বিদ্যুৎ প্রবাহ হলো মূলত ইলেকট্রনের চলাচল বা গতি।
-
বিদ্যুৎ প্রবাহের প্রধান দুই প্রকার রয়েছে: এসি প্রবাহ (AC) এবং ডিসি প্রবাহ (DC)।
-
কোনো বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ তৈরি করতে প্রয়োজন বিভব পার্থক্য, যা বর্তনীর দুই প্রান্তে থাকে।
-
বর্তনীতে বিদ্যুতের যন্ত্র ও উপকরণগুলোকে শ্রেণি সংযোগ বা সমান্তরাল সংযোগে যুক্ত করা যায়।
-
বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ পরিমাপের জন্য অ্যামিটার ব্যবহার করা হয়।
-
একইভাবে, ভোল্টমিটার ব্যবহার করে বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করা হয়।
-
মানুষের শরীরের তাপমাত্রা পরিমাপের জন্য থার্মোমিটার ব্যবহৃত হয়।
-
বেগ পরিমাপের যন্ত্র হলো ভেলোসিটি মিটার (ভেলাটোমিটার)।