উন্মীলণ
বাংলা ভাষায় অশুদ্ধ বানান হলো ‘উন্মীলণ’। এর শুদ্ধ বানান হলো ‘উন্মীলন’।
শব্দের অর্থ:
-
বিকাশ
-
উন্মেষ
-
উদ্ঘাটন
-
উন্মোচন
অন্যদিকে, আভ্যন্তর, ভূমণ্ডল এবং জ্যোতিষ্মান শব্দগুলোর বানান শুদ্ধ।
(উৎস:

0
Updated: 5 days ago
শুদ্ধ বানানটি নির্দেশ করুন-
Created: 4 months ago
A
মুহুর্মুহু
B
মূহুর্মুহু
C
মুর্হুমূর্হু
D
মুর্হুর্মূহু
মুহুর্মুহু (অব্যয়)
-
এটি সংস্কৃত ভাষার একটি শব্দ।
-
গঠনে রয়েছে প্রকৃতি প্রত্যয়: মুহুঃ + মুহুঃ।
-
অর্থ: বারবার, ঘনঘন।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 4 months ago