A
My father was in hospital during six weeks in summer
B
In summer during six weeks my father was in hospital
C
My father was in a hospital during six weeks in summer
D
My father was in hospital for six weeks during the summer
উত্তরের বিবরণ
• সঠিক বাক্য হবে - My father was in hospital for six weeks during the summer.
-
এমন ধরনের বাক্য গঠনে সাধারণত for ব্যবহৃত হয় সময়ের নির্দিষ্ট পরিমাণ বোঝাতে, যেমন: for six weeks, যেখানে ছয় সপ্তাহ সময়কাল বোঝানো হয়েছে।
-
অন্যদিকে, during ব্যবহার হয় কোনো নির্দিষ্ট সময়সীমা বা সময়ের নাম নির্দেশ করতে, যেমন: during the summer, যেখানে 'গ্রীষ্মকাল' একটি নির্দিষ্ট সময়কাল বোঝায়।
-
এই বাক্যে six weeks একটি নির্দিষ্ট সময়কাল বা period of time, তাই তার আগে for ব্যবহৃত হয়েছে।
-
এবং the summer একটি নির্দিষ্ট মৌসুম বা named period, তাই তার আগে during ব্যবহৃত হয়েছে।
অতএব, ব্যাকরণগত নিয়ম অনুযায়ী সঠিক রূপটি:
My father was in hospital for six weeks during the summer. ✅

0
Updated: 1 week ago
A good title for the passage will be_____.
Created: 2 weeks ago
A
Telescope and exploration of the universe.
B
Digital telescope and exploration of the universe.
C
Astronomers and exploration of the universe.
D
Space exploration in the new millennium.
The correct answer is - option খ) Digital telescope and exploration of the universe.
• The passage tells us about how modern digital telescopes have become and how they help astronomers to explore the world easily and efficiently.
- so "Digital telescope and exploration of the universe." is a suitable title for the passage.
• Option Explanation:
- সাধারণত, passage -এর title নির্ধারণের ক্ষেত্রে লক্ষ রাখতে হয় যে, - passage -এর মূল theme টি যেন focus করা হয়।
- অর্থাৎ, passage -এর প্রতিটি para ভালো করে পড়ে দেখতে হবে যে, passage টিতে কোন বিষয়ে জোর দেওয়া হয়েছে।
- এখানে প্রথম প্যারায় telescope এবং data base - এর সম্পর্ক এবং exploration - এর উপস্থিতি ছাড়াই digital sensor যুক্ত করার মাধ্যমে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা যায় বলা হয়েছে।
- অর্থাৎ, আবিষ্কারের ক্ষেত্রে digital telescope -এর বিষয়টিকেই জোর দিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
• সুতরাং, passage -এর বিষয়ের প্রাসঙ্গিকতার বিবেচনায় option (খ) ই সঠিক উত্তর।

0
Updated: 2 weeks ago
What is the antonym of ‘Gentle’?
Created: 3 months ago
A
Harsh
B
Modest
C
Clever
D
Rude
Coming Soon

0
Updated: 3 months ago
Which of the following sentences is the correct one?
Created: 1 week ago
A
Paper is made of wood.
B
Paper is made from wood.
C
Paper is made by wood.
D
Paper is made on wood.
✅ সঠিক বাক্য: Paper is made from wood.
🔹 যখন কোনো বস্তু তৈরির পর তার মূল উপাদানটি দৃশ্যমান এবং একই অবস্থায় থাকে, তখন made of ব্যবহার করা হয়।
উদাহরণস্বরূপ:
-
The table is made of wood.
-
The ring is made of gold.
এখানে টেবিল ও আংটিটি তৈরি হলেও কাঠ ও সোনার অবস্থা অপরিবর্তিত রয়েছে, তাই made of ব্যবহৃত হয়েছে।
🔹 অপরদিকে, যদি কোনো কিছু তৈরির পর তার উপাদানটি আর দেখা না যায় বা উপাদানের রূপান্তর ঘটে, তাহলে made from ব্যবহৃত হয়।
উদাহরণস্বরূপ:
-
Paper is made from wood.
-
Glass is made from sand.
কাগজ বা কাঁচ তৈরি হলেও কাঠ বা বালির মূল রূপ সেখানে আর দৃশ্যমান নেই, বরং তা পরিবর্তিত হয়েছে। তাই এখানে made from প্রযোজ্য।

0
Updated: 1 week ago