He intends to ___ in the country for two months.
A
live
B
stay
C
stop
D
halt
উত্তরের বিবরণ
ক) live (in/at): বাস করা, যা দীর্ঘ সময় ধরে স্থায়ীভাবে কোথাও বসবাস করা বোঝায়।
খ) stay: থাকা বা অবস্থান করা, বিশেষত কোনো স্থানে অস্থায়ী বা নির্দিষ্ট সময়ের জন্য থাকা বা কোনো শর্তের অধীনে থাকা।
গ) stop: গতিবিধি থামানো বা বিরতি নেয়া।
ঘ) halt: সাময়িক বিরতি বা নিবৃত্তি।
"২ মাসের জন্য কোনো স্থানে থাকার কথা" বোঝাতে এখানে সাময়িক সময়সীমা নির্দেশ করা হয়েছে, তাই stay শব্দটি ব্যবহার করা সবচেয়ে উপযুক্ত।
-
সম্পূর্ণ বাক্য: He intends to stay in the country for two months.
উৎস: Accessible Dictionary, Bangla Academy
0
Updated: 3 months ago
Complete the sentence. If I were you, I ____ take the money.
Created: 1 month ago
A
shall
B
will
C
would
D
may
প্রশ্নে উল্লেখিত বাক্যটি Second Conditional অনুযায়ী গঠিত। Second Conditional সাধারণত কল্পনামূলক বা অসম্ভব পরিস্থিতি প্রকাশের জন্য ব্যবহৃত হয়। এটি দুটি অংশে বিভক্ত: একটি শর্তসূচক clause এবং একটি ফলসূচক clause।
Second Conditional এর নিয়মাবলী:
-
If + past indefinite + subject + would/could/might + verb এর base form + বাকি অংশ।
-
অর্থাৎ, If যুক্ত clause এর পরে subject এর পর would/could/might ব্যবহার করে verb এর base form বসে।
-
If clause এ subject এর পর যদি be verb আসে, তখন were ব্যবহার করা হয়।
গঠন উদাহরণ:
-
If + were + বাক্যাংশ, would/could/might + verb এর present form।
উদাহরণসমূহ:
-
If I knew the answer, I would tell you.
-
If I were you, I would pat your jacket on.
-
If I were you, I would take the money.
-
If I were a bird, I would fly to you.
সম্পূর্ণ বাক্য:
If I were you, I would take the money.
0
Updated: 1 month ago
Identify the correct sentence:
Created: 2 months ago
A
The mayor, together with the council members, were addressing the public.
B
The mayor, together with the council members, are addressing the public.
C
The mayor, together with the council members, is addressing the public.
D
The mayor, together with the council members, have been addressing the public.
• Correct sentence: The mayor, together with the council members, is addressing the public.
- Bangla Meaning: মেয়র, কাউন্সিল সদস্যদের সঙ্গে মিলেমিশে, জনসাধারণকে সম্বোধন করছেন।
• With, together with, along with, as well as, in addition to, accompanied with/by, and not, including, excluding, but, except, ইত্যাদি দ্বারা কোনো noun বা pronoun যুক্ত হলে, verb টি সর্বদা প্রথম subject (noun/ pronoun) অনুযায়ী হবে।
- অর্থাৎ, প্রথম noun/ pronoun টি singular হলে verb টি singular হবে।
- আবার প্রথম noun/pronoun টি plural হলে verb টি plural হবে।
• যেমন: The mayor, together with the council members, is addressing the public.
- এখানে প্রথম subject - The mayor হচ্ছে singular, তাই verb টিও singular (is) হবে।
0
Updated: 2 months ago
The path _____ paved, so we were able to walk through the path.
Created: 3 months ago
A
was
B
had been
C
has been
D
being
• Complete sentence: The path had been paved, so we were able to walk through the path.
- Bangla meaning: পথটি বাঁধানো ছিল, তাই আমরা সহজেই পথে হাঁটতে পেরেছি।
• বাক্যে দুটি clause -ই past tense -এ আছে।
- তাই নিয়মানুযায়ী পূর্বের কাজটি past perfect tense এবং পরের কাজটি past indefinite tense হবে।
- সঠিক বাক্যটি হবে - The path had been paved, so we were able to walk through the path.
- অর্থাৎ, পাকা করার কাজটি আগে হয়েছিল (The path had been paved).
- সুতরাং, সঠিক উত্তরটি হবে option 'খ'।
0
Updated: 3 months ago