মানবদেহের সংবেদী অঙ্গ নয় কোনটি?
A
চক্ষু
B
জিহ্বা
C
ত্বক
D
যকৃত
উত্তরের বিবরণ
মানবদেহের সংবেদী অঙ্গগুলি পারিপার্শ্বিক অবস্থার প্রকৃতি ও পরিবর্তন অনুধাবন করতে সক্ষম ইন্দ্রিয় সমূহকে বোঝায়, যা বিশেষ ধরনের সংবেদী কোষের সমন্বয়ে গঠিত। এই সংবেদী অঙ্গগুলো মানবদেহে মূলত পাঁচটি ইন্দ্রিয় হিসেবে পরিচিত।
-
চক্ষু: দর্শন অনুভূতি প্রদান করে।
-
কর্ণ: শ্রবণ অনুভূতি এবং ভারসাম্য রক্ষা করে।
-
নাসিকা: ঘ্রাণ অনুভূতি প্রদান করে।
-
জিহ্বা: স্বাদ অনুভূতি প্রদান করে।
-
ত্বক: স্পর্শ অনুভূতি মস্তিষ্কে প্রেরণ করে।
মানবদেহে যকৃত সংবেদী অঙ্গ নয়, এটি সংবেদী তথ্য গ্রহণে অংশগ্রহণ করে না।
0
Updated: 1 month ago
মানুষের শরীরের ওজনের কত শতাংশ ক্যালসিয়াম দ্বারা গঠিত?
Created: 1 month ago
A
৮%
B
৫%
C
২%
D
১০%
ক্যালসিয়াম (Calcium, Ca) খনিজ উপাদান:
-
ক্যালসিয়াম প্রাণীদের হাড় ও দাঁতের প্রধান উপাদান।
-
মানুষের শরীরের মোট ওজনের প্রায় ২% ক্যালসিয়াম।
-
খনিজ পদার্থের মধ্যে দেহে ক্যালসিয়ামের পরিমাণ সর্বাধিক।
-
অস্থি ও দাঁতে ফসফরাস ও ম্যাগনেসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে ৯০% শরীরে সঞ্চিত থাকে।
-
রক্ত এবং লসিকাতেও ক্যালসিয়ামের উপস্থিতি রয়েছে।
উৎস:
-
উদ্ভিজ্জ উৎস: ডাল, তিল, সয়াবিন, ফুলকপি, গাজর, লালশাক, পালংশাক, কচুশাক, কলমিশাক, বাঁধঁকপি, ফল।
-
প্রাণিজ উৎস: দুধ, ডিম, ছোট মাছ, শুঁটকি মাছ ইত্যাদি।
গুরুত্ব:
-
হাড় ও দাঁতের গঠন শক্ত রাখতে ক্যালসিয়াম অত্যন্ত প্রয়োজনীয়।
-
রক্ত সঞ্চালন, হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচন, স্নায়ু ও পেশির সঞ্চালনে সাহায্য করে।
অভাবের প্রভাব:
-
রিকেটস এবং বয়স্ক নারীদের মধ্যে অস্টিওম্যালেসিয়া হয়।
-
শিশুদের দাঁত উঠতে দেরি হয় এবং রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটে।
0
Updated: 1 month ago
মানবদেহে লােহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?
Created: 2 months ago
A
৭ দিন
B
৩০ দিন
C
১৮০ দিন
D
উপরের কোনটিই নয়
লোহিত রক্তকণিকার আয়ু ও বৈশিষ্ট্য
মানবদেহের লোহিত রক্তকণিকা বা Red Blood Cell (RBC) বিশেষভাবে দ্বি-অবতল চাকতি আকৃতির হয়। এগুলোতে কোনো নিউক্লিয়াস থাকে না। এর ভেতরে থাকে হিমোগ্লোবিন, যার কারণে রক্তের রং লাল দেখায়।
লোহিত কণিকাগুলোকে আসলে হিমোগ্লোবিনে পূর্ণ একেকটি ভাসমান থলের মতো মনে করা যায়। এদের চ্যাপ্টা আকৃতির কারণে স্বাভাবিক আকারের তুলনায় অনেক বেশি পরিমাণে অক্সিজেন পরিবহন করা সম্ভব হয়।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, লোহিত কণিকা বিভাজিত হতে পারে না। এগুলো সার্বক্ষণিকভাবে অস্থিমজ্জায় তৈরি হয় এবং সেখান থেকে রক্তে প্রবেশ করে।
প্রতিটি লোহিত রক্তকণিকার গড় আয়ুষ্কাল প্রায় ৪ মাস বা ১২০ দিন।
উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 2 months ago
উদ্ভিদের পুরুষ জনন অঙ্গ কোনটি?
Created: 1 month ago
A
গর্ভদণ্ড
B
পুংকেশর
C
গর্ভাশয়
D
পাপড়ি
ফুল ও তার প্রজনন অঙ্গ:
-
ফুল:
-
উদ্ভিদের প্রজননের অঙ্গ, বিশেষভাবে রূপান্তরিত শাখা (shoot)।
-
প্রধানত পাঁচটি অংশে বিভক্ত:
-
পুষ্পাক্ষ (Receptacle): ফুলের দণ্ড বা বোঁটার উপর অবস্থান করে।
-
বৃতি (Calyx): ফুলকে রক্ষা করে।
-
পত্রমন্ডল (Corolla): পোকামাকড় আকৃষ্ট করে।
-
পুংকেশর (Androecium): পুরুষ প্রজনন অঙ্গ, পরাগ (pollen) উৎপন্ন করে।
-
স্ত্রীকেশর (Gynoecium): স্ত্রী প্রজনন অঙ্গ, ডিম্বাণু বহন করে।
-
-
-
পুংকেশর (Stamen):
-
পুরুষ প্রজনন অঙ্গ।
-
গঠিত:
-
অন্তর (Anther): পরাগধানু বহন করে।
-
পুংদণ্ড (Filament): অন্তরকে ধরে রাখে।
-
-
পরাগধানু (Pollen grain): পুরুষ গ্যামেট বহন করে।
-
0
Updated: 1 month ago