‘চাঁদের হাট’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
A
বিরাট আয়োজন
B
সৌভাগ্য লাভ
C
সৌভাগ্যের বিষয়
D
আনন্দের প্রাচুর্য
উত্তরের বিবরণ
‘চাঁদের হাট’ বাগধারাটির অর্থ- ‘আনন্দের প্রাচুর্য’, ‘এলাহি কান্ড’ বাগধারাটির অর্থ- ‘বিরাট আয়োজন’, একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ- সৌভাগ্যের বিষয়।
0
Updated: 1 month ago
‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী?
Created: 3 months ago
A
অপদার্থ
B
মূর্খ
C
নিরেট বোকা
D
নিষ্ক্রিয় দর্শক
‘সাক্ষী গোপাল’ বাগধারাটি এমন একজনকে বোঝাতে ব্যবহৃত হয় যিনি কোনো ঘটনার সময় উপস্থিত থাকলেও কিছু না বলে চুপচাপ থাকেন, কেবলমাত্র দর্শকের মতো থাকেন—কোনো হস্তক্ষেপ বা প্রতিক্রিয়া দেখান না।
উদাহরণস্বরূপ:
ঘটনার পুরো সময়টা সে ছিল, কিন্তু কিছু বলেনি—ঠিক যেন সাক্ষী গোপাল!
সঠিক উত্তর: ঘ) নিষ্ক্রিয় দর্শক
0
Updated: 3 months ago
'রামগরুড়ের ছানা' কথাটির অর্থ-
Created: 4 months ago
A
কাল্পনিক জন্তু
B
গোমড়ামুখো লোক
C
মুরগি
D
পুরাণোক্ত পাখি
• ‘রামগরুড়ের ছানা’ বাগ্ধারার অর্থ - গোমড়ামুখো লোক।
এরূপ গুরুত্বপূর্ণ কিছু বাগ্ধারা হলো:
• ‘ধামাধরা’ বাগ্ধারার অর্থ - তোষামোদকারী।
• ‘যমের দোসর’ বাগ্ধারার অর্থ - নিষ্ঠুর ব্যক্তি।
• ‘ভাঁড়ে মা ভবানী’ বাগ্ধারার অর্থ - একেবারে দরিদ্র বা হত দরিদ্র অবস্থা।
• 'বুদ্ধির ঢেঁকি' বাগ্ধারার অর্থ - নির্বোধ লোক।
• ‘ফেকলু পার্টি’ বাগ্ধারার অর্থ - কদরহীন লোক।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 4 months ago
কুঁড়ে স্বভাব কোন বাগধারা দ্বারা বোঝানো হয়?
Created: 17 hours ago
A
উনপঞ্চাশ বায়ু
B
আঠারো মাসে বছর
C
অকাল কুষ্মাণ্ড
D
অল্পবিদ্যা ভয়ঙ্করী
উত্তর: কুঁড়ে স্বভাব বোঝাতে বাগধারা ‘আঠারো মাসে বছর’ ব্যবহৃত হয়।
-
‘আঠারো মাসে বছর’ বাগধারাটি বোঝায় যে, কোনো ব্যক্তির আচরণ বা মনোভাব তার বয়স বা অভিজ্ঞতার তুলনায় অনেক বেশি শক্ত বা স্থির।
-
এটি মূলত কুঁড়ে স্বভাব বা জেদি প্রকৃতিকে প্রকাশ করে।
-
কুঁড়ে স্বভাব মানে কোনো ব্যক্তি সহজে মন পরিবর্তন করে না, নিজের মতামত বা সিদ্ধান্তে দৃঢ় থাকে।
-
বাগধারাটি প্রাচীন সাহিত্য ও প্রবাদ-প্রবচনে ব্যবহৃত হয়ে এসেছে, যা মানুষের চরিত্রের দৃঢ়তা বা জেদকে রূপক অর্থে বোঝায়।
-
অন্যান্য বিকল্প যেমন ‘উনপঞ্চাশ বায়ু’, ‘অকাল কুষ্মাণ্ড’, বা ‘অল্পবিদ্যা ভয়ঙ্করী’ বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহৃত হলেও কুঁড়ে স্বভাব বোঝাতে নয়।
0
Updated: 17 hours ago