জীবের ভ্রূণ গঠন ও বিকাশ নিয়ে জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা হয়?
A
Cytology
B
Physiology
C
Morphology
D
Embryology
উত্তরের বিবরণ
জীববিজ্ঞানকে জীবের বৈশিষ্ট্য বা জীববিজ্ঞানের কোন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে তার উপর ভিত্তি করে বিভিন্ন শাখায় বিভক্ত করা হয়। কয়েকটি গুরুত্বপূর্ণ শাখার সংক্ষিপ্ত পরিচিতি নিম্নরূপ:
-
অঙ্গসংস্থান (Morphology):
-
এ শাখায় জীবের গঠন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়।
-
বাহ্যিক গঠনকে বহিঃঅঙ্গসংস্থান (External morphology) এবং অভ্যন্তরীণ গঠনকে অন্তঃঅঙ্গসংস্থান (Internal morphology) বলা হয়।
-
-
শারীরবিদ্যা (Physiology):
-
জীবের শ্বসন, রেচন, প্রজনন, পরিপাক ও আত্তীকরণ এবং সবুজ উদ্ভিদে সালোকসংশ্লেষণসহ জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলো এ শাখায় আলোচনা করা হয়।
-
-
ভ্রূণবিদ্যা (Embryology):
-
ভ্রূণ সৃষ্টি ও বিকাশের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি হয়।
-
জীবের ভ্রূণ গঠন ও বিকাশ নিয়ে এ শাখায় আলোচনা করা হয়।
-
-
কোষবিদ্যা (Cytology):
-
জীবদেহের গঠন ও কার্যপ্রণালীর মৌলিক একক হলো কোষ।
-
কোষ ও কোষাঙ্গাণুর গঠন, কাজ এবং বিভাজন নিয়ে আলোচনা করা হয়।
-
-
বংশগতিবিদ্যা (Genetics):
-
মাতা-পিতার বৈশিষ্ট্য সন্তানে স্থানান্তরিত হয়।
-
বংশগতি সংক্রান্ত ধারাগুলো এ শাখায় আলোচনা করা হয়।
-
-
বাস্তুবিদ্যা (Ecology):
-
জীবসমূহ যে পরিবেশে বাস করে এবং সেই পরিবেশের সঙ্গে জীবসমূহের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়।
-
-
বিবর্তন (Evolution):
-
আদি কালের জীব বর্তমান কালের জীবের চেয়ে ভিন্ন ছিল; কালের বিবর্তনের মাধ্যমে তারা বর্তমান পর্যায়ে এসেছে।
-
জীবসমূহের সূচনা ও বিবর্তন নিয়ে এ শাখায় আলোচনা করা হয়।
-
0
Updated: 1 month ago
'শ্বসন ও সালোকসংশ্লেষণ' জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়?
Created: 2 months ago
A
সাইটোলজি
B
এমব্রায়োলজি
C
ফিজিওলজি
D
মরফোলজি
জীববিজ্ঞানের বিশেষ শাখা হলো জীববিজ্ঞানের সেই শাখাগুলি যা জীবের বিভিন্ন দিক বিশ্লেষণ করে। প্রধান শাখাগুলি হলো:
-
অঙ্গসংস্থান (Morphology):
-
জীবের গঠন বৈশিষ্ট্য এবং আকার নিয়ে আলোচনা করা হয়।
-
-
শ্রেণিবিন্যাস (Classification বা Taxonomy):
-
জীবজগৎকে বোঝার সুবিধার জন্য বিভিন্ন দল-উপদলে ভাগ করা হয়।
-
প্রতিটি জীব প্রজাতি একটি গণ, গোত্র, বর্গ এবং শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়।
-
-
শারীরবিদ্যা (Physiology):
-
জীবের শ্বসন, রেচন, প্রজনন, পরিপাক, আত্তীকরণ এবং সবুজ উদ্ভিদে সালোকসংশ্লেষণসহ অন্যান্য জৈব রাসায়নিক প্রক্রিয়া আলোচনা করা হয়।
-
-
ভ্রূণবিদ্যা (Embryology):
-
ভ্রূণ গঠন ও বিকাশের মাধ্যমে পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি নিয়ে আলোচনা করা হয়।
-
-
কোষবিদ্যা (Cytology):
-
কোষ হলো জীবদেহের গঠন ও কার্যকারিতার একক।
-
কোষ এবং কোষাঙ্গাণুর গঠন, কার্যকারিতা ও বিভাজন বিষয়ক আলোচনা এই শাখায় হয়।
-
-
বংশগতিবিদ্যা (Genetics):
-
মাতা-পিতার বৈশিষ্ট্য সন্তানে কিভাবে স্থানান্তরিত হয় তা বিশ্লেষণ করা হয়।
-
-
বাস্তুবিদ্যা (Ecology):
-
জীবসমূহ যে পরিবেশে বাস করে এবং সেই পরিবেশের সঙ্গে তাদের আন্তঃসম্পর্কের বিষয় আলোচনা করা হয়।
-
0
Updated: 2 months ago
জোয়ার-ভাটা সংঘটিত হয়-
Created: 1 month ago
A
পৃথিবীর সাথে সূর্যের আকর্ষণের ফলে
B
পৃথিবীর সাথে গ্রহ নক্ষত্রের আকর্ষণের ফলে
C
গ্রহ-নক্ষত্রের সাথে চন্দ্র ও সূর্যের আকর্ষণের ফলে
D
পৃথিবীর সাথে চন্দ্র ও সূর্যের আকর্ষণের ফলে
- পৃথিবীর সাথে চন্দ্র ও সূর্যের আকর্ষণের ফলে জোয়ার-ভাঁটা সংঘটিত হয়।
জোয়ার-ভাটা:
- মহাকর্ষ শক্তি এবং কেন্দ্রাতিগ শক্তির কারণে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় ব্যবধানে একই জায়গায় ফুলে ওঠে আবার অন্য সময় নেমে যায়। সমুদ্রের পানির এইরূপ ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে।
- সমুদ্রের একই জায়গায় প্রতিদিন দুইবার জোয়ার এবং দুইবার ভাটা সংঘটিত হয়।
- চন্দ্র অপেক্ষা সূর্য ২ কোটি ৬০ লক্ষ গুণ বড় এবং পৃথিবী অপেক্ষা সূর্য প্রায় ১৩ লক্ষ গুণ বড় হলেও পৃথিবী থেকে সূর্য গড়ে প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরে অবস্থিত এবং পৃথিবী থেকে চন্দ্র গড়ে প্রায় ৩৮.৪ লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত। এ কারণেই পৃথিবীর ওপর চন্দ্রের আকর্ষণ
উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
Ca(OH)2 কোন যৌগটির রাসায়নিক সংকেত?
Created: 1 month ago
A
ক্যালামিন
B
ফিটকিরি
C
বেকিং সোডা
D
মিল্ক অফ লাইম
রাসায়নিক সংকেত হলো বিভিন্ন পদার্থের রাসায়নিক গঠন প্রকাশ করার একটি সংক্ষিপ্ত পদ্ধতি। প্রতিটি পদার্থের নিজস্ব রাসায়নিক সংকেত থাকে যা তার মৌল ও অণুর অনুপাত নির্দেশ করে।
-
ক্যালামিন – রাসায়নিক সংকেত: ZnCO₃
-
মিল্ক অফ লাইম – রাসায়নিক সংকেত: Ca(OH)₂
-
বেকিং সোডা – রাসায়নিক সংকেত: NaHCO₃
-
তুঁত – রাসায়নিক সংকেত: CuSO₄·5H₂O
-
কাপড় কাচার সোডা – রাসায়নিক সংকেত: Na₂CO₃·10H₂O
-
ফিটকিরি – রাসায়নিক সংকেত: [K₂SO₄·Al₂(SO₄)₃·24H₂O]
-
শেভিং ফোম বা জেল – প্রধান উপাদান: পটাশিয়াম স্টিয়ারেট, রাসায়নিক সংকেত: C₁₇H₃₅COOK
-
কাপড় কাচার সাবান – প্রধান উপাদান: সোডিয়াম স্টিয়ারেট, রাসায়নিক সংকেত: C₁₇H₃₅COONa
0
Updated: 3 weeks ago