A
adjective
B
verb
C
preposition
D
adverb
উত্তরের বিবরণ
The day of my brother's marriage is drawing near — এই বাক্যে near শব্দটি Adverb হিসেবে ব্যবহৃত হয়েছে,
কারণ এটি drawing ক্রিয়াটির গতি বা অবস্থা বোঝাতে সহায়তা করছে, অর্থাৎ ক্রিয়াটিকে modifying করছে।
• Adverb বলতে এমন একটি শব্দকে বোঝায় যা কোনো Verb কিভাবে, কোথায়, কখন কাজটি সম্পন্ন করছে তা প্রকাশ করে।
এছাড়াও এটি কখনো Adjective কিংবা অন্য Adverb-এর গুণ, অবস্থা বা মাত্রাও নির্দেশ করে।
সূত্র: Oxford Practice Grammar — John Eastwood

0
Updated: 1 week ago