The parents became extremely__when their son had not returned by eleven o'clock.
A
angry
B
annoyed
C
disturbed
D
anxious
উত্তরের বিবরণ
• সম্পূর্ণ বাক্য: যখন তাদের ছেলে এগারোটা বাজে বাড়ি ফিরে আসেনি, তখন বাবা-মা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন।
• অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ:
-
anxious – উদ্বিগ্ন; চিন্তিত
-
angry – রাগান্বিত; উত্তেজিত
-
annoyed – বিরক্ত; বিরক্তিকর
-
disturbed – বিঘ্নিত; মনঃস্তাবে অশান্ত
• অতএব, বাক্যের অর্থের সঠিক অনুবাদ ও প্রসঙ্গ অনুসারে শূন্যস্থান পূরণে ‘anxious’ শব্দটি ব্যবহার করলে বাক্যটি যথার্থ ও সম্পূর্ণ হয়।
-
সম্পূর্ণ বাক্য: The parents became extremely anxious when their son had not returned by eleven o'clock.
-
বাংলায় অর্থ: এগারোটা নাগাদ ছেলে ফিরে না আসায় বাবা-মা খুব উদ্বিগ্ন হয়ে পড়েন।
সূত্র: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Bangla Academy
0
Updated: 3 months ago
Women are too often ______ by family commitments.
Created: 2 months ago
A
confused
B
controlled
C
contaminated
D
constrained
শব্দের অর্থ ও বাক্যে ব্যবহার
-
confused – বিভ্রান্ত, গুলিয়ে ফেলা বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া।
-
controlled – নিয়ন্ত্রণ করা, শাসন বা দমন করা।
-
contaminated – দূষিত করা, অশুদ্ধ বা নোংরা করা।
-
constrained – বাধ্য করা বা কোনো কিছু করার জন্য চাপ দেওয়া; স্বাভাবিকভাবে করতে পারা না বা অস্বস্তি বোধ করা।
বাক্যে ব্যবহার:
শূন্যস্থানে constrained শব্দটি বসালে বাক্যের অর্থ পুরোপুরি বোঝা যায়।
-
Complete Sentence: Women are often constrained by family commitment in this society.
-
বাংলা অর্থ: এ সমাজের নারীরা প্রায়ই পরিবারের দায়িত্বের কারণে বাধ্যবাধকতার মধ্যে থাকে।
উৎস: Accessible Dictionary, Bangla Academy
0
Updated: 2 months ago
The romantic age in English literature began with the publication of ___
Created: 2 months ago
A
Preface to Shakespeare
B
Preface to Lyrical Ballads
C
Preface to Ancient Mariners
D
Preface to Dr. Johnson
Romantic Period in English Literature (1798–1832)
-
ইংরেজি সাহিত্যে 1798 সাল থেকে 1832 সাল পর্যন্ত সময়কে Romantic Period বলা হয়।
-
এই যুগের সূচনা ঘটে 1798 সালে William Wordsworth এবং Samuel Taylor Coleridge-এর যৌথ কাব্যগ্রন্থ Lyrical Ballads প্রকাশের মাধ্যমে।
Lyrical Ballads (1798)
-
এটি ছিল একটি কবিতার সংকলন।
-
প্রথম প্রকাশিত হয় ১৭৯৮ সালে।
-
এই গ্রন্থের মাধ্যমেই ইংরেজি সাহিত্যে Romantic যুগের সূচনা ঘটে।
-
এতে অন্তর্ভুক্ত কবিতাগুলো ছিল একেবারেই সরল, অলংকারহীন ও কৃত্রিমতামুক্ত।
-
কবিরা সচেতনভাবে সাধারণ মানুষের মুখের ভাষা ব্যবহার করেছেন, যাতে কবিতা সহজে বোঝা যায়।
বিষয়বস্তু ও কবির সংখ্যা
-
Lyrical Ballads-এ মোট ২৩টি কবিতা প্রকাশিত হয়।
-
এর মধ্যে ১৯টি কবিতা William Wordsworth-এর।
-
আর ৪টি কবিতা Samuel Taylor Coleridge-এর।
-
Source: An ABC of English Literature — Dr. M. Mofizar Rahman
0
Updated: 2 months ago
Fill in the blank with the appropriate part: We look forward ____ a response from you.
Created: 2 months ago
A
to receiving
B
to receive
C
in receiving
D
for receiving
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to receiving.
Complete Sentence: We look forward to receiving a response from you.
• Look forward to:
English Meaning: await eagerly.
Bangla Meaning: সানন্দে প্রতীক্ষা করা।
• Use of Look forward to:
- Look forward এরপর to + verb + ing বসে।
• Example Sentence:
1. I look forward to meeting you in person.
2. She looks forward to starting her new job next week.
3. We look forward to celebrating your birthday with you.
• এছাড়াও mind, cannot help, could not help, with a view to, look forward to ইত্যাদি শব্দের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়।
0
Updated: 2 months ago