A
To be in low spirit
B
With complete devotion
C
To one's own liking
D
To be in high spirit
উত্তরের বিবরণ
Idiom: After One’s Own Heart
English Meaning: Refers to someone whose tastes, preferences, or values closely align with one’s own.
Bangla Meaning: মনের মতো বা নিজের মতো স্বভাবের/পছন্দের মানুষ।
Example Sentences:
-
His passion for protecting nature truly speaks to my soul — every weekend he’s out there planting trees and restoring the environment.
-
Her idea of a perfect vacation — exploring museums and browsing through old bookstores — is completely in tune with my own interests.
Sources:
-
Merriam-Webster Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 1 week ago
What is the meaning of the idiom 'a round dozen'?
Created: 2 months ago
A
a little less than a dozen
B
a little more than a dozen
C
a full dozen
D
round about a dozen
Idiom: A round dozen
English Meaning: Exactly twelve; a complete set or group of twelve.
Bangla Meaning: এক ভজন; বারোটি; তিন গণ্ডা; পূর্ণ ডজন
-
এই idiom-টি একটি নির্দিষ্ট সংখ্যা (১২) বোঝাতে ব্যবহৃত হয়।
Example Sentence:
I ordered a round dozen of eggs from the market.
Bangla Translation: আমি বাজার থেকে একদম বারোটি ডিম অর্ডার করেছিলাম।
Sources:
-
Oxford Learner's Dictionary
-
Accessible Dictionary (Bangla Academy)

0
Updated: 2 months ago
Misanthropist means-
Created: 1 week ago
A
One who flirts with ladies
B
A person of narrow views
C
A hater of mankind
D
One who believe that God is in everything
Misanthropist (বিশেষ্য)
ইংরেজি অর্থ: এমন একজন ব্যক্তি যিনি মানবসমাজকে ঘৃণা করেন এবং মানুষের সংস্পর্শ এড়িয়ে চলেন।
বাংলা অর্থ: যিনি মানবজাতিকে অপছন্দ করেন; সমাজ থেকে দূরে থাকা ব্যক্তি; নরবিদ্বেষী বা মানববৈরী।
সমার্থক শব্দ:
-
Cynic (চিরবিরক্ত),
-
Grouch (খারাপ মেজাজের ব্যক্তি),
-
Recluse (একাকী জীবনযাপনকারী, সন্ন্যাসী)।
বিপরীত অর্থের শব্দ:
-
Optimist (আশাবাদী ব্যক্তি),
-
Positivist (বস্তুবাদী),
-
Sentimentalist (ভাবপ্রবণ ব্যক্তি)।
অন্যান্য রূপ:
-
Misanthropic (বিশেষণ) — নরবিদ্বেষপূর্ণ।
-
Misanthropy (বিশেষ্য, অগণনীয়) — নরবিদ্বেষ বা মানববৈরিতা।
অন্য কিছু উদাহরণ:
-
স্বল্পদৃষ্টির অধিকারী ব্যক্তি — পক্ষপাতদুষ্ট।
-
যিনি নারীদের সাথে ফ্লার্ট করেন — নারীবিদ্রোহী।
-
যিনি বিশ্বাস করেন ঈশ্বর সর্বত্র বিরাজমান — সার্বভৌমবাদী (pantheist)।
উৎস: Live MCQ Lecture

0
Updated: 1 week ago
EQUIVOCAL means
Created: 1 month ago
A
Universal
B
Mistaken
C
Quaint
D
Clear
EQUIVOCAL (adjective)
- দ্ব্যর্থবোধক; সন্দেহজনক।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Universal(adjective)
- সর্বজনীন; সার্বলৌকিক; বিশ্বজনীন।
খ) Mistaken (past participle) (adjective)
- ভ্রান্ত; ভ্রমাত্মক; ভুল: অবিবেচনাপ্রসূত।
গ) Quaint (adjective)
- অদ্ভুত কিন্তু আকর্ষক; খেয়ালি।
ঘ) Clear(adjective)
- স্বচ্ছ: মেঘমুক্ত; নির্মল: ; উজ্জ্বল; পরিষ্কার:নির্দোষ; গ্লানিমুক্ত; স্পষ্ট: (মন প্রসঙ্গে) নিঃশংসয়; নিশ্চিত; অবাধ।
• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলর মধ্যে - Clear শব্দটি Equivocal এর বিপরীত অর্থ প্রকাশ করছে। অন্য অপশন গুলো এর বিপরীত বা সমার্থক অর্থ প্রকাশ করছেনা।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago