The expression 'after one's own heart' means ___.
A
To be in low spirit
B
With complete devotion
C
To one's own liking
D
To be in high spirit
উত্তরের বিবরণ
Idiom: After One’s Own Heart
English Meaning: Refers to someone whose tastes, preferences, or values closely align with one’s own.
Bangla Meaning: মনের মতো বা নিজের মতো স্বভাবের/পছন্দের মানুষ।
Example Sentences:
-
His passion for protecting nature truly speaks to my soul — every weekend he’s out there planting trees and restoring the environment.
-
Her idea of a perfect vacation — exploring museums and browsing through old bookstores — is completely in tune with my own interests.
Sources:
-
Merriam-Webster Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 1 month ago
What is the meaning of 'White Elephant'?
Created: 1 month ago
A
An elephant of white colour
B
A hoarder
C
A black marketer
D
A very costly or troublesome possession
White elephant অর্থ হলো এমন কিছু জিনিস যা খুবই দামী বা অনেক টাকা খরচ হয়, কিন্তু আসলে তার কোনো উপকার বা কাজের প্রয়োজন হয় না। অর্থাৎ, দামী হলেও কাজের কোনো ফলাফল বা সুবিধা দেয় না।
বাংলায়:
দামী কিন্তু কাজে লাগে না এমন কিছু।
উদাহরণ: সরকারের এই বিভাগটা অনেক টাকা খরচ করে, কিন্তু কাজের কিছু করে না। এটি একটি ‘white elephant’

0
Updated: 1 month ago
The cat jumped ______ the pool to catch the fish.
Created: 3 weeks ago
A
in
B
at
C
on
D
into
Correct Answer: Into
Example Sentence:
-
The cat jumped into the pool to catch the fish.
-
বাংলা অর্থ: "বিড়ালটি মাছ ধরতে পুকুরের ভিতরে ঝাঁপিয়ে পড়ল।"
ব্যাখ্যা:
-
Into ব্যবহৃত হয় যখন কোনো স্থানের ভিতরে প্রবেশ (entry/movement) বোঝানো হয়।
-
বাক্যে "jumped" একটি movement নির্দেশ করছে যা পুকুরের অভ্যন্তরে প্রবেশ করছে।
অন্যান্য অপশন বিশ্লেষণ:
-
ক) in: স্থির অবস্থান (static position) বোঝায়
-
গ) at: নির্দিষ্ট বিন্দু বা লক্ষ্য (specific point/target) বোঝায়
-
ঘ) on: কোনো পৃষ্ঠতলের উপরে অবস্থান (on a surface) বোঝায়

0
Updated: 3 weeks ago
The word bounty is closest in meaning to
Created: 1 month ago
A
generosity
B
familiar
C
dividing line
D
sympathy
• শব্দ ‘bounty’-র অর্থের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ‘generosity’ বা উদারতার।
• Bounty (noun) (plural: bounties)
(১) [Uncountable noun] (আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত) অকৃপণ দান বা প্রাচুর্যপূর্ণ উদারতা।
(২) [Countable noun] দরিদ্র বা প্রয়োজনে থাকা মানুষদের প্রতি বদান্য আচরণ বা দান।
(৩) উৎপাদন বাড়ানো কিংবা বিপজ্জনক বন্যপ্রাণী নিধনের মতো কার্যকলাপে উৎসাহ প্রদানের জন্য সরকার বা কর্তৃপক্ষ কর্তৃক দেওয়া পুরস্কার বা নগদ অর্থ।
• Generosity (noun)
– যার অর্থ হলো উদারতা, সহৃদয়তা ও মহানুভবতা।
• প্রশ্নে উল্লেখিত অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
familiar – পরিচিত বা সুপরিচিত।
-
dividing line – বিভাজনকারী রেখা বা সীমা।
-
sympathy – সহানুভূতি, সহমর্মিতা বা অনুকম্পা।
• উপরের বিশ্লেষণ থেকে বোঝা যায় যে, অর্থের দিক থেকে ‘bounty’ শব্দটির সবচেয়ে কাছাকাছি প্রতিশব্দ হলো generosity।
তথ্যসূত্র: বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত অ্যাক্সেসিবল ডিকশনারি।

0
Updated: 1 month ago