বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু?
A
এক বলার দ্বিগুণ সময়
B
এক সেকেন্ড
C
থামার প্রয়োজন নেই
D
এক বলতে যে সময় প্রয়োজন
উত্তরের বিবরণ
বিস্ময় চিহ্নের বিরতিকাল- ‘এক সেকেন্ড’। বাক্যে যতিচিহ্ন অনুসারে থামার পরিমাণ: কমা বা পাদচ্ছেদ এবং উদ্ধরণ চিহ্ন থাকলে — ‘এক’ উচ্চারণে যত সময় লাগে সেই পরিমাণ সময় থামতে হয়। সেমিকোলন বা অর্ধচ্ছেদ থাকলে — ‘এক’ বলার দ্বিগুণ সময় থামতে হয়।
হাইফেন, ইলেক বা লোপ চিহ্ন ও ব্রাকেট থাকলে — থামার প্রয়োজন হয় না। দাড়ি বা পূর্ণচ্ছেদ, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাস, ড্যাস ইত্যাদি চিহ্ন থাকলে – এক সেকেন্ড থামতে হয়।
0
Updated: 1 month ago
কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন?
Created: 1 month ago
A
ড্যাস
B
কোলন
C
কমা
D
বিস্ময় চিহ্ন
যতিচিহ্ন হলো সেই সাংকেতিক চিহ্ন যা বাক্যের অর্থ স্পষ্ট করতে বাক্যের মধ্যে বা শেষে ব্যবহৃত হয়। এটিকে ছেদ চিহ্ন বা বিরামচিহ্ন নামেও ডাকা হয়।
বাক্যে অবস্থান অনুযায়ী যতিচিহ্নকে দুটি ভাগে বিভক্ত করা যায়—
প্রান্তিক বিরামচিহ্ন:
-
দাঁড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন ইত্যাদি।
বাক্যান্তর্গত বিরামচিহ্ন:
-
কমা, সেমিকোলন, ড্যাস, হাইফেন ইত্যাদি।
0
Updated: 1 month ago
হাইফেন কোথায় বসে?
Created: 2 months ago
A
দুই বাক্যের সংযোগ দেখাতে।
B
দুই শব্দের সংযোগ দেখাতে।
C
বাক্যে উদ্ধৃতি প্রয়োগ করতে।
D
উক্তি বা প্রত্যুক্তি বোঝাতে।
হাইফেন চিহ্ন দিয়ে পাশাপাশি দুই বা ততোধিক শব্দকে জোড়া লাগানো হয়। যেমন : উত্তর-পশ্চিম কোণে ঝড়ের কালো মেঘ দেখা যাচ্ছে। ২. সমাসবদ্ধ পদের সব সমস্যমান পদের অর্থ প্রাধান্য পেলে, তাদের মধ্যে হাইফেন বসে।
0
Updated: 9 hours ago
দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
ড্যাশ
B
কোলন
C
ত্রিবিন্দু
D
হাইফেন
বাক্যচিহ্নের ব্যবহার整理 করা হলো।
-
ড্যাশ (–)
-
ব্যবহার: দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে এবং ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের আগে-পরে
-
উদাহরণ: বাংলাদেশ দল জয়লাভ করেছে – বিজয়ের আনন্দে দেশের জনগণ উচ্ছ্বসিত।
-
-
হাইফেন (-)
-
ব্যবহার: বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে
-
উদাহরণ:
-
মা-বাবার কাছে সন্তানের গৌরব সবচেয়ে বড় গৌরব।
-
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়েই গড়ে উঠেছে এই ক্লাব।
-
-
-
কোলন (:)
-
ব্যবহার: একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে
-
উদাহরণ: সভায় ঠিক করা হল: এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।
-
-
ত্রিবিন্দু (...)
-
ব্যবহার: কোন অংশ বাদ দিতে চাইলে
-
উদাহরণ:
-
তিনি রেগে গিয়ে বললেন, “তার মানে তুমি একটা ...।”
-
আমাদের ঐক্য বাইরের। ... এ ঐক্য জড় অকর্মক, সজীব সকর্মক নয়।
-
-
0
Updated: 1 month ago